বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। ছবি: সংগৃহীত
সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান কারাগারে নববর্ষ উদযাপন প্রসঙ্গে বলেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আদালতে হাজিরের সময় শাজাহান খানকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো অবস্থায় দেখা যায়। তিনি ছিলেন হাসিখুশি এবং আত্মবিশ্বাসী। সাংবাদিকরা যখন জানতে চান কারাগারে তার নববর্ষ কেমন কেটেছে, তখন তিনি হেসে বলেন, “আমাদের কথা আর কত শুনবে, তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো…”
শুনানির সময় তিনি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে আদালতের বক্তব্য শুনেন এবং মাঝে মাঝে সহআসামিদের সঙ্গে কথাবার্তাও বলেন। আদালতের অনুমতি নিয়ে একপর্যায়ে পানি পান করেন তিনি। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিনটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বও পালন করছেন।
