রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

'শোকজ করে অধ্যক্ষকে, আর জবাব লিখে দেয় সভাপতি'

বরগুনার বামনা উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত ও কর্মচারীদের কান ধরে উঠবস করানোর ঘটনায় অচলাবস্থা তৈরী হয়েছে। বন্ধ রয়েছে কলেজের পাঠদান। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ওই কলেজের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসানের অপসারনের দাবীতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরগুনা জেলা শাখার সভাপতি লেমুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম। তিনি বলেন, বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসান নিয়ম নীতির তোয়াক্কা না করে গায়ের জোরে কলেজ চালাচ্ছেন। ইচ্ছেমতো কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরীচ্যুত করেন। শিক্ষক-কর্মচারীদের শারিরিকভাবে লাঞ্ছিত করেন।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাতে তিনি ইতিহাস বিভাগের প্রভাষক আশ্রাফুল হাসানকে স্থায়ীভাবে বরখাস্ত ও অফিস সহায়ক উজ্জল হাসানকে চাকরীচ্যুত করার জন্য অধ্যক্ষকে নোটিশে উল্লেখ করে সভা ডাকার জন্য বলেন। অধ্যক্ষ মিহসীন কবির বিধি বহির্ভূতভাবে এজন্ডা দিতে অপরাগতা প্রকাশ করলে সভাপতি শারিরিকভাবে লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেন। পরে নাসিমা বেগম নামে সহকারি অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে বলেন। নাসিমা বেগম অধ্যক্ষের দায়িত্ব নিতে রাজি হননি।

সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসীন কবির বলেন, আগেও একবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে সাগরিকা কর্মকারকে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছিলো। কারন আমি সভাপতির অবৈধ কর্মকাণ্ডের অংশীদার হতে চাইনা। তাই আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। বাধ্য হয়ে তার কর্মকাণ্ডের কারণে শোকজ হতে হয়েছে।

তিনি আরও বলেন, যখনি আমাদের কাছে বরিশাল আঞ্চলিক অফিস থেকে কারন দর্শানোর নোটিশ এসেছে সেই জবাবটা পর্যন্ত অধ্যক্ষর দায়িত্বে থেকেও একটা লাইনও আমি নিজে দিতে পারি নাই। প্রত্যেকটা লাইন তিনি ঢাকায় বসে বলে দিয়েছেন, সেই ভাবে আমাদের লিখতে হয়েছে। আবার পছন্দ হয়নি, আবার লিখতে হয়েছে। এভাবে তার কথা মতো বারবার লিখে পাঠাতে হয়েছে। শোকজ করে অধ্যক্ষকে, আর জবাব লিখে দেয় সভাপতি। এই কষ্ট আমি সহ্য করতে পারি না।

সম্মেলনে সাগরিকা কর্মকার বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালে আমাকে দিয়েও বিধি বহির্ভূত কাজ করানো হয়েছে। আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরে গিয়েছি। নতুন দায়িত্ব পাওয়া নাসিমা বেগম বলেন, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেবনা। তিনিও কলেজ পরিচালনা কমিটির সভাপতির অপসারন চান।

অফিস সহায়ক রিয়াজুল ইসলাম বলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতির ডাকে যেতে দেরী হওয়ায় আমাকে শারিরিক লাঞ্ছনাসহ ৫০ বার কান ধরে উঠবস করানো হয়েছে। আরেক অফিস সহায়ক জালাল উদ্দিন বলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে লঞ্চঘাট থেকে নিয়ে আসতে দেরী করায় আমাকে শারিরিক লাঞ্ছনাসহ ১০০ বার কান ধরে উঠবস করানো হয়েছে।

অফিস সহকারি সাইদ হোসেন রিপন বলেন, আমাকে একাধিকবার সভাপতির মার খেতে হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে শিক্ষক- কর্মচারীরা জানান, তাদের একটাই দাবী। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসানকে অপসারন না করা পর্যন্ত তারা শিক্ষার্থীদের পাঠদান করাবেন না।
এএজেড

Header Ad
Header Ad

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে যেসব শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলোর প্রভাব মোকাবিলা করা কঠিন হবে না।

তিনি জানান, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমাদের রপ্তানি বাজার বহুমুখী, সেই সঙ্গে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছি।”

ঈদের পরবর্তী সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “মানুষ এবার ভালোভাবে ঈদ উদযাপন করেছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।”

সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যেকোনো বৈশ্বিক চাপে তা টিকে থাকতে সক্ষম হবে।

 

Header Ad
Header Ad

রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে একদিনে ৪৩০ জন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার, ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মস্কোভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

তাস-এর খবরে বলা হয়েছে, ব্যাটলগ্রুপ সেন্টারের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক এক প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৩০ জন সেনা হতাহত হয়েছে। এছাড়া, হামলায় একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি সামরিক যানবাহন ও ছয়টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি কামান ছিল পশ্চিমা দেশগুলোর তৈরি।

সাভচুক আরও দাবি করেন, রুশ বাহিনীর হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস হয়েছে। তিনি বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রু প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়ে ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকা বসতিটি মুক্ত করে নিয়েছে।

তিনি আরও জানান, জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা এলাকায় ইউক্রেনীয় বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্ট, যান্ত্রিক ইউনিট, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড এবং একটি ড্রোন সিস্টেম ব্রিগেডের উল্লেখযোগ্য পরিমাণ সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

রাশিয়ার এসব দাবি নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোববার, ৬ এপ্রিল তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় পৌঁছাবেন। সফরের পুরোটা জুড়ে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে মতবিনিময় করবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক