রাসেল দিবসে নাইজেরিয়ায় মাম্মি রেইসেল অরফানেজ-এ খাদ্যসামগ্রী বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে ।
এ উপলক্ষে হাইকমিশনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসের কার্যক্রমের শুরুতে নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মাসুদুর রহমানের নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, হাইকমিশনের পরিবারবর্গ ও আবুজাস্থ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আবুজার অদূরে কুরুডু স্যাটেলাইট এলাকায় অবস্থিত মাম্মি রেইসেল অরফানেজ-এ এতিম শিশুদের জন্য চাল, ডাল, তেল, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন।
অরফানেজের প্রতিষ্ঠাতা মাম্মি রেইসেল আলাজি ৮০টি এতিম শিশুদের নিয়ে সারম্বরে হাইকমিশনারসহ আগত সকলকে স্বাগত জানান ও আনুষ্ঠানিকভাবে শিশুদের জন্য ডোনেশন সামগ্রী গ্রহণ করে বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
হাইকমিশনার তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আগামী দিনে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপরে, হাইকমিশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রীর প্রেরিত বাণী সকলের উদ্দেশে পাঠ করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা শহীদ শিশু শেখ রাসেলের দুঃখজনক ও মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে আলোচনা ও ঘাতকদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।
হাইকমিশনার মাসুদুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদ শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু পরিবারের আলোর মতো।
এমএমএ/