নারী ভক্তদের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ: বললেন, ‘সবটাই জনপ্রিয়তার কারণে’
সংগীতশিল্পী উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ নতুন এক বিতর্কে জড়িয়েছেন। কনসার্ট চলাকালীন নারী ভক্তদের গালে ও ঠোঁটে চুম্বন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৭০ বছর বয়সী এই গায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে তার আচরণ দেখে অনেকেই বিস্মিত ও হতাশ। তবে এসব সমালোচনা নিয়ে একেবারেই চিন্তিত নন উদিত। বরং তার দাবি, এটি তার জনপ্রিয়তা বাড়িয়েছে এবং তিনি ভক্তদের খুশি করতেই এমনটা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিতর্কিত এই ঘটনা মাসখানেক আগের হলেও তা সম্প্রতি আলোচনায় আসে। ব্যাপক সমালোচনার মুখে উদিত নারায়ণ ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এটা নতুন কিছু নয়। এর আগেও এমন হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।”
‘প্যাহেলা নেশা’, ‘জাদু তেরে নজর’, ‘তেরে নাম’-এর মতো বহু হিট গানের শিল্পী উদিত নারায়ণ আরও বলেন, “ভক্তরা আমাকে ভালোবাসেন, আমি কেমন মানুষ তা তারা জানেন। বহু মানুষ আমাকে অনুপ্রাণিত করেন, আর তারা ভালোবাসা প্রকাশ করতে চাইলে তা গ্রহণ করাই স্বাভাবিক। প্রচুর ভিড় হয়েছিল, কেউ সেলফি তুলতে চেয়েছেন, কেউ হাত মিলিয়েছেন, আবার কেউ আমার হাতে চুম্বন করেছেন। এতে অযথা বিতর্কের কিছু নেই।”
তিনি আরও বলেন, “আমার পরিবারে কখনো কোনো বিতর্ক ছিল না। কিন্তু এখন যেন জোর করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমার ছেলে আদিত্যও এসব থেকে দূরে থাকে। দীর্ঘ ৪৬ বছর বলিউডে কাজ করছি, কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। আমি সবসময় ভক্তদের ভালোবাসা সম্মান করেছি এবং আজও করি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ পরিবেশন করছেন। এসময় অনেক নারী ভক্ত মঞ্চের সামনে জড়ো হন। প্রথমে তারা দূর থেকেই সেলফি তোলার চেষ্টা করেন, কিন্তু উদিত নিজেই মাটিতে বসে তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরপর কয়েকজনের গালে চুম্বন করেন।
এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেছেন, “ভাই, বয়স তো কম হলো না, এবার থামুন।” আরেকজন লিখেছেন, “বুড়ো বয়সে কি ভিমরতি হলো?” কেউ আবার মজা করে প্রশ্ন তুলেছেন, “এটা কি এআই দিয়ে বানানো?”
তবে উদিত নারায়ণের বক্তব্যই স্পষ্ট করেছে, ভিডিওটি কোনো এআই-সম্পাদিত নয়, বরং তার স্বাভাবিক আচরণ হিসেবেই তিনি এটিকে ব্যাখ্যা করেছেন। যদিও নেটিজেনরা তার এমন কর্মকাণ্ডকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি, বরং তা নিয়ে সমালোচনার ঝড় বইছে অনলাইনে।