ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় আহত ৩

বরগুনায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। গাড়িটি উদ্ধারের তৎপরতা চলছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আজ সকাল ৭ টার দিকে নিয়মিত কসরতের সময় বরগুনা- কাকচিড়া রুটের বড়ইতলা এলাকায় সুরঞ্জনার মোড়ে ফায়ার সার্ভিসের পানিভর্তি ওই গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িটির চালক মো. জাহাঙ্গীর সহ আব্বাস ও আসাদ নামের অপর দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ জানান, ফায়ার সার্ভিসের এসব গাড়ি নিয়ে নিয়মিতই কসরত করতে হয় চালক ও ফায়ার ফাইটারদের। তেমনি আজও নিয়মিত কসরতের অংশ হিসেবে এই গাড়ি নিয়ে বড়ইতলার দিকে যায় ফায়ার ফাইটাররা। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, চালক জাহাঙ্গীরের বর্তমান অবস্থা কী তা চিকিৎসকদের পর্যবেক্ষণের পরে জানা যাবে। গাড়িটি উদ্ধারের তৎপরতা চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএজেড
