রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে নতুন কাউন্টারভিত্তিক বাস সেবা, যেখানে ২৬১০টি গোলাপী বাস চলাচল শুরু করেছে। গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে এই বাসগুলো চলবে। প্রথম পর্যায়ে ২১টি কোম্পানির বাস এই পদ্ধতিতে চলাচল করবে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম আজ (৬ ফেব্রুয়ারি) সকালে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে জানান, এই উদ্যোগটির লক্ষ্য যাত্রীসেবার মান বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানো।
তিনি আরও বলেন, ভাড়ার কোনো পরিবর্তন হবে না এবং শিক্ষার্থীরা আগের মতো হাফ ভাড়ায় যাতায়াত করবে।
এই নতুন ব্যবস্থায় কন্ট্রাক্ট সিস্টেম বন্ধ করা হয়েছে এবং যাত্রীদের কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এছাড়া, যাত্রীরা শুধুমাত্র নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করতে পারবেন, বাসগুলো অন্য কোথাও থামবে না। বাসে চলাচল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে কাউন্টার থেকে অভিযোগ জানানো যাবে।
পরবর্তী সময়ে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই কাউন্টার সিস্টেম চালু হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনের পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শুধু চালক-মালিক নয়, যাত্রীদেরও সচেতন হতে হবে।
এছাড়া, ডিএমপি কমিশনার মালিকদের প্রতি চালকদের অ্যাপয়েনমেন্ট লেটার দেওয়ার আহ্বান জানান।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)