অর্থ আত্মসাতের অভিযোগে ‘এনজিও’ মালিককে জুতার মালা

বরগুনার তালতলীতে ঘর দেওয়ার নামে দরিদ্রদের কাছ থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ভুয়া এক এনজিওর বিরুদ্ধে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ক্ষুব্ধ হয়ে ওই এনজিওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহিন খানকে জুতার মালা গলায় শহরে ঘুরিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, শরীয়তপুরের হোসেন খানের ছেলে শাহিন খান বাংলাদেশ সমবায় সমকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচয় দিয়ে তালতলীতে দরিদ্রদের মাঝে ঘর, গাভী ও ছাগল দেওয়ার আশ্বাস দেন এবং ১০ থেকে ১৫ হাজার টাকা করে উত্তোলন করেন। ১৩টি পরিবারের কাছ থেকে ৯২ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। মাসের পর মাস পেরিয়েও কোনো সহযোগিতা না পাওয়ায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন শাহিন। গতকাল শুক্রবার এনজিওটি ভুয়া বলে স্বীকার করেন শাহিন খান। এরপরই স্থানীয়রা তাকে জুতার মালা পরিয়ে শহরে ঘোরান।
এ বিষয়ে জানতে একাধিকবার শাহিন খানের মুঠোফোনে কল করলেও তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া গেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এসএন
