ঝালকাঠি থেকে বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

বরিশালের রুপাতলী বাস শ্রমিক কর্তৃক ঝালকাঠির বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিমাল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার দুপুর থেকে এ কর্মসূচি শুরু হয়। বাস চলাচরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বুধবার সকালে গাড়ি সাইট দেয়াকে কেন্দ্র করে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠির বাস শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশাল বাস শ্রমিকরা।
হামলায় ঝালকাঠির ৭-৮জন বাস শ্রমিক গুরুতর জখম হয়েছেন। এর মধ্যে ৫ জনকে বরিশাল শেরই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঝালকাঠির বাস শ্রমিকরা নিরাপত্তহীনতার কারণে দুপুর থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এর ফলে ঝালকাঠি থেকে বরিশাল রুটের সকল বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে বাস চলাচলা বন্ধ হওয়ায়ার ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন। তাদের দ্বিগুন ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে।
এএজেড
