সুরভী-৯ লঞ্চে আগুন, ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে

ঢাকা-বরিশাল নৌ পথে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি সুরভী-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় লঞ্চের কর্মীরা।
নৌ-পুলিশের মোহনপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহেদুজ্জামান বলেন, লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে যখন মোহনপুর এলাকা অতিক্রম করছিল তখন লঞ্চের ইঞ্জিনরুমের আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। লঞ্চের স্টাফরা অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় লঞ্চে থাকা শত শত যাত্রীর মধ্যে আতঙ্ক দেখা দেয় বলেও যোগ করেন তিনি।
সঞ্জয় নামে লঞ্চের এক যাত্রী জানান, 'বুঝিনি হঠাৎ করে কি হয়েছিল। আমি ছিলাম তিন তলায়। চারপাশ থেকে মানুষের চিৎকার চেঁচামিচি শুনে বের হয়ে দেখি আগুন। তখন আমরা দ্রুত নিচে নেমে যাই কিন্তু কোথাও আগুন দেখতে পাইননি। তবে ইঞ্জিন রুমে ধোঁয়া দেখতে পাই।
এদিকে, বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মো. কায়সারুল ইসলাম বলেন, লঞ্চের ইঞ্জিনে আগুন ধরার পর কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় লঞ্চের কর্মীরা। লঞ্চটি মোহনপুর এলাকা থেকে রাত ৪ টার দিকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীরা নিরাপদে আছেন।
কেএফ/
