বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

তুরস্কে বাংলাদেশি স্টুডেন্ট’স কমিউনিটির সভাপতি মোবাশ্বেরা, সম্পাদক মাহমুদ

বিগত এক যুগ ধরে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্ট’স ইন তুর্কীয়ে (অ্যাবাস্ট)-এর কমিটি গঠন সম্পন্ন হলো।

মোবাশ্বেরা জাহান ফাতিমাকে সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদকে সেক্রেটারি ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ১০০ সদস্যবিশিষ্ট কমিটি ও সিটি অ্যাম্বাসেডর টিম অনুমোদন দেওয়া হয়।

ইস্তানবুলে অবস্থিত ঢাকা লাউঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট এন্ড কালচারাল সেন্টারে অ্যাবাস্টের উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও এশিয়া অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্টাডিজের তুরস্কে প্রধান নাজমুল ইসলাম উক্ত কমিটির অনুমোদন দেন। কমিটি গঠন অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর মধ্য থেকে আরও উপস্থিত ছিলেন ইস্তানবুল জাইম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাজহারুল ইসলাম রবিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়ালিউল্লাহ, পিএইচডি গবেষক মিনহাজুল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অটোমান গ্রুপের সিইও শিহাব আহমেদসহ প্রমুখ।

আনকারা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পিএইচডি গবেষণারত মেধাবী ছাত্রী ও অ্যাবাস্টের সভাপতি মোবাশ্বেরা জাহান ফাতিমা বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পটুয়াখালীর সন্তান ও অ্যাবাস্টের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ তুরস্ক সরকারের প্রেস্টিজিয়াস বৃত্তি প্রকল্পের অধীনে স্নাতক সম্পন্ন করে তুরস্কের দুজজে ইউনিভার্সিটিতে ইন্ট্যারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুর্কীয়ে বুরসলারি স্কলারশিপের অধীনে ডিপার্টমেন্টে প্রথম হওয়ার কৃতিত্ব নিয়ে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মারমারা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর করছেন।

প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ পর্যন্ত শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। বিদেশের বুকে বাংলা ভাষার চর্চা ধরে রাখতে ও বহির্বিশ্বে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান জানান দিতে সংগঠনটির পক্ষ থেকে ‘আনাতোলিয়া’ নামে অনলাইন সাময়িকী প্রকাশ করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের তুরস্কে উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দিয়ে যাচ্ছে অ্যাবাস্ট। নব মনোনীত সভাপতি বলেন, বিগত দিনে বাংলাদেশ ও তুরস্কের সেতুবন্ধনে অ্যাবাস্ট যেই ভূমিকা পালন করেছে তার ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি আরও সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা সমাধানে অ্যাবাস্ট পাশে থাকবে।

উল্লেখ্য, ২০১২ সালের গোড়ার দিকে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি সিনিয়র শিক্ষার্থী ও দূতাবাসে কর্মরত সিনিয়র নাগরিকরা এ রকম একটি প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেন। সেখান থেকেই মূলত তুরস্কে একমাত্র প্রথম বাংলাদেশি কমিউনিটি হিসেবে অ্যাবাস্টের যাত্রা শুরু হয়। তুরস্কের রাজধানী আনকারার একটি পাঁচ তারকা হোটেলে সর্বাধিক বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন অনুষ্ঠান।

এমএমএ/

Header Ad
Header Ad

ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ঈদুল ফিতরের আগে ও পরে সারা দেশে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছেন এবং ৮২৬ জন আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

সমিতি আরও জানায়, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন, আর নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত এবং ১ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রা শুরুর দিন ২৪ মার্চ থেকে ঈদের পরের ৭ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। ২০২৪ সালের ঈদুল ফিতরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ২১.০৫%, প্রাণহানি ২০.৮৮% এবং আহতের সংখ্যা ৪০.৪১% কমেছে।

এই সময়কার দুর্ঘটনাগুলোর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি, মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫% এবং নিহতের ৪৬.৮৯% মোটরসাইকেল দুর্ঘটনার কারণে হয়েছে। এবারের ঈদে মোট ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছেন।

এছাড়াও, সড়ক দুর্ঘটনায় নিহত ৭০ জন চালক, ৪৭ জন পরিবহন শ্রমিক, ৫০ জন পথচারী, ৬০ জন নারী, ৪০ জন শিশু, ৩৩ জন শিক্ষার্থী, ২০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৬ জন শিক্ষক, ৪ জন রাজনৈতিক নেতা ও ১ জন সাংবাদিকের পরিচয় পাওয়া গেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনার ২৭.৩০% মুখোমুখি সংঘর্ষ, ৪২.২২% পথচারীকে গাড়ি চাপা দেওয়া, ২০% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এবং ৮.৫৭% অন্যান্য অজ্ঞাত কারণে ঘটেছে। দুর্ঘটনার ৩৮.৪১% জাতীয় মহাসড়কে, ২১.২৬% আঞ্চলিক মহাসড়কে এবং ৩৪.৬০% ফিডার রোডে ঘটেছে।

মোজাম্মেল হক চৌধুরী জানান, প্রতিবছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনার আশঙ্কাজনক বৃদ্ধি সত্ত্বেও এবার দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমেছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ছুটির কারণে ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ হওয়ায় ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। তবে সড়ক-মহাসড়কের উন্নতি এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমের পরেও অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির চিত্র বিদ্যমান ছিল।

