বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আই লাভ ইউ

চ্যাটিং এ প্রাপ্ত ঠিকানা আর মোবাইল নম্বর সম্বল করে বিকেল তিন-সাড়ে তিনটার সময় তনুকার স্কুলের সামনে এসে পৌঁছেছে তমাল। পাশের টি স্টলে বসে স্কুল প্রাঙ্গণের সবকিছু লক্ষ্য করছিল খুঁটে খুঁটে।

চারটার কিছু সময় পরে দোকানের কর্মচারী ছেলেটা বলে উঠল,

-ওই যে তনুকা ম্যাডাম আসছে, আজ বোধহয় বকেয়া টাকাগুলো দিয়ে যাবে।

হাতে ধরা চায়ের কাপ থেকে ছলকে পড়ল কিছুটা চা তমাল তালুকদারের কাপ থেকে। উৎসাহী চোখে চেয়ে দেখল- দীর্ঘাঙ্গী,শ্যামলা, হালকা পাতলা তনুকা, হেঁটে আসছে স্কুলের মাঠ পেরিয়ে গেটের দিকে। পরনে তার উজ্জ্বল নীল রঙের শাড়ি, সাদারঙের ফুলহাতা ব্লাউজ, ঘনকালো লম্বা চুল বারবার ডিস্টার্ব করছে। উড়ে এসে গালে, চোখে মুখে পড়ছে আর তনুকা বিরক্তির সাথে বাম হাতের চম্পক আঙুলে সরিয়ে দিচ্ছে।

তমাল তালুকদার ভাবছে, বয়স কমপক্ষে পঁয়ত্রিশ আপ হবে, অথচ ফেসবুক প্রোফাইলে লিখেছে ২৫ বছর। প্রোফাইল ছবিটাও অন্তত পাঁচ কি সাত বছর আগেকার।

আনমনে হাসল তমাল তালুকদার! সে-ও কী আর কম করেছে! সেও তো তার প্রোফাইল পিক দিয়েছে দশ বছর আগের চেহারার! দেখলে মনে হবে নায়ক উত্তম কুমার।

বয়স লিখেছে সাঁইত্রিশ, অথচ এখন তার বয়স সাতচল্লিশ।

বয়সটাই প্রায় শেষ করে ফেলল সে যাত্রা থিয়েটার আর গান-বাজনা করে করে। বাপের রেখে যাওয়া সম্পত্তির প্রায় অর্ধেক শেষ করেছে এসবের পেছনে।

এখনো থানা সদরে তিনটে বাড়ি, পাঁচটা দোকান ঘর, ভাড়া দিয়েছে। গ্রামের জমিজমা কন্ট্রাক্ট আছে গ্রামের কিছু লোকের কাছে, প্রতি আবাদ মৌসুমে বেশ মোটা টাকা আসে সেখান থেকে। বাড়ি ভাড়া, দোকান ভাড়া উঠে প্রায় লাখ খানেকের মতো।

এ যাবৎ শ'খানেকবার প্রেমে পড়েছে সে, অথচ কী দুর্ভাগ্য! একটি প্রেমও স্থায়ী হয়নি তার। প্রায় বাধ্য হয়েই ব্যাচেলর হয়ে আছে আজও।

বছর তিনেক হলো ফেসবুকে পরিচয় তনুকার সাথে। পরিচয় থেকে প্রেম। যদিও জানে সে, যে-ইনবক্সে প্রেম করা আর ট্রেনের চাকায় পাম্প করা একই কথা। তবুও তনুকার ডাকে আর স্থির থাকতে পারেনি তার দীর্ঘ বছরের উপবাসী মন।

সুদূর রংপুর থেকে ছুটে এসেছে আজ ঢাকায়। রহস্যপ্রিয় তমাল রহস্য করতেই প্রায় ছুটে এসেছে কোনো পূর্বাভাস না দিয়েই। ভাবনা শেষে চমকে উঠল তমাল তালুকদার। দেখল, তনুকা টি-স্টলে না ঢুকে হন হন করে হেঁটে যাচ্ছে শাহবাগ বাসস্ট্যান্ডের দিকে। চট করে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল সেও তনুকার উদ্দেশে।

