ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল

ছবি: সংগৃহীত
ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়েস্ট গারো হিলস জেলায় একটি ভ্যানে ভ্রমণ করার সময় তাদের আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড, ভারতীয় মুদ্রা এবং ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশ দুইটি রিকশা ভ্যানও জব্দ করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ৯ বাংলাদেশির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেঘালয়ে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে তিন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, গত সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে আরও ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা যে নথিপত্রের ভিত্তিতে সেখানে বসবাস করছিলেন, সেগুলো ভুয়া ছিল।
উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি ধরপাকড় জোরদার করা হয়েছে।
