বৈঠকে যোগ দিচ্ছে বিএনপির এক সদস্যের প্রতিনিধি, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেবে না মতামত
ছবি: সংগৃহীত
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিতব্য জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্তকরণের বৈঠকে বিএনপির একজন প্রতিনিধি অংশ নিলেও দলটি কোনো মতামত দেবে না বলে জানিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠকে যোগ দিতে রওনা দিয়েছেন। তবে তিনি জানাবেন যে, ঘোষণাপত্র নিয়ে মতামত দেয়ার জন্য তাদের যথেষ্ট সময় দেয়া হয়নি। বিএনপির নেতারা জানিয়েছেন, দলটি তাদের পূর্বের অবস্থানেই রয়েছে। তাদের মতে, ঘোষণাপত্রে ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী প্রচেষ্টার স্বীকৃতি থাকা উচিত।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্ররা চান ঘোষণাপত্রে তাদের আন্দোলনের নেতৃত্বের স্পষ্ট উল্লেখ থাকুক এবং তারা নতুন সংবিধান প্রণয়নের পক্ষে। তবে বিএনপি এই দাবির বিপরীতে শুধু সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে। বৈঠক নিয়ে বিএনপির শরিক দলগুলোর অবস্থানও স্পষ্ট। গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, তারা ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না, বরং বৈঠকের প্রক্রিয়া সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। জামায়াতে ইসলামী তিন সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে, তবে ১২ দলীয় জোট এই বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট দলগুলোর অংশগ্রহণ ও অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন কৌশল ও মতপার্থক্য স্পষ্ট করেছে। এর ফলে ঘোষণাপত্র চূড়ান্তকরণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।