দুর্বল অবস্থা নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির
কোমর সোজা করে দাঁড়াতে পারছে না নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি। নানা অনিয়মের অভিযোগে একের পর এক মামলায় বারবার স্থগিত হয়েছে কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচন স্থগিত চেয়ে আবারও একটি মামলা করেছেন প্রবাসী ওসমান চৌধুরী। তিনি গত বছর একই ধরনের একটি মামলা করলে আদালত তা খারিজ করেন দেন।
জানা যায়, প্রবাসী ওসমান চৌধুরী নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি সোসাইটির আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনার জন্য আদালতে আর্থিক হিসাব দেওয়ার কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি সোসাইটিতে পুরোনো যে সদস্যপদ রয়েছে তা বাতিল করে, নতুন করে সদস্যপদ দেওয়ার আদেশ দিতে এবং সোসাইটির আরও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে আদালতে আবেদন জানিয়ে সম্প্রতি তিনি এই মামলা করেছেন। শুক্রবার (১৫ জুলাই) এ মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত বছর (২০২১ সালে) অনুষ্ঠিতব্য নির্বাচনের নানা অনিয়মের কথা উল্লেখ করে সোসাইটির সদস্য নীরা এস নিরু ওরফে নীরা রব্বানির দায়ের করা মামলায় নিউ ইয়র্কের কুইন্স কাউন্টির সুপ্রিম কোর্ট ১২ নভেম্বর নির্বাচন স্থগিতের বিষয়ে একটি আদেশ দেন। ফলে ১৪ নভেম্বরের নির্বাচন বন্ধ হয়। এর আগে প্রবাসী ওসমান চৌধুরী নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করতে ব্যর্থ হন। গত শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করার কথা উল্লেখ করে গত ১০ নভেম্বর বুধবার বাংলাদেশ সোসাইটিসহ ৯ জনের নামে নোটিশ জারি করেছিলেন ওসমান চৌধুরী।
ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন সংক্রান্ত সব সমস্যা মোকাবিলা করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন নয়ন-আলী পরিষদ। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মামলাবাজদের গ্যাড়াকল থেকে সোসাইটিকে উদ্ধার করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে দ্রুত নির্বাচন পরিচালনার দাবি জানিয়েছেন নয়ন-আলী পরিষদ।
সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পড়েন নয়ন-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের ও আলী ইমাম সিকদার। তাদের পাশে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নয়ন-আলী পরিষদের সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী ও আলী ইমাম সিকদার। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফারুক হোসেন মজুমদার, আব্দুন নুর, আবু তালেব চান্দু, আমীন মেহেদী, সুলতান আহমেদ ও খবীর উদ্দিন প্রমুখ।
এসএন