উদ্ধার করা সওজের জমি দখলে নিল সমন্বয়করা!

ছবি: সংগৃহীত
বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের সাবেক মহাপরিচালক এবং বর্তমানে কারাগারে বন্দি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কর্তৃক দখল করা সওজের জমিতে নতুন করে স্টল নির্মাণ শুরু করেছেন কয়েকজন ছাত্র। এই জমি বরিশাল-কুয়াকাটা সড়কের পাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়ক ও জনপথ (সওজ) কর্তৃক উচ্ছেদ অভিযান চালানো হয়, এবং সওজের জায়গা থেকে জিয়াউল আহসানের তৈরি ২২টি স্টল সহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। তবে, উচ্ছেদ হওয়া ওই জমিতে এখন আবার নতুন করে স্টল নির্মাণের কাজ চলছে। বিশেষত, এই কাজটি করছেন ছাত্ররা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত।
স্থানীয়দের মতে, এই ছাত্ররা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তাদের নেতৃত্বে সেখানে ব্যবসায়িক স্থাপনা তৈরি হচ্ছে। এমনকি কিছু স্থানে সাইনবোর্ডও ঝুলানো হয়েছে, যার মধ্যে একটি সাইনবোর্ডে 'অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বরিশাল শাখার অস্থায়ী কার্যালয়' লেখা রয়েছে। আরেকটি স্টলে, যেখানে আগে 'ভোজনবিলাস' রেস্তোরাঁ ছিল, এখন কাঠের কাঠামো নির্মাণের কাজ চলছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ এই কাজের সঙ্গে জড়িত। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শেরেবাংলা হলে বসবাস করেন। যদিও তিনি সওজের জমি দখল করার অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি জানিয়েছেন যে, তারা সেখানে ঘর তোলার পরিকল্পনা সম্পর্কে শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
অন্যদিকে, সওজের বরিশাল নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, তারা এই বিষয়ে কিছু জানেন না এবং প্রয়োজন হলে তদন্তের জন্য লোক পাঠানো হবে। তিনি বলেছেন, "যদি সেখানে ঘর তৈরি হয়, তবে সেগুলো আবার উচ্ছেদ করা হবে।"