তিনি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সড়ক-মহাসড়কের বিভিন্ন সমস্যা যেমন মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা এবং সিএনজির অবাধ চলাচল, সড়কে রোড সাইন বা সড়কবাতির অভাব, মিডিয়ামে রোড ডিভাইডার না থাকা, অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর প্রবণতাকে চিহ্নিত করেছেন।

দুর্ঘটনা প্রতিরোধে যাত্রী কল্যাণ সমিতি কিছু সুপারিশও করেছে। এগুলোর মধ্যে রয়েছে, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ করা, সড়ক-মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রোড সাইন এবং রোড মার্কিং স্থাপন করা, এবং ফিটনেসবিহীন যানবাহন স্ক্যাপ করার উদ্যোগ নেওয়া।

এছাড়া, বাস-ট্রাকের ছাদে যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সমস্যা সমাধানে শক্তিশালী ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, যুগ্ম মহাসচিব তাওহীদুল হক লিটন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!

ছবি: সংগৃহীত

বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের সাবেক মহাপরিচালক এবং বর্তমানে কারাগারে বন্দি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কর্তৃক দখল করা সওজের জমিতে নতুন করে স্টল নির্মাণ শুরু করেছেন কয়েকজন ছাত্র। এই জমি বরিশাল-কুয়াকাটা সড়কের পাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়ক ও জনপথ (সওজ) কর্তৃক উচ্ছেদ অভিযান চালানো হয়, এবং সওজের জায়গা থেকে জিয়াউল আহসানের তৈরি ২২টি স্টল সহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। তবে, উচ্ছেদ হওয়া ওই জমিতে এখন আবার নতুন করে স্টল নির্মাণের কাজ চলছে। বিশেষত, এই কাজটি করছেন ছাত্ররা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত।

স্থানীয়দের মতে, এই ছাত্ররা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তাদের নেতৃত্বে সেখানে ব্যবসায়িক স্থাপনা তৈরি হচ্ছে। এমনকি কিছু স্থানে সাইনবোর্ডও ঝুলানো হয়েছে, যার মধ্যে একটি সাইনবোর্ডে 'অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বরিশাল শাখার অস্থায়ী কার্যালয়' লেখা রয়েছে। আরেকটি স্টলে, যেখানে আগে 'ভোজনবিলাস' রেস্তোরাঁ ছিল, এখন কাঠের কাঠামো নির্মাণের কাজ চলছে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ এই কাজের সঙ্গে জড়িত। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শেরেবাংলা হলে বসবাস করেন। যদিও তিনি সওজের জমি দখল করার অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি জানিয়েছেন যে, তারা সেখানে ঘর তোলার পরিকল্পনা সম্পর্কে শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

অন্যদিকে, সওজের বরিশাল নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, তারা এই বিষয়ে কিছু জানেন না এবং প্রয়োজন হলে তদন্তের জন্য লোক পাঠানো হবে। তিনি বলেছেন, "যদি সেখানে ঘর তৈরি হয়, তবে সেগুলো আবার উচ্ছেদ করা হবে।"

Header Ad
Header Ad

নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

ভাইরাল সেই চলমান-খাট। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবাব শেখের তৈরি ভাইরাল 'চলমান-খাট'টি জব্দ করেছে পুলিশ। প্রায় দেড় বছরের কঠোর পরিশ্রমের পর তৈরি করা এই খাট-গাড়িটি গত রোজার ঈদের দিন ‘ট্রায়াল’ দিতে বের হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই হাজার হাজার মানুষ ভিড় জমানো শুরু করেন খাটটি দেখতে।

বিবিসি জানিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ এই গাড়িটি জব্দ করেছে, কারণ এটি মোটর ভেহিকলস আইনের বিরোধী। নবাব শেখের এই গাড়িটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাস্তা চলতে শুরু করেছিল।

নবাব শেখ জানিয়ে বলেন, একদিন ঘুমের মধ্যে স্বপ্নে তিনি ভাবলেন, যদি খাটে চেপে চায়ের দোকানে যাওয়া যেত! সেই চিন্তা থেকেই শুরু হয় চলমান-খাটের নির্মাণ। প্রথমে খাটে চারটি চাকা লাগানো হয়েছিল, তবে সেটি নিজের শক্তিতে চলছিল না। পরে, তিনি একটি ইঞ্জিন ফিট করে চলমান খাট তৈরি করেন। রোজার ঈদের দিন বন্ধুদের সহায়তায় তিনি খাটটি নিয়ে বের হন এবং ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

নবাব শেখের ভাই আলমগীর শেখও এই প্রকল্পে তার সহায়তা করেন। দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করে, তারা খাটের কাঠামোর সাথে ৮০০ সিসি ইঞ্জিন এবং মারুতি ওমনি গাড়ির চেসিস লাগিয়ে একটি চলন্ত খাট তৈরি করেন। স্থানীয় কাঠমিস্ত্রি ও গাড়ির মেকানিকদের সহায়তায় এটি তৈরি করা হয়।

নবাব শেখ পেশায় গাড়িচালক, মাসে প্রায় ৯ হাজার ভারতীয় রুপি আয় করেন। এই খাট বানাতে স্ত্রীর গয়না বিক্রি করতে হয়েছে, এমনকি কিছু সময় তাদের বাড়ির পাশের গুদামেই এটি রাখা হয়েছিল। কিন্তু আইনি অনুমতি না থাকায় পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, যখন নবাব শেখ গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিলেন, তখন এক সিভিক পুলিশ সদস্য লাফ দিয়ে বিছানার ওপরে উঠে বসেন, এবং রাস্তার মানুষজন মজা নিয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ৩২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!
নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