ঐতিহাসিক শাহী মসজিদের দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি

বরগুনার বেতাগীর একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদের দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার মুসুল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
স্থানীয় থানা পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনার সঠিক রহস্য উন্মোচন করতে তৎপর রয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা-পয়সা নিয়ে যায়।
মসজিদের মুয়াজ্জিন হানিফ হাওলাদার বলেন, প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের তালা খুলে থাকেন। তবে যা চুরি হয়েছে তাতে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।
তিনি আরও বলেন, বড় বাক্সটির সঙ্গে ছোট ৪টি দানবাক্স ছিল। তাও ভেঙে সব টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে চুরি হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এমন ঘটনার সঠিক রহস্য উন্মোচন করা হবে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক রহস্য উন্মোচনে তৎপর রয়েছে পুলিশ।
ইতিহাস থেকে জানা যায়, ১৬৫৯ সালে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে সূদুর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামত উল্লাহ (রা.) ইসলাম প্রচার করার উদ্দেশে দিল্লিতে আসেন। ওই সময় হযরত শাহ নেয়ামত উল্লাহ (রা.) বিবিচিনি শাহী মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং দানবাক্সে টাকা-পয়সা দান করেন।
এসআইএইচ
