মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

৩৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ

ইতিহাসে বিরল ত্রিদেশীয় সমরনায়ক ওসমানী

জেনারেল মহম্মদ আতাউল গনি ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বর্তমান সুনামগঞ্জ জেলায়। ওসমানীর বাবা খান বাহাদুর মফিজুর রহমান ছিলেন তৎকালীন সুনামগঞ্জ মহকুমা প্রশাসক। তার পৈর্তৃক নিবাস বর্তমান সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামে। শৈশবে ওসমানী ‘আতা’ নামেই পরিচিত ছিলেন। ১৯২৩ সালে মাত্র পাঁচ বছর বয়সে মা ও গৃহ শিক্ষকের তত্বাবধানে তার শিক্ষা জীবন শুরু হয়।

১৯২৯ সালে গৌহাটির কটন স্কুলে এবং ১৯৩২ সালে সিলেট পাইলট হাইস্কুলে ভর্তি হন ও ঐ স্কুল থেকে ১৯৩৪ সালে প্রথম বিভাগে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘প্রিটোরিয়া বৃত্তি’ লাভ করেন। ১৯৩৪ সালে উচ্চ শিক্ষার্থে তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অল্প সময়ের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইউ-ও-টি-সি এর সার্জেন্ট, স্যার সৈয়দ আহমদ হলের উপদেষ্টা ও পর পর দুই বার বিশ্ববিদ্যালয়ের ‘প্রোক্টোরিয়েল মনিটর’ ও আসাম বেঙ্গল ছাত্র সংঘের সহ সভাপতি। ১৯৩৬ সালে অনুষ্টিত সর্বপ্রথম নিখিল ভারত ছাত্র সম্মেলনে ওসমানী আলীগড় বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিনিধি ছিলেন এবং সম্মেলনের বিষয় নিয়ন্ত্রণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ওসমানী ১৯৩৬ সালে আইএ, ১৯৩৮ সালে বিএ পাসের পর তিনি ভূগোলে মাষ্টার্স প্রথম পর্ব পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন এবং চূড়ান্ত পরীক্ষার পূর্বেই ১৯৩৯ সালে ভারতীয় সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৪০ সালের ৫ অক্টোবর তিনি ইন্ডিয়ান মিলিটারী একাডেমী দেরাদুন থেকে সামরিক শিক্ষা সমাপ্ত করে কমিশন প্রাপ্ত হন। এর পর তিনি দ্রুত পদোন্নতি লাভ করে ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে ক্যাপ্টেন এবং ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে ২৩ বৎসর বয়সে তৎকালীন বৃটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ট মেজর হন। মাত্র ২৩ বৎসর বয়সে একটি ব্যাটালিয়নের অধিনায়ক হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা রণাঙ্গনে যুদ্ধ করেন এবং তিনি ছিলেন অল্প কয়েকজন কালো অধিনায়কদের অন্যতম। কিছুদিন তিনি একটি ফরমেশন হেডকোয়ার্টারে জেনারেল ষ্টাফ অফিসার গ্রেড-২ পদেও নিযুক্ত ছিলেন। ১৯৪৬ সালে তিনি লং কোর্স অধ্যয়নের জন্য মনোনীত হন। উল্লখ্য তিনি ১৯৪৬ সালে আই-সি-এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের জন্য ও মনোনীত হন। কিন্ত তিনি সৈনিক জীবন পরিত্যাগ করতে অস্বীকার করেন। ১৯৪৭ সালের ৭ অক্টোবর পাকিস্তানে আগমনের দিনই তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে কোয়ার্টার মাষ্টার জেনারেল শাখায় ফার্স্ট গ্রেড স্টাফ অফিসার পদে যোগদান করন।

এই পদে তিনি স্টাফ কলেজে শিক্ষা লাভ করার আগেই এবং মাত্র ৭ বৎসর চাকরি জীবনের মধ্যে বহু সিনিয়র অফিসারকে ডিঙিয়ে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করেন। তিনি ১৯৪৮ সালে কোয়েটা ষ্টাফ কলেজ থেকে পি,এস,সি, ডিগ্রী লাভ করেন। ১৯৪৯ সালের জানুয়ারি মাসে সেনাবাহিনীর তদানীন্তন চীফ অফ দি জেনারেল স্টাফ মেজর জেনারেল রেজিমেন্ট হার্টন এর জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ পদে নিযুক্ত হন। পরবর্তী পর্যায়ে তিনি অ্যাসিসটেন্ট এ্যাডজুটেন্ট জেনারেল পদে, অফিসার পদ প্রাথী নির্বাচন বিষয়ের দায়িত্বে নিযুক্ত হন। এই পদে থাকাকালীন আইএসএসবি এ যাওয়ার আগে শিক্ষা সংক্রান্ত যোগ্যতা নির্ধারণের জন্য তিনি তিনটি বিষয়ের লিখিত পরীক্ষার প্রচলন করেন। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল স্যার ডগলাস গ্রেসী কর্তৃক একটি কমিটির চেয়ারম্যানরূপে কমিশন প্রার্থীদের শিক্ষা,স্বাস্থ্য ও নেতৃত্বের জন্য প্রয়োজনীয় মৌলিক গুণাবলীর নুন্যতম একটি বিশ্লেষণ তিনি প্রস্তুত করেন এবং একটি প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। এই বিশ্লেষণে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ক্যাডেট কলেজ স্থাপনের বিশেষ সুপারিশ ছিল। এই দায়িত্ব পালনের এক বৎসর পরে তিনি সৈন্যদলের সহিত সক্রিয় কার্যে প্রত্যাবর্তন করেন এবং স্বেচ্ছায় লেফটেন্যান্ট কর্নেলের পদ ত্যাগ করে মেজরের পদে রাইফেল কোম্পানির পরিচালক রূপে যোগদান করেন। ব্যাটালিয়নের অধিনায়করূপে লেফটেন্যান্ট কর্নেলের পদে পুণঃউন্নীত হওয়ার পুর্বে তিনি ছয় মাস কোম্পানী কমান্ডার ও চার মাস সেকেন্ড ইন কমান্ড পদে অধিষ্ঠিত থাকেন। পরবতী পর্যায়ে তিনি ১০৫ নম্বর ব্রিগেড ট্রেনিং টিমের ভারপ্রাপ্ত অফিসাররূপে একটি কোম্পানী হইতে ব্রিগেড গ্রুপ পর্যন্ত সেনাদলকে দ্বিপক্ষীয় যুদ্ধক্ষেত্রের কৌশল শিক্ষাদানে ও পরিচালনায় বিখ্যাত হন। এই দায়িত্ব সম্পাদন করে তিনি তার ব্যাটালিয়ান ৯/১৪ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়করূপে লেফটেন্যান্ট কর্নেল পদে পুণঃউন্নীত হন। ১৯৫১ সালে জরুরি অবস্থার সময় তার অধিনায়কত্বে এই পাঞ্জাব রেজিমেন্ট পাঞ্জাব সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করে। সে সময় তার ব্যাটালিয়ন পাকিস্তানের প্রধানমন্ত্রী কর্তৃক পরিদর্শিত ও প্রশংসিত হয়। পল্টনের অধিনায়কত্বে তার দক্ষতা সম্বন্ধে অনুকূল রিপোর্টের পর ওসমানীকে প্রথমবারের মত পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয়। প্রথমে তিনি ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়নের অধিনায়কত্ব করেন। পরে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের পরিচালনার ভার গ্রহণ করে চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্ট স্থানান্তরিত করেন। চট্টগ্রাম সেনানিবাস তিনিই প্রতিষ্ঠা করেন।

১৯৫৩ সালে ১০৭ নম্বর ব্রিগেডে কমান্ডারের অনুপস্থিতিতে তিনি চার মাসকাল অস্থায়ী ব্রিগেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৫১ সাল থেকে ১৯৫৫ সালের মধ্যে তিনি খুলনা, যশোর, ঢাকা এবং চট্টগ্রামের স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ১৯৫৫ সালে তাকে তদানীন্তন পূর্ব পাকিস্তান রাইফেলস এর অতিরিক্ত কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়। এই পদে থাকাকালে ১৯৫৫ সালে পুলিশ ধর্মঘটে ঢাকার পরিস্থিতি মোকাবেলার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি তা দক্ষতার সহিত মোকাবেলা করেন। এ সময় ইপিআর এ অবাঙ্গালিদের নিয়োগ তিনি বন্ধ করেন ও প্রথমবারের মত পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের নিয়োগের ব্যবস্থা করেন। ইপিআর থেকে ফিরে তিনি জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ পদে যোগদান করেন এবং অল্প দিন পরেই জেনারেল হেড কোয়াটার্স এর জেনারেল স্টাফে ১৯৫৬ সালে মিলেটারি অপারেশনের ডেপুটি ডাইরেক্টর এর দায়িত্বে নিযুক্ত হয়ে ১৯৫৭ সালে কর্নেল পদে উন্নীত হন। পরবর্তীতে সেণ্টো এবং সিয়াটোতে পাকিস্তানের দেশ রক্ষার পরিকল্পনায় নিয়োজিত হন এবং আন্তর্জাতিক সামরিক ও পরিকল্পনা বৈঠকে বিদেশে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেন। পাকিস্তান এয়ার ডিফেন্স কমিটির সদস্য ও সেনাবাহিনীর দুটি কমিটির সভাপতিও ছিলেন। কিছুকালের জন্য তিনি অস্থায়ী ব্রিগেডিয়ারের পদে ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন এর পরিচালক ছিলেন।

১৯৬৪ সালে তাকে আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক ব্যবস্থা সম্পর্কে অনুধাবন ও মুল্যায়ন করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে ডেপুটি ডাইরেক্টর অফ মিলেটারি অপারেশন হিসেবে যুদ্ধরত বিভিন্ন সামরিক হেড কোয়াটার্সের সঙ্গে সংযোগ রক্ষার্থে যুদ্ধ ক্ষেত্রে যাওয়া ছাড়াও যুদ্ধের প্রাক্ষালে, যুদ্ধের সময় ও পরবর্তী কালে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সুনাম ও উন্নতির প্রতি তার গভীর আগ্রহ লক্ষ্য করা যায়।

কর্নেল পদে উন্নীত হওয়ার ঠিক দশ বছর পর ১৬ মে ১৯৬৬ সালে ওসমানী অবসর প্রস্তুতির ছুটি নেন এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ওসমানী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তার একান্ত উদ্যেগ ও উৎসাহে পাকিস্তান সেনাবাহিনী ক্রীড়াক্ষেত্রে হৃতগৌরব পুনরুদ্ধারে মনোনিবেশ করে।

পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে ওসমানী যেসব বিষয়ে কৃতকার্য হন তা হচ্ছে-ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্য এবং রেজিমেন্টের সর্বশ্রেণির অফিসার ও সৈনিকদের মধ্যে সম্মিলিত জীবনী শক্তি গঠন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শ্রেণিগঠন (বাঙালি সৈনিক দ্বারা) ভাঙার উচ্চ পর্যায়ের পাঁচবারের অপচেষ্টার বলিষ্ঠ প্রতিরোধ করে মাত্র দু’টি ব্যাটালিয়ন থেকে ছয়টি ব্যাটেলিয়নে উন্নীত করা, সেনাবাহিনীতে বাঙালির সংখ্যা শতকরা ২ থেকে শতকরা ১০ ভাগের অধিক এবং বাঙালিদের জন্য নির্দিষ্ট সংখ্যানুপাতে জুনিয়র কমিশন অফিসার পদ সহ সর্বস্তরে বাঙালি সৈনিকদের জন্য পদ সংরক্ষণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাংলা গান 'চল চল চল' মার্চ সংগীতরূপে, পাকিস্তানের সামরিক বাদ্যযন্ত্রে 'ধনধান্যে পুষ্পে ভরা' ও 'গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ'সহ বাংলা গানের প্রচলন এবং ব্রতচারী নৃত্যের বাংলা গীতি ও বাদ্যযন্ত্রসহ বাঙ্গালি সৈনিক দ্বারা ব্রতচারী নৃত্য পরিবেশনের সরকারি অনুমোদন আদায়। অবসর গ্রহণের সময় ওসমানী বাঙালি সামরিক বাহিনী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা ও এ সবের সমাধানের জন্য লিপিবদ্ধ সুপারিশ সেনাবাহিনীর তদানীন্তন সর্বাধিনায়ক জেনারেল ইয়াহিয়া খানকে দিয়ে আসেন। এতে স্বল্পতম সময়ে পাকিস্তানে লোকসংখ্যা অনুপাতে বাঙালিদের সেনাবাহিনীতে নিয়োগের একটি বিস্তারিত পরিকল্পনাও ছিল। এর কপি ওসমানী সশস্ত্র বাহিনীর প্রবীনতম বাঙালি অফিসার লেফটেন্ট্যাট জেনারেল খাজা ওয়াসি উদ্দিনকে দেন, যাতে তিনি বিষয়গুলো সম্পর্কে সরকারকে তাগিদ দিতে পারেন।

১৯৭০ সালের জুলাই মাসে তিনি রাজনীতিতে যোগদেন এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পাকিস্তানের বৃহত্তম নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানী কমান্ডোদের একটি কোম্পানী ওসমানীর বাড়িতে আক্রমণ করে এবং তাকে হত্যার জন্য খোঁজে। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি রক্ষা পান। নিউ ইস্কাটনের এক বাড়িতে আক্রমণকারী পাকিস্তানি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর নাকের ডগায় চার রাত ও তিন দিন একা থাকার পর ওসমানী ছদ্মবেশ ধারণ করে ঢাকা ত্যাগ করেন। নৌকাযোগে ও পায়ে হেঁটে তিনি কুমিল্লায় পৌঁছান এবং ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারদের এক গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকে ওসমানীকে নেতৃত্ব দানের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের পর ওসমানীকে ১২ এপ্রিল হতে মন্ত্রীর পদমর্যাদায় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। তিনি দ্রুতবেগে নিয়মিত বাহিনী পুনর্গঠন করেন ও বিরাট গেরিলা বাহিনী গড়ে তোলেন। জাতির প্রতি তার সেবার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে জেনারেল পদে উন্নীত করেন এবং ইহা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হতে কার্যকরী করেন। ১৯৭২ সালের ৭ এপ্রিল হতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পদ বিলুপ্ত হওয়ায় তিনি সামরিক বাহিনী থেকে ২য় বার অবসর গ্রহণ করেন।

জেনারেল ওসমানী ছিলেন প্রখর মেধাবী, তীক্ষ্ন বুদ্ধি সম্পন্ন, দক্ষ সেনানায়ক। আমরা পাই বিশাল ব্রিটিশ সাম্রাজ্যে বছরে মাত্র ৩০০ জন সেনা কর্মকর্তা নিয়োগ দেওয়া হত। তার মধ্যে উপমহাদেশ থেকে নিয়োগ পেতেন মাত্র ৩০ জন। ব্রিটিশরা বিভিন্ন কারণে মুসলমান এবং বাঙালিদেরকে সু-নজরে দেখত না। সেই বৈরী পরিবেশে একজন বাঙালি মুসলমান ওসমানী ব্রিটিশ রাজকীয় বাহিনীতে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে নিয়োগ লাভ করেছিলেন। তদুপরি তিনি আই.সি.এস পরীক্ষায় অবতীর্ণ হয়েও মেধার স্বাক্ষর রেখেছিলেন। তিনি জওহরলাল নেহরু কর্তৃক সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের আহ্বান পান, যা ছিল তখনকার সময়ে একজন বাঙালি মুসলমানের জন্য দূর্লভ প্রাপ্তি। আর্মি ও সিভিল অফিসারের জন্য মনোনীত হয়ে সামরিক জীবন বেছে নিয়েছেন এমন জেনারেল পৃথিবীতে ২য় জন আছেন কি না জানি না। এ ছাড়া তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে, ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়ে বিজয়ী হয়েছিলেন যা বিশ্বের অনেক নামজাদা জেনারেলের জীবনে ও ঘটেনি।

ওসমানী জন্মগ্রহন করেছিলেন পরাধীন ভারতে, পরে স্বাধীনতা লাভ করে পাকিস্তানে এর পরে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করেছিলেন। তিনি ধারাবাহিকভাবে ৩টি দেশের নাগরিক ছিলেন এবং ৩টি দেশ ও জাতির পক্ষে মরণপণ যুদ্ধ করেছেন। ওসমানী কখনো স্বজাতি স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করেননি। এমনি মেধাবী ও দক্ষ সমরনায়ককে বিজাতীয় ব্রিটিশ সেনাবাহিনী তার মেধাকে যথাযথভাবে কাজে লাগিয়েছে, তার যোগ্যতার যথাযথ মূল্যায়ন করেছে। স্বজাতি পাকিস্তানীরা তার মেধাকে কাজে লাগিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে সমৃদ্ধ করেছে তবে তার যোগ্যতার যথাযথ মূল্যায়ন করেনি। এই মূল্যায়ন না করার কারণটি ‘পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি ছিল’ না ‘প্রখর মেধাবী ও দক্ষরা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে চলার নীতি রপ্ত করতে পারেন না বলে যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত স্থানে যেতে পারেন না’ এটা কার্যকারী ছিল তা নিয়ে গবেষণা হতে পারে। কেন না পাকিস্তান সেনাবাহিনীতেও দু একজন বাঙালি কর্নেল উপরে পদায়িত হয়েছিলেন। জেনারেল ওসমানীর মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে সবচেয়ে কম কাজে লাগিয়েছে বাংলাদেশ। তিনি ছিলেন একজন সফল ও পরীক্ষিত সেনানায়ক। তার নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা মরণপণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তিনি তৎকালীন প্রতিটি আর্মি অফিসারকে ব্যাক্তিগতভাবে চিনতেন এবং জানতেন। কিন্তু স্বাধীন বাংলদেশে সামরিক বাহিনী গঠনের দায়িত্ব বঙ্গবীর জেনারেল ওসমানীকে দেওয়া হয়নি। তাকে প্রতিরক্ষা মন্ত্রী না করে করা হয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী। সে সময় সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে জেনারেল ওসমানীর মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। সেদিন যদি বঙ্গবন্ধুর সরকার সেনাবাহিনীর বিষয়ে জেনারেল ওসমানীর মতামতকে প্রধান্য দিতেন, তাহলে হয়তো ১৫ আগস্ট ১৯৭৫ এবং তৎপরবর্তী হত্যা-ক্যু ইত্যাদি সংঘঠিত হত না। মৃত্যুঞ্জয়ী মুক্তিযোদ্ধা অফিসারদের ফাঁসীর কাষ্ঠে ঝুলতে হত না। একুশ বছর ধরে বাংলাদেশের রাজনীতির চাকা পিছনের দিকে ঘুরত না। স্বাধীনতাবিরোধী রাজাকার আলবদররা পতাকাবাহী গাড়ি দৌড়াতে পারত না। এসব প্রশ্নের উত্তর জানতে বঙ্গবীরের জীবন ও কর্ম নিয়ে একাডেমিক গবেষণার দাবি রাখে। জেনারেল ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি।