ততক্ষণে বেশ কিছুদূর এগিয়ে গেছে তনুকা। একবার ভাবল, ফোন করে জানিয়ে দেয় যে, সে এসেছে। কিন্তু রহস্যপ্রিয় মন তাতে সায় দিল না। তাড়াহুড়ো করে সেও হাঁটা ধরল তনুকার পেছন পেছন।

ততক্ষণে অনেক দূর এগিয়ে গেছে তনুকা। শাহবাগ বাস্ট্যান্ডে গিয়ে থামল তনুকা, তার থেকে গজ দশেক পেছনে তমাল, ঊর্ধ্বশ্বাসে ছুটছে প্রায়। হঠাৎ একটা লোকাল বাস এসে পড়ায় সেটাতে উঠে পড়ল তনুকা।

ধড়াস করে উঠল তমালের হৃৎপিণ্ড, এই বোধহয় হারালাম! ছুটে গিয়ে ছেড়ে দেওয়া বাসের হ্যান্ডল চেপে ধরে ঝুলতে থাকল, তারপরে কোনোমতে উঠে পড়ল বাসে। সন্ধানী দৃষ্টিতে খুঁজল মহিলা সিটে। না! নেই সে! দাঁড়ানো লোকজনের ফাঁক ফোঁকর দিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে গেল বাসের বামধারে পুরুষ সিটে বসে আছে তনুকা।

মুখোমুখি দুটি সিটে দুজন করে চারজন প্যাসেঞ্জার, তারমধ্যে তনুকাই একমাত্র নারী। তার সামনের সিটে মুখোমুখি প্যাসেঞ্জার দুজনের একজন কিশোর, বড় জোর ক্লাস এইট/নাইনে পড়তে পারে। দাঁড়ানো লোকজনের ফাঁক-ফোঁকর দিয়ে ঠেলেঠুলে কোনো মতে ওই সিটের কাছে গিয়ে অভিনয় শুরু করল সে।

-বাবাজি, একটু জায়গা পাওয়া যাবে? আমার কোমরে ব্যথা (ল্যম্বেগো)। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে নিষেধ করেছেন ডাক্তার।

বিনয়ের অবতার ছেলেটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল,

-বসুন আঙ্কেল, আমি তো সামনের স্টপেজেই নেমে যাচ্ছি।

ছেলেটির মাথায় হাত দিয়ে মিছেমিছি দোয়া করল পাক্কা অভিনেতা তমাল তালুকদার। তারপর ধুপ করে বসে পড়ল তনুকার মুখোমুখি হয়ে।
যাক বাবা বাঁচা গেল! আর পালাতে পারবে না, মনে মনে স্বগতোক্তি করল সে।

পরের স্টপেজে কিশোর ছেলেটাসহ বাকি দুজন পুরুষও নেমে গেলে, তনুকাই প্রথমে কথা বলল-

-আপনি কোনখানে নামবেন?

-আগে বল "আই লাভ ইউ" তারপরে বলছি কোথায় নামব,
হাসতে হাসতে বলল তমাল তালুকদার।

কথাটা শুনে ধমকে উঠল পয়ত্রিশোর্ধ্ব ব্যাচেলর বুড়ি,

- কী ! এতবড় স্পর্ধা! আপনি আমাকে লাভ ইউ বলতে বলছেন!

মিটি মিটি হাসছে চল্লিশোর্ধ বুড়ো এবং একটা চুইংগাম দিতে গেল অগ্নিমূর্তিধারী বয়স্কা সুন্দরীকে। আবার জ্বলে উঠল বিগতযৌবনা নারী,

-আমি কচি খুকি না কি, যে চুইংগাম খাব?

- এ বয়সে যেমন চুইংগাম চোষা মানায় না,
লাভ ইউ বলাও তেমনি শোভা পায় না, তাই না ডার্লিং? হাসতে হাসতে বললেন বয়স্ক ভদ্রলোক।

আবার ক্ষেপে উঠল বিগতযৌবনা।

-কী! আপনি আমাকে ডার্লিং বল্লেন? জানেন আমি কে?

-জানি তো তুমি তনুকা, প্রাইমারি স্কুলের টিচার? এখনো অবিবাহিত, ঠিক আমার মতো।

বিস্ময়াভূত তনুকা!

-কীভাবে জানলেন আমি অবিবাহিত!

-হাহাহা, হাহাহা, দাদরা তাল এর ছয় মাত্রার হাসি দিয়ে বললেন বয়স্ক লোক,

-ফেসবুক চ্যাটিং এ তো তুমিই বলেছিলে গো!

