বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ

ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।

প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য তার নেতৃত্বে সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফরও করেছিলেন।

বিএনপির প্রতিনিধি দলটি ডেভিড বিসলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ও লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ. ডেস্ট্রোর সঙ্গেও সাক্ষাৎ করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়, রবার্ট এ. ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন বিশিষ্ট আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সংবিধান, কর্মসংস্থান ও নির্বাচন আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত।

Header Ad
Header Ad

কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির

সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। ছবি: সংগৃহীত

ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তিকে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। তিনি বলেন, "কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান ১০টি যুদ্ধ করতেও প্রস্তুত।"

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে প্রবীণ ও নাগরিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পাক সেনাপ্রধান বলেন, "জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকলেও, পাকিস্তান ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে কাশ্মীরি ভাইদের পাশে থাকবে।"

তিনি আরও বলেন, "পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে। প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করতেও প্রস্তুত। পাকিস্তান কখনো ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তির কাছে মাথানত করবে না।"

কাশ্মীরকে পাকিস্তানের অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে জেনারেল মুনির বলেন, "শিরা কেটে গেলে যেমন মানুষের মৃত্যু ঘটে, তেমনই কাশ্মীর আমাদের জীবন। এটি একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।"

এসময় তিনি পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবেও উল্লেখ করেন। তাঁর এই বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তারা বুলডোজার নিয়ে সেখানে উপস্থিত হয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এসময় তারা ‘কাউয়া কাউয়া’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, এ হামলার ঘোষণা আগেই ফেসবুকে দেওয়া হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অফিসিয়াল পেজ থেকে বৃহস্পতিবার সকালে একটি পোস্টে বলা হয়, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।”

সরেজমিনে দেখা যায়, হামলাকারীরা বাড়ির ছাদ, আঙিনা ও ভেতরে অবস্থান নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বাড়ির আসবাবপত্র, ছাদের রেলিং এবং বাড়ির সামনে থাকা একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, “বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি। হামলার ঘোষণা ফেসবুকে দেওয়ার পর থেকেই সাংবাদিক ও স্থানীয় উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করতে থাকেন।”

আন্দোলনকারীদের ভাষ্য, সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার কারণে তারা ওবায়দুল কাদেরের প্রতি ক্ষুব্ধ। এক আন্দোলনকারী বলেন, “আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ছাত্র-জনতা। সবাই ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিচ্ছে। যারা খারাপ রাজনীতি করবে, তাদের এমন পরিণতি হবেই, এটাই আমাদের শেষ কথা।”

Header Ad
Header Ad

ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন

বনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে। ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনে ছয়তলা ভবন থেকে বইয়ের কার্টন নিয়ে যাচ্ছেন একজন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনে ছয়তলা ভবন থেকে বইয়ের কার্টন নিয়ে যাচ্ছেন একজন।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল। দুপুর পর্যন্ত বাড়িটির অনেক অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সরেজমিন দেখা গেছে, পেছনের ওই ছয়তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন। আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে।

ভেতর থেকে ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যাঁর মতো নিয়ে যাচ্ছেন অনেকে। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন। যাঁরা এসব লোহালক্কড় নিচ্ছেন, তাঁদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ।

সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটির সামনে মানুষের ভিড় দেখা গেছে। শত শত মানুষ ওই বাড়ির সামনে আসছিলেন। ভিডিও করছিলেন। ছবি তুলছিলেন। সকাল সাড়ে ১০টার দিকেও একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ হচ্ছিল। তবে মাঝে ঘণ্টাখানেক সময় ভাঙার কাজ সাময়িক বন্ধ ছিল।

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির
ইয়াশা সাগরকেও টাকা দেয়নি, অন্যদিকে চুক্তি ভঙ্গের অভিযোগ চিটাগাং কিংসের
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২-এ নারীসহ দুজনকে মারধর
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা
তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
ফেব্রুয়ারি-মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছে জামায়াত: রিজভী
কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা
ঢাবিতে প্রাইভেটকারে নিয়ন্ত্রণ হারিয়ে আহত সমন্বয়ক সারজিস