শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সাবেক রাষ্ট্রদূত মাসুম আহমেদের স্ত্রীর প্রয়াণ

সাবেক রাষ্ট্রদূত প্রয়াত মাসুম আহমেদ চৌধুরীর স্ত্রী মিসেস নাসিমা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, তিনি ফুসফুস প্রতিস্থাপনের পরবর্তী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে নাফিস ও নাবিলসহ তিন নাতনি রেখে গেছেন।

পরদিন শুক্রবার (১৬ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জানাজার পর মেরিল্যান্ড স্টেটের মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মিসেস নাসিমা চৌধুরী ছিলেন অত্যন্ত দক্ষ এবং মার্জিত মনের একজন মানুষ। যার ছিল বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের ভীষণ আগ্রহ। তিনি ছিলেন উদ্যম, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন সক্রিয়। মিসেস চৌধুরী এবং তার প্রয়াত স্বামী কূটনীতিক মাসুম চৌধুরী এক চমৎকার জুটি ছিলেন এবং অত্যন্ত কার্যকরভাবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ছিলেন সিলেটের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর তৃতীয় পুত্রবধূ এবং বিশিষ্ট আমীন পরিবারের জ্যেষ্ঠ সফল ব্যাংকার মনসুরুল আমীনের কনিষ্ঠ কন্যা।

আরএ/

Header Ad
Header Ad

রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তৈরি হওয়া সুযোগ যেন ব্যর্থ না হয়—এই আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‌“আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তকে কাজে লাগিয়ে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে কেউ বঞ্চিত না হয়।”

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে কমিশনের রাষ্ট্র সংস্কারবিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুযোগ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এসেছে, সেটিকে বেহাত হতে দেওয়া যাবে না।”

তিনি আরও যোগ করেন, “গত ১৬ বছরে যারা নিপীড়িত হয়েছেন, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, তাদের গণতান্ত্রিক সংগ্রাম ও সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে। বিচারিক প্রক্রিয়া ছাড়াও যে নিপীড়নের মুখে পড়তে হয়েছে, তা মোকাবিলার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”

সংলাপে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের বলেন, “চব্বিশ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেটিকে বাস্তব রূপ দিতে হলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ৫৪ বছরের ইতিহাসে অনেক হতাশা জমেছে, সেই অতীত ভাঙার এখনই সময়।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।”

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

প্রতিনিধি দলে আরও রয়েছেন- সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

Header Ad
Header Ad

১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনিতেই রয়েছে তীব্র সমালোচনার মুখে। এর মধ্যেই নতুন বিতর্ক উসকে দিয়েছে বিসিবির ফিক্সড ডিপোজিটের (এফডিআর) বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের খবর।

একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবি তাদের প্রায় ২৩৮ কোটি টাকা ১৪টি নতুন ব্যাংকে স্থানান্তর করেছে। এ নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন, শুরু হয়েছে প্রশ্নের ঝড়। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানিয়েছেন, এফডিআরের এই স্থানান্তর ছিল বোর্ডের আর্থিক লাভের স্বার্থে, আর তা অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে।

তিনি বলেন, “২৩৮ কোটি টাকা নিয়ে একটা নিউজ হয়েছে যে, না জানিয়ে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি কোথাও সাইন করি না। সবকিছু হয়েছে বোর্ডের ফাইনান্স কমিটির অনুমোদন ও তত্ত্বাবধানে।"

প্রতিবেদন অনুযায়ী, বিসিবি যে ব্যাংকগুলোতে টাকা স্থানান্তর করেছে, সেগুলো থেকে আগের তুলনায় ২-৫ শতাংশ বেশি সুদ (ইন্টারেস্ট রেট) পাচ্ছে। বিশেষ করে, আইএফআইসি ও মিডল্যান্ড ব্যাংকের মতো ঝুঁকিপূর্ণ (হলুদ তালিকাভুক্ত) ব্যাংক থেকে টাকা সরিয়ে মধুমতী ব্যাংকে নেয়া হয়েছে, যেখান থেকে বেশি ইন্টারেস্ট মিলছে।

এছাড়াও বিসিবি পেয়েছে প্রায় ১২ কোটি টাকার স্পন্সরশিপ, এবং আরও ২৫ কোটি টাকার অবকাঠামোগত বিনিয়োগ (Infrastructure Investment) পাওয়ার প্রতিশ্রুতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আরেকটি আলোচনায় বলা হচ্ছে, বিসিবি সভাপতি একাই টাকা সরিয়ে নিয়েছেন, বোর্ড পরিচালকদের না জানিয়ে। তবে সেই অভিযোগও নাকচ করেছেন তিনি। জানিয়েছেন, এই স্থানান্তরের পুরো প্রক্রিয়ায় ফাইনান্স কমিটির প্রধানসহ একাধিক পরিচালক জড়িত ছিলেন।

তিনি বলেন, "রেড জোন থেকে টাকা তুলে গ্রিন আর ইয়েলো জোনে দিয়েছি। স্ট্যান্ডার্ড চার্টার্ডে আছে ১২ কোটি টাকা। এভাবে আমরা বোর্ডের জন্য ভালো রিটার্ন নিশ্চিত করছি।”

উল্লেখ্য, বোর্ডের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে বোর্ড সভাপতি ফারুক আহমেদ রয়েছেন সমালোচনার মুখে। তার বিরুদ্ধে বিপিএল আয়োজন, টিকিট বিতরণে অনিয়ম, ডিপিএলে বিতর্ক, দর্শক অসন্তোষসহ নানা অভিযোগ উঠেছে। তারই মধ্যে এই অর্থ স্থানান্তরের বিষয়টি নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Header Ad
Header Ad

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা

ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে আবারও মুখোমুখি হলো ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান প্রথমে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলি ছোড়ে, এর পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, কাশ্মীর ছাড়াও লাদাখ সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের রাতেও একই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে, যা চলমান উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।

এই অবস্থায় দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানাতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, "কাশ্মীরের সংঘাত শতাব্দীপ্রাচীন। আমি ভারত ও পাকিস্তানের দুই পক্ষকেই চিনি। তারা নিজেরাই কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান করবে।"

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা কাশ্মীর পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যদিও এ বিষয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি। ব্রিটিশ সরকারও ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে সিন্ধু পানি চুক্তি ঘিরে। ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল দিল্লিতে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠক শেষে জানান, পাকিস্তানকে সিন্ধুর এক ফোঁটা পানিও দেয়া হবে না—এমন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতের এমন পদক্ষেপ যুদ্ধের প্ররোচনার সমতুল্য হবে এবং এর জন্য জবাবদিহি করতে হবে।

উত্তেজনার মধ্যে মধ্যস্থতার আগ্রহ জানিয়েছে ইরানও। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান চায় দুই দেশের মধ্যে সংকট নিরসনে ভূমিকা রাখতে। তিনি বলেন, “এই অঞ্চলের বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত-পাকিস্তানের মধ্যে বোঝাপড়া তৈরিতে আমরা সবসময় প্রস্তুত।”

বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও চলছে বিতর্ক। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের সিন্ধু পানি সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানকে জানানোই যথেষ্ট ছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা
বাইরে থেকে ফিরেই ঠান্ডা গোসল? সাবধান! এই অভ্যাস ডেকে আনতে পারে বিপদ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে: প্রধান উপদেষ্টা
বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন