৪৯ কোটি টাকার নির্মাণাধীন রাস্তার কাজে তোলা হচ্ছে নদীর বালি!
জামালপুরে ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তার ভরাট কাজে তোলা হচ্ছে নদীর বালি। আর এই কাজে কোথায় থেকে বালি নিয়ে আসবেন সেটা ঠিকাদারের ব্যাপার, বলছেন কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর টু চেচুয়া ব্রহ্মপুত্র এপ্রোচ সড়কের (প্রথম প্যাকেজ) নির্মাণ কাজে নদী থেকে তোলা হচ্ছে বালি। আর জলাশয় থেকে পঁচা কাদা তুলে দেওয়া হচ্ছে সোলডারে। এ সময় জামালপুর টু শেরপুর সড়কের পাশের ব্রিজের নিচে ৬৫০ মিটার ভরাটের কাজে এ দৃশ্য ফুটে উঠে।
এলাকাবাসী জানান, সবার চোখের সামনেই এরাস্তার ৬শ ৫০মিঃ ভরাট কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক মাস যাবত নদী থেকে বালি তুলছেন। এছাড়া পাশের জলাশয়ের পঁচা কাদায় দেওয়া হচ্ছে সোলডার। অথচ এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি লক্ষ্য করা যায়নি।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আর,ই,বি/ আর,টি,সি এর মতামত পাওয়া যায়নি। তবে নির্মাণ শ্রমিকরা জানান, মূল ঠিকাদারের হয়ে ভরাটের কাজটুকু করছেন মেসার্স সেতুলী কনস্ট্রাকশন। তারা তার হয়েই কাজ করেছেন।
নির্মাণ কাজে নদী থেকে বালি উত্তোলন করার ব্যাপারে জামালপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাদ্দাম বলেন, নির্মাণ কাজে বালি কোথা থেকে আনবেন সেটা ঠিকাদারের ব্যাপার। তা ছাড়া নদী শাসন বা সংরক্ষণের বিষয়টি আমাদের নয়।
এসআইএইচ