রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পদ্মা সেতু থিম দিয়ে সাজানো মঠবাড়ীয়ার পূজা মণ্ডপ

পূজার বাদ্য বাজল বলে। মন্দিরগুলোতে শেষ মুহূর্তের টুকটাক কাজ চলছে। এই পূজাকে ঘিয়ে মানুষের মধ্যে থাকে নানান কৌতুহল। সেই কৌতুহলের জায়গা থেকে এবার বরিশালসহ দক্ষিাণাঞ্চলের মানুষ ভিন্ন আঙ্গিকের থিমে পূজা দেখতে পারবে। বরিশালের মঠবাড়ীয়ার রাজবাড়ীর দুর্গাপূজায় প্রতীকী ‘পদ্মা সেতু’ থিম দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ।

অন্যদিকে বঙ্গবন্ধুর মুরালও তৈরি করা হয়েছে। সেতুটির উপরে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারসহ বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাকে নিয়ে নানান আয়োজন। তবে এই পূজার উদ্যোক্তারা শুধু সাজসজ্জায় থেমে নেই কেবল! একই সঙ্গে একাধিক সামাজিক কাজকর্ম করবেন তারা। পূজায় অংশ নেওয়া দর্শনার্থী মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নারের মাধ্যমে প্রতিদিন সেনিটারি প্যাড বিতরণ করা হবে। এ ছাড়া দুঃস্থ, অস্বচ্ছল মেধাবীদের শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কাজকর্ম চোখে পড়বে বলে জানা গেছে। এসব আয়োজন ঘিরে এরই মধ্যে স্থানীয় ও দূর-দূরান্তের মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।

প্রতি বছর মন্দিরটিতে সাড়ে ৩০০ প্রতিমা করা হলেও এবার প্রতিমা কমিয়ে ২৫০টি প্রতিমা নির্মাণ করা হয়েছে। অন্যদিকে থিম আইটেম বাড়ানো হয়েছে। এখানকার উদ্যোক্তারা দাবি করেছেন দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বড় দুর্গা পূজা এ বছর তারাই আয়োজন করতে যাচ্ছে। এবার দুর্গা পূজার প্রতিপাদ্য করা হয়েছে “আমার জীবন-আমার অধিকার, বাল্যবিয়ে রুখব এবার”। প্রতি বছরই নারী সমাজকে প্রাধান্য দিয়ে গড়ে তোলা হয় প্রতিমাগুলো।

বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের ‘রাজ মন্দিরে’ এ আয়োজন করেছেন শেবাচিমের সাবেক অর্থপেডিক্স বিশেষজ্ঞ ও বর্তমান বরগুনা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ডা. সুদীপ কুমার হালদার এবং শেবাচিমের গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. স্নিগ্ধা চক্রবর্তী। তাদের সঙ্গে আছেন একঝাঁক তরুণ-তরুণী, যারা এই আয়োজনকে সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, মন্দিরের প্রবেশ পথে লেখা রয়েছে ‘রাজ মন্দির’। এবার পাঁচটি গেট করা হয়েছে। এই রাজমন্দিরের বিশাল আঙিনা জুড়ে তৈরি করা হয়েছে দুর্গোৎসবের প্যান্ডেল। তাতে সারিবদ্ধভাবে নির্মাণ করা হয়েছে ২৫১ দেব-দেবীর প্রতিমা। এর মাধ্যমে চার হাজার বছরের পুরোনো পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঠিক পথে অগ্রসরের তাগিদ দিতে দেশের গুণীজনদের ছবি ও বিভিন্ন উপদেশমূলক বাণী গ্রাম জুড়ে গাছের সঙ্গে টানানো হয়েছে। তাই প্রতি বছর এই উৎসবকে ঘিরে কবুতরখালীর হালদার বাড়িটি পর্যটন এলাকায় পরিণত হয়।

