পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ
আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে দুই দিন সুনামগঞ্জ জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ ছাড়া বিএনপির নেতারা বলছেন, তাদের সিলেট বিভাগীয় সমাবেশকে বাধা দিতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে। গণপরিবহন চলাচল দুই দিন বন্ধ থাকায় আজ শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জে জেলা বিএনপি নেতা-কর্মীরা সুনামগঞ্জ থেকে ৮ হাজার মোটলসাইকেলে রওনা দিয়েছেন সিলেটের পথে।
সকাল থেকেই সরেজমিনে দেখা যায়, আজ সুনামগঞ্জের বাসস্ট্যান্ড থেকে সিলেটগামী কোনো বাস ছেড়ে যায়নি বা কোনো বাস দেশের কোথাও থেকে প্রবেশ করেনি। তবে সীমিত পরিসরে সড়কে প্রাইভেটকার, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিয়ে জরুরি প্রয়োজনে এগুলো ব্যবহার করছেন।
হঠাৎ করে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।
ঢাকাগামী যাত্রী সোহেক তালুকদার বলেন, আমি আজ ঢাকা যাওয়ার উদ্দেশে বের হয়েছি, কিন্তু কাউন্টারে এসে দেখি তালা দেওয়া। মা আর ছোট বোনকে নিয়ে বড় চিন্তায় আছি, কীভাবে আজ যে ঢাকা যাব।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, আমরা সমাবেশে যাব পুলিশ আমাদের বাধা দেবে তা হতেই পারে না। আমরা কি এদেশের নাগরিক না? পুলিশ তার কাম সে করবে আমাদের নিরাপত্তা দেবে। আমাদের সামনে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমরাও ছাড় দিতাম না। আজ তাদের ধর্মঘটের জন্য গাড়ি বন্ধ থাকায় আমরা সুনামগঞ্জ থেকে ৮ হাজার মোটরসাইকেল নিয়ে সিলেটের গণসমাবেশে জন্য যাত্রা শুরু করছি। আমরা সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে বের হয়েছি।
সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, সকাল থেকে জেলা শহরের সঙ্গে সিলেট, জগন্নাথপুর ও ছাতকের রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
এসএন