ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে৷ শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শেখপাড়া বাজারের দুঃখী মাহমুদ কলেজ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আজিদ আলী (৪৫)। তিনি উপজেলার যোগীপাড়া গ্রামের আজমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কুষ্টিয়া হতে খুলনাগামী রূপসা বাস বেপরোয়া গতিতে ভ্যানটিকে ধাক্কা দেয়। তাতে ভ্যানচালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ঝিনাইদহের সার্জেন্ট শাহীন আহমেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ আসেনি এখন পর্যন্ত।
/এএন