অটোরিকশা থেকে ১০ মণ হাঙর জব্দ

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ১০ মণ (৪০০ কেজি) হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি অটোরিকশা থেকে এসব হাঙর জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি অটোরিকশা থেকে এই হাঙরগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত হাঙরগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।
এসজি
