মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকছে দিনব্যাপি কর্মসূচি

ছবি: সংগৃহীত

বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে উদ্‌যাপিত হবে। আগামীকাল তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থাকা জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল পালন করবে তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলনীতিকে ভিত্তি করে গড়ে তোলেন ছাত্রদল।

সংগঠনের ৪৬ বছরের গৌরবময় পথচলার এ বিশেষ দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদ্‌যাপিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে-

১) সকাল ১১ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

২) সকাল ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

৩) দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Header Ad
Header Ad

বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিনিয়োগকারীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ আগে কখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বিনিয়োগকারীরা এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, "গত আট মাস ধরে আমরা বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে কাজ করছি। বিদেশি বিনিয়োগের জন্য এখানে আগের মতো এত সুবিধাজনক পরিবেশ কখনো ছিল না।" তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে বাণিজ্য, শ্রম এবং বিনিয়োগ সম্পর্কিত নানা সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, যা বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা জানান, চীনা ও দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের সাথে নিয়মিত প্রাতঃরাশ সভা অনুষ্ঠিত হবে, যেখানে তারা বিনিয়োগ সংক্রান্ত যেকোনো উদ্বেগ তুলে ধরতে পারবেন এবং দ্রুতগতিতে তাদের বিনিয়োগ কার্যক্রম শুরু করার সুযোগ পাবেন।

এছাড়া, তিনি বলেন, "বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) প্রতি মাসে চীনা এবং কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক আয়োজন করবে। আমি নিজেও কিছু বৈঠকে যোগ দেব এবং বিনিয়োগকারীদের উত্থাপিত সমস্যাগুলো শোনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।"

প্রধান উপদেষ্টা একটি হটলাইন এবং কল সেন্টার সেবা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যাতে বিদেশি বিনিয়োগকারীরা যেকোনো সমস্যা দ্রুততার সাথে সমাধান করতে পারেন।

এ সময় বৈঠকে অন্তত ৩০ জন চীনা বিনিয়োগকারী অংশ নেন, যারা বিভিন্ন খাতে—যেমন অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল, মোবাইল টেলিযোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা, সরবরাহ এবং আইটি পরিষেবা—বিনিয়োগ করতে আগ্রহী।

ড. ইউনূস বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে সাম্প্রতিক বৈঠকের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রেসিডেন্ট শি শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় চীনা বিনিয়োগকারীরা চট্টগ্রামে একটি ডেডিকেটেড চীনা ইকোনমিক জোন এবং মংলায় চায়নিজ ইকোনমিক জোনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন, যেখানে চীন সমুদ্রবন্দর আধুনিকায়নের কাজ শুরু করবে।

প্রফেসর ইউনূস বলেন, “আমাদের বাজার রয়েছে, এবং আপনি নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোতেও সরবরাহ করতে পারবেন।” তিনি বলেন, কয়েকটি বৃহৎ চীনা কোম্পানি ইলেকট্রিক ভেহিকল (ইভি), লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, বায়ু টারবাইন, এবং অফশোর সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহী।

এর আগে, কোরিয়ান বিনিয়োগকারীদের একটি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। এতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

বিরামপুরে স্কাউটস দিবস পালিত

স্কাউটস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ

'সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম' প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউট কাউন্সিলের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউট কাউন্সিলের সভাপতি নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বাংলাদেশ স্কাউটস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা স্কাউট কাউন্সিলের সাধারণ সম্পাদক ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, রংপুর অঞ্চলের এলটি ও স্কাউট লিডার মশিউর রহমান, উপজেলা স্কাউট কাউন্সিলের সহ-সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) রুনা লায়লা, শিমুলতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মিজানুর রহমান মিজান, কাব-লিড়ার কেটরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএফএম বেনজির হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শাজাহান আলী প্রমুখ।

এতে সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার কলেজের অধ্যক্ষবৃন্দ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানবৃন্দ, মাদ্রাসার সুপারবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, স্কাউট শিক্ষকবৃন্দ, সাধারণ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে স্কাউটসের শিক্ষার্থীরা উপজেলা চত্বরে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

Header Ad
Header Ad

১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

ছবি: সংগৃহীত

দেশের ১৩৫টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। এসব পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের পক্ষ থেকে তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম।

নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা ১৭ এপ্রিলের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা অবমুক্ত না হন, তবে তাদের অবমুক্ত হওয়া স্বীকৃত হবে।

নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তালিকা দেখতে এখানে (প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২, প্রজ্ঞাপন-৩) ক্লিক করুন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ম্যাক্স ও তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার
বদলে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানার নাম
ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ, শাস্তির আওতায় আসবে চালকরা
লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ
আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি