বরিশালে মহালয়া অনুষ্ঠিত

চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে বরিশাল নগরীর স্ব-রোডের রাধা গোবিন্দ নিবাস মন্দিরে মহালয়া উদযাপন করা হয়।
ভোর ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উলুধ্বনির সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশ্বনাথ রায়ের চণ্ডীপাঠের সঙ্গে আগমনী সংগীত পরিবেশন করেন শ্রী কমল ঘোষসহ অন্যান্য শিল্পীরা। এরপর নৃত্য শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য পরিবেশন করেন পায়েল সরকার, পূজা মালাকার ও পূজা সেনগুপ্তের দল। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন সুদীপ্ত ও চন্দ্রীমার শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশন হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ গীতিআলেখ্য ‘রূপে রূপান্তরে মহামায়া’ পরিবেশন করে ‘চিত্রাঙ্গদা বরগুনা’।
প্রভাতী অনুষ্ঠানে সায়ন্তনী রাখী ও মো. সাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাম্পা, বরিশাল জেলা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি, বরিশাল মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুন্ডু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাংবাদিক মুরাদ আহমেদ, সাংবাদিক সুশান্ত ঘোষ, সাংবাদিক সাইফুর রহমান মিরণ, ব্যবসায়ী বিষু ঘোষ প্রমুখ।
এদিকে আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় ‘দেবীপক্ষ’। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবীদুর্গা। মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয় এদিন থেকে।
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বরিশাল জেলায় ৬০০টি ও মহানগরে ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবার।
এসজি
