১০ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থানের আশা প্রবাসী কল্যাণমন্ত্রীর
চলতি বছর ১০ লাখের বেশি কর্মী বিদেশে যাবেন বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অভিবাসন বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে মন্ত্রী এ আশা প্রকাশ করেন।
গত বছর ২ লাখ ৮০ হাজার কর্মী বিদেশ গিয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এ বছর ইতোমধ্যে সাড়ে সাত লাখ অতিক্রম করেছে। আশা করছি, ১০ লাখের বেশিই যাবে। ফলে আগামীতে রেমিট্যান্স আরও বাড়বে।
সাড়ে তিন বছর হয়ে গেছে আমরা মালয়েশিয়ারর পেছনে ঘুরছি উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সবাই মার্কেট খোলার কথা বলছে। আমরাও চাই, মার্কেট খুলতে। কিন্তু এমন পরিস্থিতি থাকতে হবে, যাতে সবাই নিরাপদে থাকে।
বিদেশে কর্মী পাঠাতে এখন দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান, রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সি আর আবরার, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম'র প্রতিনিধি, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর’ প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন।
আরইউ/