‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তারা বুলডোজার নিয়ে সেখানে উপস্থিত হয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এসময় তারা ‘কাউয়া কাউয়া’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জানা গেছে, এ হামলার ঘোষণা আগেই ফেসবুকে দেওয়া হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অফিসিয়াল পেজ থেকে বৃহস্পতিবার সকালে একটি পোস্টে বলা হয়, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।”
সরেজমিনে দেখা যায়, হামলাকারীরা বাড়ির ছাদ, আঙিনা ও ভেতরে অবস্থান নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বাড়ির আসবাবপত্র, ছাদের রেলিং এবং বাড়ির সামনে থাকা একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, “বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি। হামলার ঘোষণা ফেসবুকে দেওয়ার পর থেকেই সাংবাদিক ও স্থানীয় উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করতে থাকেন।”
আন্দোলনকারীদের ভাষ্য, সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার কারণে তারা ওবায়দুল কাদেরের প্রতি ক্ষুব্ধ। এক আন্দোলনকারী বলেন, “আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ছাত্র-জনতা। সবাই ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিচ্ছে। যারা খারাপ রাজনীতি করবে, তাদের এমন পরিণতি হবেই, এটাই আমাদের শেষ কথা।”
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)