চোর সন্দেহে শ্রমিককে পেটানোর ঘটনায় গ্রেপ্তার ১

বরগুনার আমতলীতে চোর সন্দেহে এক শ্রমিককে নির্মমভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ঢাকাপ্রকাশে সংবাদ প্রচারের পর অভিযুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। তবে বুধবার রাত পৌনে ১২টার দিকে ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।
এক মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আমতলী পৌর শহরের মুদি ব্যবসায়ী কবির হাওলাদার চোর সন্দেহে শ্রমিক আবদুর রাজ্জাককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে অমানুষিক নির্যাতন করছেন।
নির্যাতনের এ ঘটনায় বাদী হয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে বিচার চেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রাজ্জাকের বড় ভাই শামসুল আলম।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, নির্যাতিত ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত রাজ্জাকের ভাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কবির হাওলাদার নামে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।
এসআইএইচ
