শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুঁৎকারে উড়িয়ে দিলেন মোদি

পাঠক হঠাৎ চমকে যাবেন না। আপনারা যে ইতিহাস পড়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে, তা ফুঁৎকারে উড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সংসদের উভয়কক্ষে গলা চড়িয়ে বললেন, ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়েছে ২০১৪ সালের ২৩ মার্চ, যেদিন তিনি দেশের প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন। তার এই উক্তির সঙ্গে সঙ্গে বিরোধী কংগ্রেসসহ অন্যান্য দল যখন চিৎকার চেঁচামেচি শুরু করলো, তখন তিনি যে উক্তিটি করলেন তা আরও মারাত্নক। তিনি বললেন, স্বাধীনতা আন্দোলনে পন্ডিত নেহরুর কোনও ভূমিকা ছিল না। ভূমিকা ছিল মহাত্না গান্ধী, বাবা সাহেব আম্বেদক এবং সর্দার বল্লভভাই প্যটেলের। সারা দেশের এবং বিশ্বের ইতিহাসবিদেরা মোদিকে শুধু শিক্ষিতই বলেননি। তারা মনে করেন, এহেন অর্ধশিক্ষিত একজন মানুষ বিগত আট বছর ধরে ভারতবর্ষে ১৩৮ কেজি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্তির পর বিভ্রান্তিতে ফেলেছেন।

ভারতের সংবিধাননীতি এবং প্রথা অনুযায়ী প্রতিবছর রাষ্ট্রপতির ভাষণের মাধমেই সংসদের উভয় সভা চালু হয়। সংসদীয় নিয়মানুযায়ী রাস্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবের পক্ষে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণেই তিনি এই উক্তি করেন। হত্যার পর রেডিওতে ডালিম বলেন, এবার বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হল। আর জয় বাংলা ধ্বনি নয়, এবার থেকে ধ্বনি হবে বাংলাদেশ জিন্দাবাদ। ভারতের সংসদে মোদির উক্তির সঙ্গে মেজর ডালিমের উক্তির একটা মিল পাওয়া যাচ্ছে না কি?

এবার একটু পর্যালোচনা করে দেখা যাক, গত আট বছর ধরে মোদি সরকার কীভাবে ভারতবর্ষের একটার পর একটা ক্ষতি করে চলেছেন।

গত দু'বছর ধরে করোনা আবহে দেশের মানুষ যখন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে, তখন মোদি বলেছেন, এই সময়ে দেশের মানুষ স্বনির্ভর হয়েছে। তাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে। তিনি নাকি সবাইকে বাড়ি করে দিয়েছেন। অথচ আসল চিত্রটা একেবারেই ভিন্ন। প্রধানমন্ত্রী মোদি পি এম কেয়ার্স তহবিল গঠনের পর যে ১৩ হাজার কোটি জমা পড়েছে। সেই টাকার কোনও হিসেব দিতে চাননি তিনি। যুক্তি হিসেবে বলেছেন, এটাকা জনগণের টাকা। তাই এই টাকার কোনও অডিট হবে না। অর্থাৎ এই ১৩ হাজার কোটি টাকার কোনও হিসেব দেশবাসী জানবে না। এই টাকা কোথায় গেল, প্রশ্ন তোলা যাবে না।

ওয়াকিবহাল মহল মনে করে, যেহেতু দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই সব রাজ্যে শাসক বিজেপির অবস্থা ভালো নয়, তাই রাস্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে তিনি কৌশলের নির্বাচনী প্রচার করে গেলেন। তার এমন বক্তৃতার নেপথ্যে আর একটি কারণ হল, হিন্দু মুসলমান ধর্মীয় মেরুকরণ করা। এই মেরুকরণের কাজ শুরু করেছিলেন মোদি এবং তার সহযোগী দল আরএসএস। তার বক্তৃতার মধ্যে ছিল দেশের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আরএসএস এর জন্মদাতা বীর সাভারকার এবং দীনদয়াল উপাধ্যায়। এই দুজনেই মুচলেকা লিখে আন্দামান জেল থেকে মুক্ত হন এবং ব্রিটিশ সরকারকে সমর্থন করেন। পাশাপাশি গান্ধীজির আন্দোলনের বিরোধিতা করেন। এই ইতিহাস সকল ইতিহাসবিদ এবং শিক্ষিত মানুষই জানেন, জানেন না শুধু নরেন্দ্র মোদিও তার অনুচরেরা এবং আর এস এস এর ‘পন্ডিত’ রা। ক্ষমতায় আসার পর থেকেই মোদি ‘কংগ্রেসমুক্ত’ ভারত গড়ার ডাক দিয়েছিলেন। এবার তিনি সরাসরি পন্ডিত নেহরুকে আক্রমণ করেছেন। এমনও বলেছেন আজকের করোনা পরিস্থিতির জন্য নেহরুর নীতিই দায়ী।

মোদির এই উক্তির সঙ্গে আমরা একটি উক্তির হুবুহু মিল পাচ্ছি। বাংলাদেশের জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশে একটি সামরিক সরকার দরকার। তারা ৪ মাস মুক্তিযুদ্ধ পরিচালনা করে যে ৪ নেতা, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলি এবং আবু হেনা কামরুজ্জামান,তাদের জেলে বন্দী করে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছিল মেজর ডালিম। সাম্প্রতিককালে ভারতে দেখা যাচ্ছে, গুজরাটের দুই ব্যবসায়িক গোষ্ঠী আম্বানি এবং আদানিরা দেশের সম্পদের ৭৫শতাংশ গ্রাম করেছেন। একথা সকলেই জানেন, আম্বানিদের আজকের রম্প্রমার নেপথ্যে রয়েছেন দেশের প্রাক্তন রাস্ট্রপতি এবং প্রাক্তন অর্থমন্ত্রী প্রনব মুখার্জি। মনমোহন সিংয়ের আমলে একটি আইন করা হয়েছিল--তথ্য ছানার অধিকার সংসদে সংখ্যাধিক্যের জোরে এই আইনটি এখন বিজেপির পক্ষে আনা হয়েছে।

কিছুদিন আগে দক্ষিন ভারতের অন্ত্রপ্রদেশে একটি মন্দিরে মোদিকে দেখা গেছে লাল বস্ত্র পরে কপালে তিলক কেটে তিনি ঘুরেছেন। যেন দেখতে চাইছেন, তার চেয়ে বড় হিন্দু আর নেই। তার এই হিন্দুদের প্রচারের মাঝেই শুরু হয়ে গেছে আর এক অশান্তি। বিজেপির বরাবরের রাজনৈতিক তাস হিন্দু-মুসলিম বিভাজন নতুন রূপ পেয়েছে। দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে কর্ণাটকে পন্ডিচোরিতেও। মুসলিম ছাত্রীদের হিজাব পরার বিরোধিতা করে বিজেপি আরএসএস পথে নেমেছে। হিন্দু মৌলবাদকে সঙ্গী করে গেরুয়া কাপড় দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে বিজেপি আর এস এসের কর্মীদের। তারা ছাত্রীদের হিজাব পরতে দেখলেই তার বিরোধিতা করছে। আর এই নিয়েই বেজেছে অশান্তি। মুসলিম মহিলারা এর বিরোধিতা করেছেন। পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের নেতৃত্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। এভাবেই ধর্মীয় বিভাজনের ফলে সম্প্রীতি নষ্ট করতে আরও একটি বড় চক্রান্ত আর এস এস বিজেপি। কয়েকদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত দক্ষিণ কলকাতার একটি বাড়িতে এক গোপন বৈঠক করেন। সেখানে তিনি বলেছেন, হিজাব পরলেই তার বিরোধিতা করা হবে। এই খবর প্রচার হয়ে যাওয়ার পরেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী লখনউয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, সমস্ত মহিলাদের তাদের পছন্দমতো পোশাক পরার অধিকার রয়েছে। এটি ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আমি বলছি, মুসলিম ছাত্রীরা অবশ্যই হিজাব পরবেন। এই স্বাধীনতা সংবিধান তাদের দিয়েছে। যারা এই অধিকার কেড়ে নিতে চাইছেন,তাদের সেই কাজের আমি তীব্র বিরোধিতা করছি।

মোদির অসত্য ও যুক্তিহীন কথা আর কাজের প্রসঙ্গে আরও একটি কথা বলা যায়। তিনি যে বলেছেন, ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়নি হয়েছে ২০১৪ সালে, সেই যুক্তি মানলে তারই দলের অটলবিহারী বাজপেয়ী ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী রইলেন কী করে? পরাধীন দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী? এ প্রশ্নও তাকে করা হয়েছে। মোদি উত্তর দেননি। এড়িয়ে গেছেন। অবান্তর কথার জাল বুনতে ওস্তাদ মোদিজি এবং আর এস এস প্রধান মোহন ভগবত বলেছেন, আগামী ১০০ বছর দেশের শাসন ক্ষমতায় থাকবে বিজেপি। প্রধানমন্ত্রী থাকবেন মোদি। রীতিমতো হাস্যকর কথা। মোদির বর্তমান বয়স ৭৩ বছর। ১০০বছর পর তার বয়স হবে ১৭৩ বছর। তখন তিনি জীবিত থাকবেন এবং দেশ চালাবেন। বিজেপি ক্রমাগত এমন অবান্তর কথা বলে চলেছে। আসলে আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে তাদের উৎকণ্ঠা মাত্রা ছাড়িয়েছে। তাই যা পারছে বলে যাচ্ছে। মরণকালে বুদ্ধিনাশ।

 

লেখক: ভারতের সিনিয়র সাংবাদিক

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো