শিক্ষক পরিবারের উপর হামলা, আহত ৪

বরগুনায় এক শিক্ষক পরিবারের চাষকৃত জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
বরিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানান বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উরবুনিয়া গ্রামে কলেজশিক্ষক আবুল কালাম আজাদের চাষকৃত জমি দখলে নিতে ওই জমির ফসল উপড়ে ফেলে একই এলাকার দুই সহোদর আলী হোসেন ও মনির। এসময় কলেজশিক্ষক ও তার পরিবার বাধা দিতে গেলে সাবেক ইউপি সদস্য মান্নান মোল্লার নেতৃত্বে আলী হোসেন, মনিরসহ তাদের লোকজন দুই দফায় শিক্ষক পরিবারের উপর হামলা চালায়।
হামলায় শিক্ষক আবুল কালাম (৫১), তার দুই ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম (৫০), নুরজাহান (৬০) ও ভাইয়ের মেয়ে জান্নাতি (১৬) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
শিক্ষক আবুল কালাম বলেন, আমাদের উপর হামলার পাশাপাশি নারীদের দিয়ে আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে আলী হোসেন ও মনির। এসময় আমার পরিবারের নারীরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে যাওয়ার পথে সাবেক ইউপি সদস্য মান্নান মোল্লার নেতৃত্বে আবারও হামলা চালানো হয়। আমরা আইনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও অভিযুক্তরা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
