বঙ্গোপসাগরে বেড়েছে পাখি মাছের বিচরণ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিচরণ বেড়েছে পাখি মাছের। এ মাসে তিন দফায় স্থানীয় জেলেদের জালে ৫টি বিশাল আকারের পাখি মাছ ধরা পড়ে। যার ওজন গড়ে ২ মণেরও বেশি।
সর্বশেষ শনিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের সত্তরবাম এলাকায় আনোয়ার হোসেন মাঝি নামে এক জেলের জালে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়ে। মাছটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ১ ফুট।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। উপকূলে এ মাছের চাহিদা না থাকায় ব্যবসায়ী কাসেম বেপারী মাছটি ৭ হাজার টাকায় কিনে নেন। স্থানীয়ভাবে মাছটির চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি হওয়ায় আনোয়ার হোসেন মাঝি হতাশা প্রকাশ করেন।
গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের একশবাম এলাকায় জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়ে ১৮৫ কেজি ওজনের একটি পাখি মাছ। পরে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দর আড়তে নিয়ে আসা হয়। উপকূলীয় এলাকায় পাখি মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামে এক মাছ ব্যবসায়ী।
এরও আগে গত ৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের ছয় বাম এলাকায় গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়ে ৫ মণ ওজনের ৩টি পাখি মাছ। আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ৩টি নিয়ে আসা হলে মৃধা ফিস আড়তের জাহিদ মিয়া মাছগুলো ২০ হাজার টাকায় কিনে নেন। স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় তিনিও ক্ষোভ প্রকাশ করেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দ্রুতগামী এ সেইল ফিস বা পাখি মাছ গভীর সাগরে বিচরণ করে।
এসজি
