ইলিশের ওজন ৩ কেজি, দাম সাড়ে ৯ হাজার

বঙ্গোপসাগরের সুন্দরবনের কচিখালী এলাকায় এফবি শহিদ নামের ট্রলারের জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি বড় সাইজের ইলিশ। স্থানীয়রা এ সাইজের ইলিশকে রাজা ইলিশ বলে ডাকে। মাছটি সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, রবিবার (২৫ সেপ্টেম্বর) পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ওই ইলিশটি সাড়ে বিক্রি হয়েছে।
ট্রলার মালিক ও ইলিশ বিক্রেতা শহিদুল ইসলাম জানান, সুন্দরনের কচিখালী এলাকায় রবিবার ভোরে অন্যান্য মাছের সাথে তাদের জালে ৩ কেজি ওজনের ওই ইলিশ মাছটি উঠে আসে। এছাড়াও তারা তাদের জালে আরো ২০০ পিচ ইলিশ মাছ পায়েছেন।
স্থানীয় পাইকার ও ওই ইলিশ মাছের ক্রেতা শহিদ মোল্লা জানান, শহিদুল ইসলামের জালে ধরা পড়া ৩ কেজি ওজনের একটি বড় সাইজের ইলিশ দুপুরে বিএফডিসির ঘাটে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে সাড়ে ৯ হাজার টাকা আমি মাছটি ক্রয় করি। ক্রয় করা ওই ইলিশ ঢাকায় পাঠালে ২ থেকে ৩ হাজার টাকা লাভ হবে বলেও জানান তিনি।
জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এবছর একের পর এক নিম্নচাপ অব্যহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পরবে।
এএজেড
