বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৈঠকে যোগ দিচ্ছে বিএনপির এক সদস্যের প্রতিনিধি, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেবে না মতামত

ছবি: সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিতব্য জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্তকরণের বৈঠকে বিএনপির একজন প্রতিনিধি অংশ নিলেও দলটি কোনো মতামত দেবে না বলে জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠকে যোগ দিতে রওনা দিয়েছেন। তবে তিনি জানাবেন যে, ঘোষণাপত্র নিয়ে মতামত দেয়ার জন্য তাদের যথেষ্ট সময় দেয়া হয়নি। বিএনপির নেতারা জানিয়েছেন, দলটি তাদের পূর্বের অবস্থানেই রয়েছে। তাদের মতে, ঘোষণাপত্রে ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী প্রচেষ্টার স্বীকৃতি থাকা উচিত।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্ররা চান ঘোষণাপত্রে তাদের আন্দোলনের নেতৃত্বের স্পষ্ট উল্লেখ থাকুক এবং তারা নতুন সংবিধান প্রণয়নের পক্ষে। তবে বিএনপি এই দাবির বিপরীতে শুধু সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে। বৈঠক নিয়ে বিএনপির শরিক দলগুলোর অবস্থানও স্পষ্ট। গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, তারা ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না, বরং বৈঠকের প্রক্রিয়া সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। জামায়াতে ইসলামী তিন সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে, তবে ১২ দলীয় জোট এই বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট দলগুলোর অংশগ্রহণ ও অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন কৌশল ও মতপার্থক্য স্পষ্ট করেছে। এর ফলে ঘোষণাপত্র চূড়ান্তকরণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত: আসিফ নজরুল

বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য নেই। যত সময় লাগুক তা দিতে সম্মত সবাই। তবে অযথা কালক্ষেপণ যেন না হয়, সে বিষয়ে তাদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এই ঘোষণাপত্র প্রণয়নে সবার সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠনেরও প্রস্তাব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, সবাই বলেছেন- এ ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে। তবে এখানে অনেক সাজেশন আসছে; মোটাদাগে হলো ঘোষণাপত্রে সবার অবদান বলতে হবে, ধারাবাহিকতা উল্লেখ করতে হবে। ঘোষণাপত্রের রাজনৈতিক নেচার বা লিগ্যাল নেচার কি হবে সেটা স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতা সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। এটার জন্য যত সময় প্রয়োজন সময় নেয়া যেতে পারে। তবে এটাও বলছে যাতে অযথা কালবিলম্ব না হয় সেই মতামত দিয়েছে। সবাই ঐকমত্য হয়েছে, আরও নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে এই ধরনের ঘোষণাপত্র হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হবো।

আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবাই একত্রিতভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তেমনি সবাই ঐক্যবদ্ধভাবে এই ঘোষণাপত্র তৈরি করতে পারবো।

সময়সীমা নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব রাজনৈতিক দল ও ছাত্রদের সংগঠনের যারা অংশ নিয়েছে সবাই বলেছেন—ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ঘোষণাপত্র তৈরি করার জন্য। যত সময় লাগুক তা যেন নেয়া হয়। তাড়াহুড়ো যেন না করা হয়। অযথা কালক্ষেপণ না করা হয়। এই লক্ষ্য অনেকে প্রস্তাব করছে আলোচনা করার জন্য যাতে একটি কমিটি গঠন করা হয়। আমরা এই প্রস্তাবগুলো দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।

Header Ad
Header Ad

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়া‌রি) বিকাল ৫ টায় হাসপাতাল প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে হত্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উঠেছে।

ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ওই যুবক হাসপাতালের নিচতলার গাইনী ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পরে। এ সময় উৎসুক জনতা তাকে পিটাতে পিটাতে হাসপাতালে বাইরে নিয়ে আসে। এতে সে মাটিতে অজ্ঞান হয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, হাসপাতালে এক যুবককে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

Header Ad
Header Ad

ফিলিস্তিনি ভাই-বোনের পাশে আছি, থাকব: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বুধবার (১৫ জানুয়ারি) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে তিনি এ চুক্তিকে ‘ফিলিস্তিনি ভাইবোন’ এবং পুরো অঞ্চলের জন্য শান্তি ও স্থিতিশীলতার নতুন দ্বার হিসেবে অভিহিত করেছেন।

এরদোগান বলেন, “তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। গাজার পুনর্গঠনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

তিনি গাজার জনগণের সাহসিকতার প্রশংসা করে আরও বলেন, “ইসরাইলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় গাজার জনগণ যে বীরত্ব দেখিয়েছে, আমরা তাদের স্যালুট জানাই।”

তুরস্কের প্রেসিডেন্ট ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজার পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালনেরও আশ্বাস দিয়েছেন।

এরদোগান জোর দিয়ে বলেন, “তুরস্ক কখনো ফিলিস্তিনিদের সংগ্রামে একা রাখেনি এবং ভবিষ্যতেও রাখবে না। এই চুক্তি স্থায়ী শান্তি ও মানবিক সংকট লাঘবে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান যুদ্ধবিরতি চুক্তি সফল করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। এই চুক্তি কার্যকর হবে আগামী রোববার থেকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। তবে, হামাস যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের পৃথক করে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ ইসরাইলি নাগরিককে হত্যা এবং ২৫০ জনকে অপহরণ করেছিল। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় অব্যাহত হামলা চালায়, যার ফলে লাখ লাখ মানুষ আশ্রয়ের জন্য সংগ্রাম করছে।

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত: আসিফ নজরুল
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফিলিস্তিনি ভাই-বোনের পাশে আছি, থাকব: এরদোগান
ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা
অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি
অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটের মূল্য প্রকাশ
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেফতার
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই: প্রধান উপদেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা, সময়সূচি প্রকাশ
বঙ্গবন্ধু সেতুতে চলবে না ট্রেন, বছরে আয় কমবে কোটি টাকা
কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’: সীমান্ত হত্যার বিচার ও মানবাধিকার রক্ষার দাবি
শেখ হাসিনার এপিএস লিকুর শতকোটি টাকার সম্পদের পাহাড়
চট্টগ্রামের ঘরের ছেলে তামিমের ব্যাটে জয় ফরচুন বরিশালের
আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’
বৈঠকে যোগ দিচ্ছে বিএনপির এক সদস্যের প্রতিনিধি, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেবে না মতামত
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বিএনপি