সাবেক রাষ্ট্রদূত মাসুম আহমেদের স্ত্রীর প্রয়াণ
সাবেক রাষ্ট্রদূত প্রয়াত মাসুম আহমেদ চৌধুরীর স্ত্রী মিসেস নাসিমা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, তিনি ফুসফুস প্রতিস্থাপনের পরবর্তী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে নাফিস ও নাবিলসহ তিন নাতনি রেখে গেছেন।
পরদিন শুক্রবার (১৬ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জানাজার পর মেরিল্যান্ড স্টেটের মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
মিসেস নাসিমা চৌধুরী ছিলেন অত্যন্ত দক্ষ এবং মার্জিত মনের একজন মানুষ। যার ছিল বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের ভীষণ আগ্রহ। তিনি ছিলেন উদ্যম, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন সক্রিয়। মিসেস চৌধুরী এবং তার প্রয়াত স্বামী কূটনীতিক মাসুম চৌধুরী এক চমৎকার জুটি ছিলেন এবং অত্যন্ত কার্যকরভাবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ছিলেন সিলেটের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর তৃতীয় পুত্রবধূ এবং বিশিষ্ট আমীন পরিবারের জ্যেষ্ঠ সফল ব্যাংকার মনসুরুল আমীনের কনিষ্ঠ কন্যা।
আরএ/