বরগুনার এক উপজেলাতেই ডেঙ্গুতে আক্রান্ত ২০

এবার বরগুনা জেলায়ও হানা দিয়েছে ডেঙ্গু। দিনদিন বেড়েই চলেছে এর প্রাদুর্ভাব। সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই জেলার পাথরঘাটা উপজেলায়। গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলায় কমপক্ষে ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন মহিলা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়াও বেসরকারি ক্লিনিকগুলোতে কমপক্ষ ১১ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
হঠাৎ করে উপকূলীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা অভিযোগ করেন, পাথরঘাটা পৌর এলাকার বিভিন্ন রাস্তার পাশে ঝোঁপ-ঝাড় এখনো পরিষ্কার করা হয়নি। ময়লা-আবর্জনায় ড্রেনগুলো ভরে গিয়ে পানি বের না হওয়ায় ড্রেনের মধ্যেই মশার উৎপত্তি হচ্ছে। একই চিত্র বরগুনা জেলা শহরেও।
এ বিষয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাইফুল হাসান জানান, এক সপ্তাহে ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, আমাদের উপজেলা পরিষদে মিনি ফগার মেশিন রয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
এসআইএইচ
