মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে শাহ আলমের সেকশন-১২ এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১৯ জন নারীকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী আটক করা হয়।
আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ৫৬ জন ইন্দোনেশিয়ান, ২৭ জন মিয়ানমারের, ৫ জন নেপালের এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে তারা দেখতে পান যে, নির্মাণ সাইটের একাধিক তলায় বিদেশি শ্রমিকরা বসবাস করছিলেন। পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং দুর্গন্ধযুক্ত, যা আটককৃতদের অবস্থার ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়।