-তারমানে! কে আপনি?

কিচ্ছু বলছে না লোকটা, মুচকি মুচকি হাসতে হাসতে, হাতে ধরা মোবাইল ফোনে ডায়াল করল। রিং টোন বেজে উঠল তনুকার ফোনে-

তুমি সুন্দরো যদি নাহি হও, তাই বলে কিবা যায় আসে? প্রেমের কী রূপ সেই জানে, সেই জানে, ও গো যে কখনো ভালবাসে-এ-এ-এ, যে কখনো ভালোবাসে।

রিং টোনের গানটা শেষ না হতেই রিসিভ করে হ্যালো বলল সে। উত্তরে মুখোমুখি বসা নির্লজ্জ লোকটার কণ্ঠে ভেসে এল,

-ইয়েস তনুকা, আই লাভ ইউ।

ঝট করে সুইচ অফ করে আনন্দে চেঁচিয়ে উঠল তনুকা

-তুমিই তমাল!

মিষ্টি হাসির সাথে সম্মুখে হ্যাঁ-বোধক মাথা দোলাচ্ছে বয়স্ক তমাল তালুকদার।

আনন্দাতিশয্যে কাঁপতে কাঁপতে ঝট করে উঠে পড়ে, ধ্বপ করে বসে পড়ল তনুকা তমালের পাশে। কণ্ঠরুদ্ধ হয়ে গেল আবেগাতিশয্যে, তবুও কাঁপা কাঁপা স্বরে বলল,

-তুমি এত দুষ্টু কেন! আই লাভ ইউ।

হাতের ব্রিফকেস খুলে প্যাক করা একগুচ্ছ সাদা গোলাপ বের করে, তনুকার দিকে বাড়িয়ে ধরল তমাল। কাঁপা কাঁপা হাতে পুষ্পগুচ্ছ নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে উচ্চারণ করল তনুকা,

-থ্যাঙ্ক ইউ।

দু'চোখের কোণে তার আনন্দাশ্রু, শীতের শিশির বিন্দুর মতো চিক চিক করে নাচছে।

প্রকাশ চন্দ্র রায়: কিশোরগঞ্জ, নীলফামারী।

এসএন

Header Ad
Header Ad

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান

ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও জেলায় প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নানা কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং একাধিক আরোহী বহন রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে পলাশ তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মোট ১৮টি মামলায় ৭০,০০০/ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

Header Ad
Header Ad

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন

ছবি: সংগৃহীত

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে, বিপরীতে বেড়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ আশ্রয়স্থলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার বাজারে ধাক্কা লাগে। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ শুরু করেন।

ট্রাম্প বুধবার ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং দেশের কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক বসাবেন। নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার ডলার সূচক ১.৬ শতাংশ কমে ১০২.০৩-এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইউরো সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার ০.৫৬ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ০.৯ শতাংশ, জাপানি ইয়েন ১.৭ শতাংশ এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অনিশ্চয়তা এখনও বেশি রয়েছে—যদিও কয়েকদিনের মধ্যে কিছু শুল্ক বাতিল বা সংশোধন হতে পারে। তবে এর অর্থনৈতিক প্রভাব ১৯৩০-এর দশকের স্মুট-হাওলি শুল্ক আইনের চেয়েও বেশি হতে পারে।”

১৯৩০ সালে স্মুট-হাওলি শুল্ক আইন প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্র আমদানি কর বাড়িয়েছিল, যা বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্কের সূত্রপাত ঘটায় এবং বৈশ্বিক মহামন্দাকে আরও গভীর করে তোলে।

ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল বাণিজ্যের ভারসাম্য রক্ষার কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বনির্ভর করার পরিকল্পনার অংশ হতে পারে। তবে, এই স্তরের শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: রয়টার্স, ব্যারন’স, দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ১৮৮৬.১৬ পয়েন্ট। অন্যদিকে, স্পেন ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে।

ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চারে রয়েছে। ব্রাজিল এক জয় ও এক হারের পরও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে, আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমেছে।

র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) এবং জার্মানি (১৭১৬.৯৮)। সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, যারা সাত ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে রয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে অবস্থান করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে দলটি ১৫তম স্থানে রয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী