ঢাকা-বরগুনা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ঢাকা-বরগুনা রুটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক সমিতি ও বাস শ্রমিকরা।
ঢাকা-বরগুনা রুটের বাস বাকেরগঞ্জ থেকে বরগুনা যাওয়া-আসার পথে বরিশালের বাস মালিক-শ্রমিকরা একমাস ধরে চলাচলে বাধা দেওয়াসহ বাস শ্রমিকদের মারধর করার অভিযোগ এনে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বরগুনা রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলেও জানান সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা পরিবহন মালিক সমিতির নেতা ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রাইসুল আলম রিপন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এক যুগ ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়কে চলাচল করে আসছে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী কয়েকশ' বাস। একসময় ঢাকা থেকে বরগুনার দূরত্ব প্রায় ১৫ ঘণ্টার বেশি হলেও পদ্মা সেতুর উদ্বোধনের পর সেই দূরত্ব কমে আসে মাত্র ৫ ঘণ্টায়।
তবে রুট পারমিট না থাকার অজুহাত দিয়ে সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের বাস মালিক-শ্রমিকরা। এতে করে মির্জাগঞ্জ এবং আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করতে হচ্ছে যাত্রীবাহী বাসগুলোকে। ফলে সময় লাগছে ১০ ঘণ্টার বেশি। এতে দুর্ভোগ পোহানোর পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হতে হচ্ছে এ রুটের যাত্রীদের।
এসজি