মোড়লগঞ্চের পূজা দেখেই নিজ বাড়িতে দুর্গা পূজা করার উৎসাহ পান সুদীপ-স্নিগ্ধা দম্পতি। এর পর ২০১৬ সালে ৪০ প্রতিমা নিয়ে শুরু করেন পূজা। এ বিষয়ে ডা. সুদীপ হালদার ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘সাতক্ষীরার মৃৎশিল্পীর হাত দিয়েই ৪০ প্রতিমা নিয়ে পূজা শুরু। ৩৩৩টি প্রতিমা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তবে এ বছর দেশের প্রেক্ষাপট ভালো না থাকায় প্রতিমার সংখ্যা কমিয়েছি। লক্ষ-লক্ষ মানুষের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব অঙ্গন। যার হিসাব রাখা বড় কঠিন। দুর্গা পূজাকে সব ধর্মের মিলনক্ষেত্র এবং সমাজের ইতিবাচক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সেভাবেই মন্দির প্রাঙ্গন সাজানো হয়েছে। এবছর ২৫১ প্রতিমা এবং ৪০টি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে। এই প্রতিমাগুলো সনাতন ধর্মের ইতিহাস বলবে। এর মাধ্যমে মানুষ ও যুব সমাজকে সচেতন করার ইচ্ছা। আগামী ১ অক্টোবর পূজার কার্যক্রম শুরু হবে। তবে মন্দিরে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তারা এখন থেকেই খোঁজখবর রাখছে। তবে এই আয়োজন উপভোগ করতে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চিকিৎসক স্নিগ্ধা চক্রবর্তী জানান, দুর্গা পূজা উপলক্ষে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন দুপুরে চলে গণভোজ। এই ভোজে অংশ নেয় শতশত মানুষ। পূজা উপলক্ষে ভোজ করিয়ে তিনি ও পরিবারের সদস্যরা আনন্দ পান। তবে এবারের পূজা রাজ মন্দিরের মূল থিম,“আমার জীবন-আমার অধিকার, বাল্যবিয়ে রুখব এবার” এই স্লোগান দিয়ে সমাজের বাল্যবিয়ে বন্ধ হোক এবং মানুষ সচেতন হোক এটাই প্রত্যাশা তার।

 বাড়ির চারপাশে চলছে শেষ মুহূর্তের আল্পনার কাজ। প্রতীমার কারিগররা তাদের হাতের নিপুণ ছোঁয়া আর রং-তুলির আঁচড়ে অপরূপ সাজে সাজাচ্ছেন প্রতিমাগুলো। খুলনা চারুকলা বিশ্ববিদ্যালয় থেকে মৃৎশিল্পে প্রশিক্ষণ পাওয়া সাতক্ষীরা জেলার প্রতিমা নির্মাণ শিল্পী শংকর মণ্ডলের হাতে সমস্ত প্রতিমা নির্মাণ করা হয়েছে। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ‘চার-পাঁচ মাসের প্ররিশ্রম শেষে প্রতিমা নির্মাণ কাজ শেষ করেছি। এত বড় আয়োজন আমার জানা মতে বাংলাদেশে আর কোথাও হচ্ছে না। বড় একটি আয়োজনের সঙ্গে থাকতে পারার আনন্দ বলে বোঝানো সম্ভব নয়।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘মন্দিরে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য নির্ধারিত টহল পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ অনান্য বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতোমধ্যে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশ পাহারা দেওয়া হচ্ছে। তবে পূজা চলাকালীন সড়কে যাতে যানজট না বাঁধে সেজন্যও ট্রাফিক পুলিশকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এসএন

Header Ad
Header Ad

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে যেসব শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলোর প্রভাব মোকাবিলা করা কঠিন হবে না।

তিনি জানান, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমাদের রপ্তানি বাজার বহুমুখী, সেই সঙ্গে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছি।”

ঈদের পরবর্তী সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “মানুষ এবার ভালোভাবে ঈদ উদযাপন করেছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।”

সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যেকোনো বৈশ্বিক চাপে তা টিকে থাকতে সক্ষম হবে।

 

Header Ad
Header Ad

রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে একদিনে ৪৩০ জন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার, ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মস্কোভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

তাস-এর খবরে বলা হয়েছে, ব্যাটলগ্রুপ সেন্টারের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক এক প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৩০ জন সেনা হতাহত হয়েছে। এছাড়া, হামলায় একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি সামরিক যানবাহন ও ছয়টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি কামান ছিল পশ্চিমা দেশগুলোর তৈরি।

সাভচুক আরও দাবি করেন, রুশ বাহিনীর হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস হয়েছে। তিনি বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রু প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়ে ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকা বসতিটি মুক্ত করে নিয়েছে।

তিনি আরও জানান, জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা এলাকায় ইউক্রেনীয় বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্ট, যান্ত্রিক ইউনিট, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড এবং একটি ড্রোন সিস্টেম ব্রিগেডের উল্লেখযোগ্য পরিমাণ সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

রাশিয়ার এসব দাবি নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোববার, ৬ এপ্রিল তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছাবেন। সফরের পুরোটা জুড়ে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে মতবিনিময় করবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক