শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

হাসপাতালে ভর্তি আছেন লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবিঃ সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, রাতে নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যাথা অনুভব হয়।

এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Header Ad
Header Ad

অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?

ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে টানাপোড়েন? গুঞ্জন বলছে, টলিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্কে ভাটার টান চলছে অনেক দিন ধরেই। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল সৃজিতের সঙ্গে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর-এর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও।

সম্প্রতি একটি পার্টিতে তোলা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহলের পারদ চড়েছে। অনেকেই ধরে নিচ্ছেন—মিথিলার অধ্যায় হয়ত শেষ, শুরু হচ্ছে আলেকজান্দ্রার গল্প!

তবে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সৃজিত বলেন, “আলেকজান্দ্রা আমার ঘনিষ্ঠ বন্ধু। ও অনেক পড়ালেখা করা, অসম্ভব জ্ঞানী একজন মানুষ। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ—এই বিষয়টা থেকেই ভালো বন্ধুত্ব হয়েছে। প্রেম নয়।”

এছাড়া নতুন কোনও সিনেমায় আলেকজান্দ্রাকে নিচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছে ঠিকই, তবে ওর জন্য নির্দিষ্ট কোনও চরিত্র এখনও ভাবিনি।”

কলকাতার একটি সূত্র বলছে, সৃজিত-মিথিলা দম্পতির সম্পর্ক এখন বেশ শীতল, যদিও বিষয়টি নিয়ে দুজনই নীরব। ফলে কিছু নিশ্চিত করে বলা না গেলেও, সৃজিতের বক্তব্যে নেটিজেনরা খুব একটা সন্তুষ্ট নন। অনেকের ধারণা, পরিচালক হয়তো "ডুবে ডুবে জল খাচ্ছেন"।

উল্লেখ্য, এর আগেও সৃজিতের নাম একাধিক তারকার সঙ্গে জড়িয়েছে—বাংলাদেশের জয়া আহসান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ঋতাভারী চক্রবর্তী পর্যন্ত। তবে শেষমেশ ২০১৯ সালে মিথিলাকে বিয়ে করেন তিনি।

Header Ad
Header Ad

৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ

আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহির। ছবি: সংগৃহীত

মানসিক বিকাশজনিত চ্যালেঞ্জ ছিল তার সঙ্গী, কিন্তু তাতেই থেমে যায়নি ১০ বছরের আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহির। অটিজমে আক্রান্ত এই শিশু মাত্র চার মাস দশ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে সবার চোখে বয়ে এনেছে বিস্ময়, ছড়িয়ে দিয়েছে আশা ও অনুপ্রেরণার আলো।

মালয়েশিয়ার তেরেংগানু প্রদেশের মারাং জেলার আল-কোরআন আমালিল্লাহ একাডেমিতে ২৩ মার্চ এক আনুষ্ঠানিক আয়োজনে তাকে হাফেজ হিসেবে ঘোষণা করা হয়। এখানেই আহমাদ তার কোরআন শিক্ষার অসাধারণ যাত্রা সম্পন্ন করে।

আহমাদের অটিজম ধরা পড়ে সাত বছর বয়সে। মা নুরুল শাহিদা লুকমান জানান, তার মধ্যে ছোটবেলা থেকেই কোরআনের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল। “মাত্র আট মাস বয়সে কোরআন তিলাওয়াত চলাকালে কোনো আয়াত বাদ পড়লে সে কাঁদত। দুই বছর বয়সেই শুধুমাত্র শুনে শুনেই মুখস্থ করে ফেলেছিল ৪২টি আয়াত।”

আহমাদের এমন প্রবল আগ্রহ দেখে পরিবার তাদের বাসস্থান কোটা ভারু থেকে মারাংয়ে স্থানান্তর করে, শুধুমাত্র তাকে ইসলামি শিক্ষায় আরও সুযোগ করে দিতে।

তার শিক্ষক নুরফাতিহার রিদওয়ান জানান, আহমাদ মাত্র ১৫-৩০ মিনিটে একটি পৃষ্ঠা মুখস্থ করতে পারত, এবং কখনও কখনও পুরো একটি সূরাও একদিনে আয়ত্ত করে ফেলত। শুধু তাই নয়, এই চার মাসে কোরআন মুখস্থের পাশাপাশি তার আচরণ, আত্মনিয়ন্ত্রণ ও নামাজে মনোযোগ – সব কিছুতেই এসেছে চমকপ্রদ উন্নতি।

বিশেষজ্ঞদের মতে, আহমাদের এই বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে তার ‘হাইপারলেক্সিয়া’ ও ‘হাইপারনিউমেরেসি’—অর্থাৎ অটিজম স্পেকট্রামের এমন একটি বৈশিষ্ট্য, যেখানে শিশুদের মাঝে অতিমাত্রায় পড়া ও সংখ্যার প্রতি আকর্ষণ দেখা যায়। এই বৈশিষ্ট্যই তাকে অল্প সময়ে অসাধ্য সাধনের শক্তি দিয়েছে।

হাফেজ হয়ে বর্তমানে আহমাদ তার ইসলামিক ইন্টিগ্রেটেড স্কুলে ফিরে গেছে। সেখানে সহপাঠীদের কাছে সে এখন এক জীবন্ত প্রেরণা। তার কাহিনি অটিজমে আক্রান্ত আরও অনেক শিশু ও পরিবারকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে, এমনটাই প্রত্যাশা তার মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের।

Header Ad
Header Ad

রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তৈরি হওয়া সুযোগ যেন ব্যর্থ না হয়—এই আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‌“আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তকে কাজে লাগিয়ে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে কেউ বঞ্চিত না হয়।”

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে কমিশনের রাষ্ট্র সংস্কারবিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুযোগ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এসেছে, সেটিকে বেহাত হতে দেওয়া যাবে না।”

তিনি আরও যোগ করেন, “গত ১৬ বছরে যারা নিপীড়িত হয়েছেন, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, তাদের গণতান্ত্রিক সংগ্রাম ও সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে। বিচারিক প্রক্রিয়া ছাড়াও যে নিপীড়নের মুখে পড়তে হয়েছে, তা মোকাবিলার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”

সংলাপে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের বলেন, “চব্বিশ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেটিকে বাস্তব রূপ দিতে হলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ৫৪ বছরের ইতিহাসে অনেক হতাশা জমেছে, সেই অতীত ভাঙার এখনই সময়।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।”

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

প্রতিনিধি দলে আরও রয়েছেন- সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?
৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ
রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা
বাইরে থেকে ফিরেই ঠান্ডা গোসল? সাবধান! এই অভ্যাস ডেকে আনতে পারে বিপদ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে: প্রধান উপদেষ্টা
বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত