ফাঁসির আসামি ২২ বছর পর গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাটে শিশু সন্তানের সামনে বিধবা মা নুরচান বেগম হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামি আদম খান ওরফে রফিককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৯ এর অভিযানে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে আশুলিয়া এলাকা থেকে আদম খানকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মামলাটির তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত ২০০২ সালের ১৭ জুলাই আদালত আসামি আদম খানকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আদম খান ওরফে রফিক দীর্ঘ প্রায় ২২ বছর ধরে পলাতক রয়েছে।
সম্প্রতি র্যাব দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছে। এরই প্রেক্ষিতে র্যাব এই আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, এই হত্যাকাণ্ডের এক বছর আগে আসামি আদম খান নুরচান বেগমের ছেলে শফিকের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। এর চার পাঁচ মাস পর শফিকের বাবা অর্থাৎ নুরচান বেগমের স্বামী আব্দুর রহমান মারা যান।
র্যাব আরও জানায়, পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে নুরচান বেগমকে গালিগালাজ এবং তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নুরচান বেগমের বুকের বামপাশে আঘাত করেন আদম খান। এতে ঘটনাস্থলেই নুরচান বেগমের মৃত্যু হয়।
এনএইচ/এসএ/