রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিশ্ব নদী দিবস

ভালো নেই মেঘনা পাড়ের মানুষ

নদী রক্ষায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নদী রক্ষায় সচেতন করা। মানুষকে জানানো, নদী হচ্ছে পৃথিবীর ধমনির মতো। এর প্রবাহমানতাই সত্যিকার অর্থে আমাদের জীবন রক্ষাকারী।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশে নদী ও মানুষের জীবন এক অবিচ্ছেদ্য অংশ। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালন করা হচ্ছে বিশ্ব নদী দিবস। জনজীবনে নৌপথের সম্পৃক্ততা বাড়াতেই এ প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। নদী রক্ষায় অনেক দেশে এ দিবসটি পালিত হচ্ছে।

ভোলার মানুষ মেঘনা নদীর সঙ্গে বাঁচার লড়াই করে জীবন অতিবাহিত করছে। মেঘনা নদী যেন এই মানুষের একমাত্র সুখ-দুঃখের সঙ্গী। মেঘনা নদীর থাবায় ভোলার মানুষের একমাত্র পরম বন্ধু। ঢাকাপ্রকাশ-কে এমন কথায় বললেন নদীকূলের একাধিক পরিবার।

মেঘনা পাড়ের বাসিন্দারা বলেন, বর্ষা মৌসুমে মেঘনার ঢল আর প্রবল বাতাসের সঙ্গে ঘোষিত-অঘোষিত যুদ্ধে লিপ্ত থেকেই বর্ষাকাল পার করি আমরা।

তবে ভোলা পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা অনুযায়ী বর্ষায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় মেঘনার পানি। ভাঙনে অতিষ্ট মেঘনা পাড়ের সম্বলহীন অসহায় মানুষ। মেঘনার স্রোত ও পানি বৃদ্ধির কারণে ভোলার বিভিন্ন অঞ্চলে বেপরোয়া ভাঙন অব্যাহত রয়েছে। ভোলার মানচিত্র থেকে মুছে গেছে শতশত গ্রামের হাজার হাজার পরিবারের ভিটেমাটি।

২০১৪ সাল থেকে শুরু হয় 'নদীর জন্য পদযাত্রা'। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য, 'নদীরা ডাকছে, আমরা সাড়া দেব না?'। নদী দিবস পালনের পেছনে রয়েছে নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসার গল্প।

নদী দিবসের সূচনা হয়েছিল কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে আশির দশকের দিকে। ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসের শেষ রবিবার সাপ্তাহিক ছুটির দিন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক তরুণ শিক্ষক এবং নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলো তার কিছু শিক্ষার্থী ও বন্ধুকে নিয়ে একটি নদীতে 'ক্লিন আপ' বা পরিচ্ছন্নতা অভিযান চালায়।

খরস্রোতা নদী বৈঠা চালিয়ে যাওয়ার জন্য জনপ্রিয় ছিল। কিন্তু যারা বৈঠা চালানোতে অংশ নিতেন তাদের খাবারের প্যাকেট, রাফটিংয়ের যন্ত্রাংশ, বিনোদন উপকরণ ইত্যাদি নদীতেই ফেলা হতো। মার্ক অ্যাঞ্জেলোরা সেগুলো পরিষ্কার করেন। তখনো তারা হয়তো জানতেন না, একটি ইতিহাস তৈরি হতে চলছে। পরের বছরগুলোয় দিবসটি উদযাপন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে, ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য হয়ে ক্রমে পুরো কানাডা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি সমর্থন করে এবং ২০১৫ সাল পর্যন্ত 'ওয়াটার ফর লাইফ ডিকেড' কর্মসূচির অংশ করে নেয়।

বাংলাদেশে বিশ্ব নদী দিবসের সূচনা পর্বের ইতিহাসও নদীর প্রতি ভালোবাসা, দায়বদ্ধতারই এক অধ্যায়।

এসজি

Header Ad
Header Ad

চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর এবং কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চান তিনি। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এই সম্পর্ক শুধু বাংলাদেশ নয়, বরং পুরো অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলোর জন্যও উপকার বয়ে আনবে।” তিনি চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে, আর এ যাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে চীনের ভূমিকা হতে পারে উল্লেখযোগ্য। “আমাদের অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে। এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদের অর্থনৈতিক দক্ষতায় পরিণত করতে হবে,” বলেন তিনি।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “বাংলাদেশ ও চীনের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাফল্য আরও এগিয়ে নিতে সংস্কৃতি ও ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে।” তিনি বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যাতে বাংলাদেশের মানুষ চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারে।

সাক্ষাৎকারে ড. ইউনূস স্বাস্থ্যসেবা খাতেও চীনের সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, “চীনের স্বাস্থ্য প্রযুক্তি ও পরিষেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। দেশের সাধারণ মানুষ চীনের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে আগ্রহী।”

সাক্ষাৎকারের শেষভাগে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোনো পথ নয়। একটি টেকসই, শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিকল্প নেই।”

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরে বেইজিং সফর করেন। এটি প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।

Header Ad
Header Ad

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে যেসব শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলোর প্রভাব মোকাবিলা করা কঠিন হবে না।

তিনি জানান, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমাদের রপ্তানি বাজার বহুমুখী, সেই সঙ্গে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছি।”

ঈদের পরবর্তী সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “মানুষ এবার ভালোভাবে ঈদ উদযাপন করেছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।”

সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যেকোনো বৈশ্বিক চাপে তা টিকে থাকতে সক্ষম হবে।

 

Header Ad
Header Ad

রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে একদিনে ৪৩০ জন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার, ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মস্কোভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

তাস-এর খবরে বলা হয়েছে, ব্যাটলগ্রুপ সেন্টারের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক এক প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৩০ জন সেনা হতাহত হয়েছে। এছাড়া, হামলায় একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি সামরিক যানবাহন ও ছয়টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি কামান ছিল পশ্চিমা দেশগুলোর তৈরি।

সাভচুক আরও দাবি করেন, রুশ বাহিনীর হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস হয়েছে। তিনি বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রু প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়ে ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকা বসতিটি মুক্ত করে নিয়েছে।

তিনি আরও জানান, জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা এলাকায় ইউক্রেনীয় বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্ট, যান্ত্রিক ইউনিট, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড এবং একটি ড্রোন সিস্টেম ব্রিগেডের উল্লেখযোগ্য পরিমাণ সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

রাশিয়ার এসব দাবি নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’