শেরপুরে অর্ধলাখ টাকার বিদেশি মদসহ যুবক আটক
শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি অঞ্চল থেকে ১০০ বোতল বিদেশি মদসহ নবী হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪।
রবিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব সমচূড়া থেকে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
আটককৃত নবী হোসেন নকলা উপজেলার টালকী পশ্চিমপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ীর পাহাড়ি অঞ্চল পূর্ব সমচূড়া এলাকায় অভিযান চালায়। এসময় প্রথমে নবী হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আমদানি নিষিদ্ধ ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য অর্ধলাখ টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃত নবী হোসেন দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্নস্থানে মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এসজি