শ্রমিককে নির্যাতনের ভিডিও ভাইরাল

বরগুনার আমতলীতে চোর সন্দেহে এক শ্রমিককে ব্যবসায়ীর নির্মম ভাবে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা বিচারের দাবী জানিয়েছেন এবং এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ভিডিওটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তে থাকে। এর আগে বুধবার রাত পৌনে বারোটার দিকে ভিডিওটি প্রথম সামাজিক মাধ্যমে দেখা যায়।
এক মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আমতলী পৌর শহরের মুদি ব্যবসায়ী কবির হাওলাদার চোর সন্দেহে শ্রমিক আবদুর রাজ্জাককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে অমানুষিক নির্যাতন করছেন। এদিকে নির্যাতনের এ ঘটনায় শ্রমিক আবদুর রাজ্জাকের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে বিচার চেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বাদী শামসুল আলম বলেন, আমার ভাই রাজ্জাক একজন শ্রমিক। অহেতুক ভাবে আমার ভাইকে ব্যবসায়ী কবির হাওলাদার তার দোকানে ডেকে নিয়ে লোকজন দিয়ে আটকিয়ে বেধড়ক পিটিয়েছে। তাই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয় ব্যবসায়ী কবির হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, নির্যাতিত ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত রাজ্জাকের ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড
