বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

আন্দোলনে কৃষক নেতারা এখনও অনড়

 

দুঃখ প্রকাশেই কি কৃষক আন্দোলনের ইতি? মোদি সরকার কৃষি আইন চালু করার পরেই তা প্রত্যাহারের দাবিতে কৃষকরা এক বছর ধরে যে ঐক্যবদ্ধ আপসহীন লড়াই চালিয়েছেন তার সামনে নতি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েও মোদি সরকার এতদিন অনড় ছিল, অবশেষে শুক্রবার তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর ঘোষণায় স্বভাবতই খুশি হয় কৃষকেরা। কিন্তু কৃষক নেতারা নিজেদের আন্দোলনে এখনও অনড়। প্রসঙ্গত,প্রধানমন্ত্রীর কৃষি বিল প্রত্যাহারের দিনই সংযুক্ত কিষাণ মোর্চার তরফে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলা হয় যে, বিগত বছর ধরে তাদের লাগাতার আন্দোলন কেবল তিন কৃষি আইন প্রত্যাহারেই সীমাবদ্ধ নয়। সমস্ত কৃষি পণ্য এবং সব কৃষকদের  নুন্যতম সহায়ক মূল্যের গ্যারান্টির দাবিও তারা জানিয়ে এসেছেন।

অতএব, সরকারকে ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে আইন প্রণয়ন করতে হবে। আন্দোলনকারীরা সংযুক্ত কিষাণ মোর্চার ছাতার তলায় দাঁড়িয়ে দাবি করেছে, কেবল মুখে কৃষি আইনগুলি প্রত্যাহার নয়, আইনমাফিক পদক্ষেপ করতে হবে সরকারকে। অর্থাৎ কৃষি আইন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা বাকি রয়েছে। কৃষক নেতারা রবিবার এ বিষয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন।

কৃষকদের জেদের কাছে মোদি নতি স্বীকার করলেও মনে করার কারণ নেই যে, তারা মনেপ্রাণে খুশি। প্রসঙ্গত, শুক্রবার গুরুনানক জয়ন্তীর দিন সকালবেলা জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানালেও কৃষক নেতা রাকেশ টিকায়েত দলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন,যতদিন পর্যন্ত কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ততদিন সিঙ্ঘু সীমান্তে কৃষকরা একইভাবেই বিক্ষোভ চালিয়ে যাবেন। রোববার তাদের সেই সিদ্ধান্তেই অনড় থাকলেন বিক্ষোভরত কৃষকরা। সিঙ্ঘু সীমান্তে একটি সাংবাদিক সম্মেলন করে কৃষক নেতা বলবির সিং রাজুওয়াল ফের কৃষক নেতা রাকেশ টিকায়েতের কথার পুনরাবৃত্তি করে জানান যতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং কেন্দ্রের তরফ কৃষকদের অন্যান্য দাবিদাওয়া মেনে না নেওয়া হচ্ছে ততদিন তারা এইভাবেই আন্দোলন জারি রাখবেন।উল্লেখ্য কৃষি আইন প্রত্যাহার ছাড়াও কৃষকদের তরফ থেকে আরও কিছু দাবিদাওয়া ছিল।

উল্লেখা,কৃষকরা যে তিনটি আইনের বিরোধিতায় আন্দোলন শুরু করেছিলেন, তার মধ্যে ফার্মারস প্রডিউস ট্রে এন্ড কমার্স আইন ২০২০।উপযুক্ত মুল্যে ফসল সংগ্রহ নিশ্চিত করতে নূন্যতম সমর্থন মূল্যের বা এমএসপি এবং প্রচলিত খাদাশস্য সংগ্রহ ব্যবস্থা অব্যাহত রাখার জন্য একটি বিল আকারে লিখিত আশ্বাসেরও দাবি করেন। এপিএমসি বা মাণ্ডি বাবস্থা যাতে সুরক্ষিত থাকে তার জন্যও কৃষক সংগঠনগুলি দাবি জানায়।এর পাশাপাশি কৃষকদের দাবি বিদুৎ সংশোধনী বিল প্রত্যাহার করা। কারণ তাঁরা মনে করেন যে এই আইনের কারণে বিনামুলো বিদ্যুৎ পাবেন না। এছাড়া খড় পোড়ানোর জন্য জরিমানা ও জেলের মেয়াদ রাখা যাবে না। কৃষকদের দাবি স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী।স্বামীনাথন কমিশনের রিগোটে বলা হয় যে সরকারকে উৎপাদনের ওজনযুক্ত গড় খরচের থেকে কমপক্ষে ৫০ শতাংশ বেশি এমএমপি বাড়াতে হবে।

কৃষকদের দাবি কেন্দ্রীয় সরকারকে এমএসপি নুন্যতম মুল্যের উপরে একটি আইন প্রণয়ন করতে হবে। অন্যদিকে গত এক বছরে আন্দোলন চলাকালীন বহু কৃষকের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে সেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে। কেন্দ্র সরকার যতদিন না পর্যন্ত কৃষকদের এইসব দাবি না মেটাচ্ছে ততদিন তারা আন্দোলন থেকে সরছেন না।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কৃষকদের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা রোববার বৈঠকের পর জানিয়েছে,আগে ঠিক হয়ে থাকা কোনো কর্মসূচির কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। অর্থাৎ, এই মাসে লখনৌতে কিষাণ মহাপঞ্চায়েত, দিল্লিতে জমায়েত ও সংসদ অভিযানের বিষয়ে তারা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন,তা বহাল থাকছে। এমনকি দিল্লি সীমান্তের বিক্ষোভ আন্দোলনে জায়গা থেকেও তারা সরছেন না। আসলে মোদি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেও তা কীভাবে বাস্তবারয়িত হবে সেকথা জানান নি। ফলে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে তারা নজর রাখছেন।

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন