কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় চার হাজার লিটার চোরাই ডিজেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোষ্টগার্ড। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি স্টিল ট্রলার জব্দ করা হয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের সকাল ১০টার দিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন-মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া (২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের মধ্যে পান্না ও মেহেদীর বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মাঝের হাওলা গ্রামে। আর মিজানুর রহমানের বাড়ি ধানখালী ইউনিয়নের দেবপুর গ্রামে।
এ ব্যাপারে আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, ‘পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে সংগ্রহ করেছিল চোরাকারবারি চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে টিয়াখালী নদী থেকে ডিজেলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ডিজেল চুরির ঘটনা শুনছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআইএইচ
