বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন। প্রথম দিকে তার এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, তবে সময় গড়ানোর সাথে সাথে তার আড়ালে যাওয়ার রহস্য আরও গাঢ় হয়। এর মধ্যে সামনে আসে পপির গোপন সংসার এবং সন্তানের খবর।

শোবিজ থেকে দূরে থাকলেও সম্প্রতি জমি দখলের অভিযোগে আলোচনায় আসেন পপি। তার বিরুদ্ধে তার পরিবার, বিশেষ করে তার বোন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আর এই ঘটনার পরই আড়াল ভেঙে ক্যামেরার সামনে হাজির হন পপি। দীর্ঘ তিন বছর পর সবার সামনে এসে তিনি জানান, তার পরিবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং তাকে খুন করার জন্য খুনিও ভাড়া করা হয়েছিল।

স্বামী ও সন্তানের সঙ্গে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় পপি তার বিরুদ্ধে মা, ভাই, বোনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

ভিডিওতে পপি বলেন, ‘‘২৮ বছর ধরে চলচ্চিত্রে কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি একজন ব্যর্থ মানুষ হিসেবে কথা বলছি। কারণ, দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, যাদের লালন-পালন করেছি, তাদের কাছে আমি এখন অযোগ্য।’’

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘‘মানুষ সবসময় সবার কাছে ভালো হতে পারে না। একসময় আমি যাদের দুহাতে উপহার দিয়েছি, এখন তারা আমাকে শত্রু হিসেবে দেখে।’’ বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হিংস্র ব্যবহার করতে পারে, তা দেখে আমি অবাক। তাদের মিথ্যা অভিযোগগুলো আমাকে ভুলভাবে উপস্থাপন করেছে মিডিয়ার সামনে।’’

পপি জানান, তার সব অর্থ তার পরিবার নিয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল। ‘‘আমার দেহটা ছাড়া কিছুই আমার ছিল না। আমার সব কিছুই তাদের নিয়ন্ত্রণে ছিল।’’

মায়ের ব্যাপারে তিনি জানান, ‘‘পৃথিবীতে সব মা ভালো মা নয়। দুর্ভাগ্যবশত, আমার মা আমাকে সেইভাবে ভালোবাসতে পারেনি।’’ তবে, তিনি মায়ের প্রতি কোনো অভিযোগ রাখেননি।

মায়ের সঙ্গে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ছবি: সংগৃহীত

পপির এই বক্তব্য, তার পরিবারের প্রতি তিক্ততার পাশাপাশি তার জীবনের এক বেদনাদায়ক সত্য উন্মোচন করেছে। তিনি বলেন, ‘‘আমার বাবা-মা আমাকে মেশিন হিসেবে দেখেছিলেন, তাদের কাছে আমি ছিলাম শুধু একটি উপার্জনের মাধ্যম।’’ এছাড়া, ২০০৭ সালে পপির অর্থ ও সম্পত্তি নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু সে সময় তার সিনেমার সহকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন।

প্রসঙ্গত, পপি সবশেষ ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনের সময় প্রকাশ্যে এসেছিলেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারকে সমর্থন করেছিলেন।

Header Ad
Header Ad

দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা

বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বইমেলাসহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত।

Header Ad
Header Ad

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এই অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় ছাত্র-জনতার একাংশ এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হলে কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী ছিলেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এবং তার মা বেগম তহুরা আলী দু'বার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সাম্প্রতিক সময়ে শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ প্রশাসন নিশ্চিত করতে পারেনি।

প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির