বরিশালে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাশিপুর দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। তবে রাতের বেলায় কে বা কারা এই প্রতিমা ভাঙচুর করেছে স্থানীয় কেউ বলতে পারেনি বলে জানিয়েছেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে কাশিপুর দুর্গা মন্দিরে স্থানীয়রা মন্দিরে প্রবেশে করে ভাঙা অবস্থায় দেখতে পায় প্রতিমা।
মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল জানান, কাশিপুর মন্দিরের প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি ঢাকাপ্রকাশ-কে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার চাদপুরের কাশিপুর এলাকার কাশিপুর দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন, আমাদের পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মেহেন্দিগঞ্জ থানার এস.আই রফিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে বলে জানা গেছে।
এসএন
