ছেলের বাড়ি যাওয়ার পথে সড়কে ঝরল মায়ের প্রাণ

ফাইল ছবি
বরগুনার পাথরঘাটায় ছেলের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা সাইক্লোন সেল্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম (৭০) কালমেঘা ইউনিয়নের লাকুরতলা এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আছিয়া বেগম তার বড় ছেলে হারুনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। ছোট পাথরঘাটা সাইক্লোন সেল্টারের সামনে থেকে রিকশায় উঠার সময় অন্য একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যদি কেউ অভিযোগ করে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
