বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে।

তাই অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।

এতে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে নির্বাচন, জাতীয় ঐক্য ও সংস্কার ইস্যু নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এই দেশ ও দেশের মানুষের মূল চালিকাশক্তি। এই ঐক্য ও দেশকে এগিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই।

এই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে এই ঐক্য বিনষ্ট হয়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জীবন ও সম্পদের নিরাপত্তা এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা। সর্বোপরি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। ‌‌‘নির্বাচন আগে সংস্কার পরে’ কিংবা ‘সংস্কার আগে নির্বাচন পরে’ এমন অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি চার্টার অব রিফর্ম-সংস্কার সনদ তৈরি হতেই পারে।

নির্বাচিত সরকার পরবর্তীতে তা বাস্তবায়ন করবে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের করণীয় হল একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সমূহ সম্পন্ন করবে। জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো যে বিষয়গুলো প্রস্তবাকারে আসতে পারতো তা প্রস্তাব না রেখে প্রশ্ন আকারে হ্যাঁ, না, উত্তর দিতে বলা হয়েছে। যেমন, প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কি না? হ্যাঁ অথবা না বলুন। কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে, গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা? একইভাবে 'গণভোট', 'গণপরিষদ এবং আইন সভা' হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হ্যাঁ না বলুন। সংবিধানের 'প্রস্তাবনার' মত অতিগুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে ৭০টির মত প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশ সংখ্যা প্রায় ১২৩টির মত। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনে ১৫০টির মত সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র ২৭টি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট। তাই আমরা মনে করছি— স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার ওপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে।

তিনি আরো বলেন, সুপারিশমালা সমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে এতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনভিপ্রেত। সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ (এনসিসি) নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে, রাজনীতিবিদরা অপাংতেয় এবং অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি ও ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছে বিএনপি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার। বৃহত্তর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল সংস্কার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা।

Header Ad
Header Ad

শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে যেন নতুন এক ইতিহাস লিখছে ‘বরবাদ’। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত এই সিনেমা এখন শুধু দেশের পর্দায় নয়, জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।

সিনেমাপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম আইএমডিবি-এর সর্বশেষ জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় ৪৪ নম্বরে উঠে এসেছে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির ১৭ দিন পরও সিনেমা হলে দর্শকদের ঢল প্রমাণ করছে এর জনপ্রিয়তা।

আইএমডিবির তালিকায় ‘বরবাদ’-এর পাশে রয়েছে বিশ্বখ্যাত সিনেমাগুলো- ‘আ মাইনক্রাফট মুভি’, ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সেখানে ৭.৪ রেটিং পেয়ে এই বাংলা সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্ব সিনেমার অন্যতম আলোচিত আলোচনায়।

এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায় ‘বরবাদ’-এর ৪৪তম স্থান পাওয়া শুধু আমার নয়, পুরো বাংলাদেশের গর্ব। আমাদের সিনেমা এখন বিদেশেও মুক্তি পাচ্ছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল প্রাপ্তি।”

উল্লেখ্য, আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ) পরিচালিত হয় অ্যামাজন ডট কম-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা।

Header Ad
Header Ad

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, “চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আটককৃত আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে হলেও সে রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির জিগাতলা এলাকায় সাদা শার্ট পরিহিত এক যুবক প্রাইভেটকার চালকের কাছ থেকে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির মালিকের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

ভিডিওতে প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি চাঁদা আদায়কারী যুবককে প্রশ্ন করেন, “মাস্তানি করতেছো কেন?” উত্তরে ওই যুবক বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” পাশে থাকা প্রাইভেটকারের এক নারী যাত্রী তার নাম জানতে চাইলে সে পাল্টা জবাবে বলে, “নাম দিয়ে কি হবে?”

ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির ভেতর থেকে ভিডিও ধারণ করা হচ্ছে দেখে যুবকটি রাগত ভঙ্গিতে নিজের চুল নাড়িয়ে বলে, “চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ অভিযুক্ত যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

নির্বাচন আয়োজন নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচন জুনের পরে যাবে না—এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় বিএনপির সঙ্গে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, “আমরা বিএনপিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি—নির্বাচন জুনের পরে নয়। যেই কথা বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার, যা তিনি বারবার প্রকাশ করেছেন।”

তিনি জানান, বৈঠকে বিএনপি ‘ঐকমত্য কমিশন’-এর প্রস্তাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং শিগগিরই তারা এই কমিশনের সঙ্গে বসার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির বেশিরভাগ নেতাই প্রস্তাবিত সংস্কারগুলোর সঙ্গে একমত বলে জানান তিনি।

বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে এ নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে দেরি নয়; বরং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করাই উদ্দেশ্য। যদি ডিসেম্বরেই সম্ভব হয়, তাহলে আমরা ডিসেম্বরেই নির্বাচন করব।”

আইন উপদেষ্টা আরও বলেন, “বিএনপি প্রশ্ন তুলেছিল, সংস্কার হয়ে গেলে দেরির প্রয়োজন কী? আমরা বলেছি, আইনগত ও নীতিগত অনেক বিষয়ের জন্য কিছুটা সময় প্রয়োজন। ডিজিটাল সুরক্ষা আইনের মতো অনেক আইন আমরা বহুবার খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “জনগণের একটা আকাঙ্ক্ষা আছে—বিচার হোক। হাজারো মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ চিরতরে পঙ্গু হয়েছে। শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারও জরুরি। এসব দিক বিবেচনায় নিয়েই জুন সময়সীমার কথা বলা হয়েছে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