লেখক একজন শিক্ষক

 

মএমএ/

 

 

Header Ad
Header Ad

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে এ তথ্য জানানো হয়।

স্ক্রলে উল্লেখ করা হয়, “অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।”

তবে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও জানা গেছে, সাম্প্রতিক এক সংবাদ প্রতিবেদনে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কাছে ‘জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ’ সংক্রান্ত বিতর্কিত প্রশ্নের জের ধরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, এ ঘটনায় দীপ্ত টিভির এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ শেষে খুব শিগগিরই সংবাদ কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে।

Header Ad
Header Ad

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ছবি: সংগৃহীত

নকশাবহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিক সমিতির ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এতে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ (রেস্টুরেন্ট) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছে।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জিল্লুর রহমান বলেন, ‘যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। তবে ভবনের অনুমোদন কিন্তু বাতিল করা হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীর উপস্থিত হয়ে আমাদের কাছে তথ্য-উপাত্ত দিলে সেগুলো সচল করা হবে।’

বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি। ছবি: সংগৃহীত

অপর এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘আমরা প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি পাঠাব।’

ডিএসসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, কোনো প্রকার আলোচনা না করেই ডিএসসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপর জুলুম চলছে। ব্যবসাগুলো এক দিনে গড়ে ওঠেনি। রাজউকের পাস করা ভবনের নকশায় রেস্তোরাঁ নেই বললেই চলে। বিগত সরকারের সময় এই জটিলতা নিরসনে একটা টাস্কফোর্স করা হয়েছিল। সেই টাস্কফোর্সের দুটি বৈঠক হয়েছিল। তারপর তো সরকার বদল হয়ে গেল।

ইমরান হাসান বলেন, ‘ট্রেড লাইসেন্স বাতিল করে এখন যদি ডিএসসিসি অভিযানে নামে, তাহলে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি হলে আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর রেস্তোরাঁর অনুমোদন ও অগ্নিনিরাপত্তাব্যবস্থার ঘাটতি সামনে আসে। ওই ভবনে আটটি রেস্তোরাঁ ছিল, তবে ভবনটিতে রেস্তোরাঁ প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চার বছর আগে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। সেই জরিপের তথ্যানুযায়ী, ২০২১ সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি, যা ২০০৯-১০ অর্থবছরের চেয়ে ৫৮ শতাংশ বেশি। সরকারি সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে ৮৫২টি। বাকি সব ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন।

রেস্তোরাঁ ব্যবসা করতে চাইলে একজন বিনিয়োগকারীকে সরকারের সাতটি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র নিতে হয়। রেস্তোরাঁর জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১২৮টি রেস্তোরাঁ।

Header Ad
Header Ad

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বান। ছবি: সংগৃহীত

পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশের অনেক সদস্য জনরোষের মুখে পড়েছেন।” পুলিশকে জনগণের বন্ধু হিসেবে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা
সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা