শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দুর্ঘটনা ও ভিন্ন ভাবনা

‘বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত ৮’, ‘রেলগেটে ট্রেন গুড়িয়ে দিল বাস: ৫ জনের মৃত্যু’, ‘ট্রাকের ধাক্কায় গুড়িয়ে গেল মাইক্রোবাস: ৪ যাত্রী হত’, ‘বাসের ধাক্কায় সিএনজি পিষ্ট: ৩ জনের মৃত্যু’, ‘বাসের চাকায় পিষ্ট হয়ে আরও ১ ছাত্রের মৃত্যু’, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: ২৫ জন আহত’!

এ ধরনের শিরোনাম পত্রিকায় নিয়মিত দেখে আমরা অভ্যস্ত। এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি আমরা যে, পুরো খবরটুকু আর পড়িই না। কোথায় ঘটলো, দিনে না রাতে, এর বেশি আর হয়তো এগোই না। ছাত্র মারা গেলে সে কোন প্রতিষ্ঠানের, হয়তো বা সেটুকু পর্যন্তই পড়ি। আর এই যে কয়েকটি হেডলাইন উপরে লেখা হলো, এর শেষেরটির মতো কোনো হেডলাইন পত্রিকায় দেখলে আমরা আর পাত্তাই দেই না। ২৫ জন শুধু আহত, কেউ যখন মারা যায়নি, এটিকে আর তেমন বড় বা মারাত্মক কোনো দুর্ঘটনাই মনে করি না!

বাস্তবতা হলো–সড়ক বা রেলপথে যে কোনো দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়, সাধারণত আহত হয় তারচেয়ে বেশি মানুষ। ‘নিরাপদ সড়ক চাই’ নামক সংগঠনটির তথ্য অনুযায়ী, কেবল ২০২১ সালেই বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ২৮৯টি, এতে মৃত্যুবরণ করেছে ৫ হাজার ৬৮৯ জন এবং আহত হয়েছে ৫ হাজার ৮০৫ জন। এগুলো শুধু কয়েকটি সংখ্যা বা পরিসংখ্যান নয়, এগুলো হাজার হাজার মানুষ, হাজার হাজার শোকার্ত পরিবার!

দুর্ঘটনায় আহতদের মধ্যে কারও ক্ষেত্রে হয়তো জখমের মাত্রা খুবই কম ঘটে, যা প্রাথমিক চিকিৎসাতেই সারিয়ে দেওয়া সম্ভব; কিন্তু সব মানুষ তো এতটা ভাগ্যবান নয়। হাত-পা ভেঙে গেলে সার্জারি-প্লাস্টার করে সেগুলোকেও সারিয়ে তোলা সম্ভব। সাময়িকভাবে হয়তো তারা কয়েক সপ্তাহ ভুগবে। এরপর আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে; কিন্তু হেড ইনজুরি, মেরুদণ্ডে ফ্র্যাকচার, ডিস্ক সরে যাওয়া, হাত বা পা অ্যাম্পুটেশন (সম্পুর্ণভাবে কেটে যাওয়া)–এমন জখমগুলো ঘটছে তো প্রতিদিনই। এই মানুষগুলোর কথা কি আমরা কখনও ভেবে দেখেছি? পত্রপত্রিকায় হাসপাতালে ভর্তি হওয়া, দুর্ঘটনায় আহত এই মানুষদের নিয়ে ফলোআপ খবর কি প্রকাশিত হয়?

হয়। সেলেব্রিটি কেউ দুর্ঘটনায় আহত হলে ফলোআপ হয়। হাসপাতালের বাইরে থেকে রাত-দিন লাইভ টেলিকাস্টও হয়; কিন্তু আমজনতার কথা কেউ মনে রাখে না। এই মানুষদের বড় একটি অংশ হয়ে পড়ে শারীরিক প্রতিবন্ধী। একটি দুর্ঘটনার খেসারত বহন করতে হয় বাকি জীবনব্যাপী। চিকিৎসা খরচ তো আছেই, অনেকেই আবার চাকরি হারায়, আগের কাজে আর ফিরে যেতে পারে না, ব্যবসা বন্ধ হয়ে যায়, শারীরিক ও আর্থিকভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেকেরই নামের আগে ‘ল্যাংড়া’ টাইপের একটি বিশেষণ যুক্ত হয়ে যায় বাকি জীবনের জন্য। যার ফলে শারীরিক সমস্যাটির পাশাপাশি মানসিক আঘাত পেতে হয় প্রতিনিয়ত। প্রতিবন্ধী হয়ে যাওয়া এমন নারীদের ক্ষেত্রে স্বামীর অন্যত্র চলে যাওয়াও প্রায় মামুলি একটি ঘটনা।

দুরপাল্লার বাস বা ট্রাক চালকরা যে আয় করে, তাতে তাদের সংসার মোটামুটি চলে যায়; কিন্তু হঠাৎ দুর্ঘটনায় যদি এমন একজন চালক একটি বা দুটি পা হারান, নতুন করে তাদের আর কোনো পেশায় যাওয়ার সুযোগও থাকে না, পরিবারেরও পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই পরিবারগুলোর পুনর্বাসনের কথা কি আমরা ভেবেছি?

আজ থেকে তিন-চার দশক আগে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো থেকে এ্যাম্পুটেশন করা রোগীর ছুটি দেওয়ার সময় যে সুপারিশ লিখে দেওয়া হতো, এখনও সেগুলোই দেওয়া হচ্ছে। স্টাম্পের যত্ন নিবেন, ক্রাচে ভর করে হাঁটবেন, ওষুধ নিয়মিত খাবেন, ক্ষত স্থানে ড্রেসিং করাবেন, ৭ দিন পরে এসে স্টিচ কেটে যাবেন ইত্যাদি। কৃত্রিম অঙ্গের পরামর্শও হয়তো দেওয়া হয়; কিন্তু পুর্ণবয়ষ্ক এই মানুষটিকে যে আবার নতুন করে একটি এক বছর বয়সের শিশুর মতো করে হাঁটা শিখতে হবে। সেটি কি সহজ কাজ? শিশুর হামাগুড়ি দেওয়া থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শেখার মতো কিন্তু এটি নয়। একে তো অঙ্গহানির মানসিক যন্ত্রনা, তার উপর শরীরের ভার নিয়ে দাঁড়ানো বা হাঁটতে না পারার মানসিক যন্ত্রনা, চিকিৎসার আর্থিক ব্যয়, ভবিষ্যৎ কর্মজীবন বা আয়ের পথ, ইত্যাদি মানসিক অস্থিরতার কথা কি আমরা ভেবেছি? শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভোগা এই মানুষদের কাউন্সেলিং-এর কথা কি আমরা ভাবি? দেশের হাসপাতালগুলিতে এই নব্য প্রতিবন্ধিতায় পড়া মানুষগুলোকে বাকী জীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত করার মত প্রশিক্ষিত জনবল আছে কি?

আমাদের দেশের চিকিৎসাসেবা নিয়ে শত অভিযোগ এবং দুর্নাম থাকলেও বাস্তবতা হলো, আমাদের গড় আয়ু বেড়েছে, নবজাতক এবং ৫ বছর পর্যন্ত বয়সের শিশুমৃত্যুর হার দারুণভাবে কমে গেছে, মাতৃমৃত্যুর হারও কমেছে অনেক, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও অসংখ্য হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মান করা হয়েছে। টিকাদান কর্মসূচীতে আমরা বিশ্বের রোল মডেল। এগুলো অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রতিবন্ধী মানুষের চিকিৎসাসেবা পাওয়া যায় কয়টি জায়গায়? একটি কৃত্রিম অঙ্গের জন্য টেকনাফ বা তেতুলিয়ার মানুষকেও কি এক ঢাকাস্থ পঙ্গু হাসপাতালেই আসতে হবে?

পোলিওর মতো একটি মারাত্মক রোগ, যা এক সময় লক্ষ লক্ষ শিশুর জন্য বিভীষিকা ছিল, তা নির্মূল হয়েছে বেশ কয়বছর আগেই। কিন্তু এই দেশেই চল্লিশোর্ধ বয়সের অসংখ্য মানুষ এখনও আছে, যারা শিশুবয়সে পোলিওতে আক্রান্ত হয়ে সারা জীবনের জন্য শারীরিকভাবে প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। দেশের প্রতিটি জেলা বা উপজেলাতেই এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে, যাদের পোলিওর ফলে এক বা দুই পায়ে পেশীগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবার কারণে হাঁটতে প্রচন্ড কষ্ট হয়। কেউ হুইলচেয়ারে আবদ্ধ, কেউ ক্রাচে ভর করে, বা কেউ এখনও লাঠি ব্যবহার করে হাঁটতে পারে। পেশি শুকিয়ে যাবার ফলে অধিকাংশের ক্ষেত্রেই দুটি পা সমভাবে বড় হতে পারেনি বলে কোনো সহায়ক উপকরণ ব্যবহার করতে না হলেও খুঁড়িয়ে হাঁটতে হয়। পরিবার থেকে এই মানুষদের মধ্যে শিশুকালে যারা সহযোগিতা পেয়েছিল, তাদের অনেকেই লেখাপড়া সমাপ্ত করেছে, জীবনে প্রতিষ্ঠালাভও করেছে। সমস্যা হলো, এই মানুষদের এই পোলিও আক্রান্ত পায়ে যদি দুর্ঘটনায় কোনো ফ্র্যাকচার হয়, তার চিকিৎসা বা সার্জারী কিভাবে করতে হবে, সেই জ্ঞান এবং অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক এই দেশে খুব বেশি নেই। ঢাকার একটি বা দুটি হাসপাতাল ছাড়া তাদের চিকিৎসার সুযোগ নেই।

প্রতিবন্ধী মানুষেরা বাংলাদেশেও কিন্তু আর ঘরে বসে নেই। তারা লেখাপড়া করছে, চাকরি করছে, ব্যবসা করছে। তাদেরও তো চলাফেরা করতে হচ্ছে প্রতিনিয়ত। একটু ভাবুন তো দুর্ঘটনায় পড়া একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অসহায়ত্বের কথা। কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কে নিয়ে যাচ্ছে, তাকে কেন বসিয়ে রাখা হচ্ছে, এর পর সে কোথায় যাবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাকে সহযোগিতা করছে কে? ভাবুন তো একজন শ্রবণ-বাক প্রতিবন্ধী মানুষের কথা! হাসপাতালগুলোতে কতজন মানুষ ইশারা ভাষা বুঝে? অটিজম বৈশিষ্টসম্পন্ন বা বুদ্ধি প্রতিবন্ধী একটি শিশূ দুর্ঘটনায় বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে কীভাবে সামাল দেওয়া হবে, ভাবতে পারেন?

গত কয়েক দশকে সেতু, সড়ক ও মহাসড়কের প্রভূত উন্নতি এবং দেশে দ্রুতগামী বাস-ট্রাক আমদানি হবার ফলে সড়কে যানবাহনের গতি অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু বাড়েনি চালকের প্রশিক্ষণ। যার ফলে দুর্ঘটনাগুলো ঘটেই চলেছে। যারা নিয়মিত মহাসড়কে যাতায়াত করেন, তাঁরা নিশ্চয়ই সুনির্দিষ্ট কিছু ট্রান্সপোর্ট কোম্পানির নাম বলতে পারবেন, যাদের বাসগুলো বেপরোয়াভাবে চালানো হয়। এই কোম্পানিগুলো তাদের এত অসংখ্য বাসের জন্য এমন বেপরোয়া অসংখ্য চালক কোথায় পায়, এটি আসলেই ভাববার বিষয়। তবে শুধু চালকের দোষ ধরাও ঠিক নয়। সড়ক কখন ও কিভাবে হেঁটে পার হওয়া যাবে, সে ব্যাপারে আমরা পথচারীরাও বড়ই উদাসীন। শিশুদের শিক্ষাক্রমে যেমন এটি অনুপস্থিত, তেমন এ ব্যাপারে বড়দেরও সচেতনতা বাড়াবার ক্ষেত্রে তেমন উদ্যোগ নেই। তাই যখন ইচ্ছে তখন এক হাত তুলে সড়কের মাঝখানে আমরা নেমে পড়ছি। এভাবে রাস্তা পার হবার কারণে শহরগুলোতে বাড়াচ্ছি জ্যাম, আর মহাসড়কে হয় চাপা পড়ছি, বা আমাদের বাঁচাতে গিয়ে দ্রুতগামি বাস-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে। দায় এসে পড়ছে কেবল ড্রাইভার বা মালিকের উপর।

মহাসড়কের আসেপাশে পর্যাপ্ত ট্রমা সেন্টার গড়ে তোলা হয়নি, যেখানে দুর্ঘটনায় পড়ে আহত হওয়া মানুষদের দ্রুত নিয়ে যাওয়া সম্ভব। ম্যানেজমেন্ট করতে দেরি হয়ে যাবার কারণে রক্তক্ষরণেই হয়তো মারা যাচ্ছে মানুষ, অথবা বিচ্ছিন্ন হয়ে পড়া অঙ্গের সংযোজন আর সম্ভব হয়ে উঠছে না। জীবন বাঁচাতে অ্যাম্পুটেশন করে ফেলতে হচ্ছে। বেড়ে যাচ্ছে প্রতিবন্ধী মানুষের সংখ্যা।

ভবন ধসে গিয়েই হোক, আর সড়কে-মহাসড়কেই হোক, যে কোনো দুর্ঘটনায় আপনা আপনিই লোক জড়ো হয়ে যায়। সাধারণ মানুষ এগিয়ে আসে নিঃস্বার্থভাবে দুর্ঘটনায় কবলিত মানুষদের উদ্ধার করে নিকটতম চিকিৎসাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য। উন্নত দেশগুলোতে যেমন এটি হয়, আমাদের দেশেও এর ব্যতিক্রম তো হয়ই না, বরং জনসংখ্যার আধিক্যের কারণে বিপুল পরিমাণ মানুষ খুব অল্প সময়েই উদ্ধার কাজে নেমে পড়ে। এর উদাহরণ আমরা বারবার দেখেছি। এক রানা প্লাজা ধসের সময় কত হাজার সাধারণ মানুষ স্বেচ্ছায় জড়িত হয়েছিল, তার হিসেব করা যাবে না। তবে এটিতে একটি সমস্যাও আছে।

উন্নত দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে দুর্ঘটনায় পড়া একজন বিপন্ন মানুষকে কিভাবে উদ্ধার করতে হবে, সে ব্যাপারে একটি বেসিক সচেতনতা আছে, যা আমাদের দেশের মানুষের মধ্যে আমরা সৃষ্টি করতে পারিনি। দুর্ঘটনায় পড়া একজন মানুষকে উদ্ধার বা স্থানান্তর করতে হলে অবশ্যই তার ঘাড় এবং মাথাকে স্থির বা নিশ্চল করতে হবে। আমরা হয়তো চারজন আহত মানুষটির চার হাত-পা ধরে চ্যাংদোলা করে টেনে নিয়ে যাই, মাথা ঝুলতে থাকে। এটি যে কতটা বিপজ্জনক, আমরা হয়তো সেটি জানিই না। মানুষের মেরুদণ্ডের ৩৩টি হাড়ের প্রথম দুটির গঠন বাকীগুলো থেকে একেবারেই ভিন্ন। এ কারণেই আমরা আমাদের মাথা ডানে-বামে, উপর-নীচে নানাভাবে ঘুরাতে পারি। কিন্তু একটু এদিক সেদিক হঠাত চাপ পড়লে হাড়ের ভেতরে থাকা মেরুরজ্জু (স্পাইনাল কর্ড) ছিঁড়ে যেতে পারে, বা তার উপর অস্বাভাবিক চাপ পড়তে পারে, যার ফলে ঘাড়ের নিচ থেকে স্থায়ীভাবে প্যারালাইসিস হয়ে যেতে পারে। ঘাড় এবং মাথাকে স্থির না করে উদ্ধার করতে গেলে সামান্য অসাবধানতার কারণে উপকার করতে গিয়েও আমরা অনেক সময় মারাত্মক ক্ষতি করে ফেলছি। অথচ এ ব্যাপারে সচেতনতা বাড়ানো হচ্ছে না। সামান্য অসচেতনতার কারণে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বেড়েই চলেছে।

যেসব স্কুলে স্কাউটিং প্রোগ্রাম আছে, সেখানে স্কাউটসরা ছোটবেলা থেকেই এ ধরনের কিছুটা ধারণা পায়। দুটি লাঠি বা বাঁশ এবং দুটি শার্ট বা টি-শার্ট দিয়ে কত সহজে একটি স্ট্রেচার বানিয়ে ফেলা যায়! তবে এমন প্রশিক্ষিত মানুষের সংখ্যা তো খুব বেশি নয়। আমাদের দেশেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য উপকূলীয় এবং বন্যাপ্রবণ জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং রেড ক্রিসেন্ট বা অন্যান্য এনজিওদের মাধ্যমে লক্ষ লক্ষ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী তৈরি করা হয়েছে। সাইক্লোনে মাত্র তিন-চার দশক আগেও যেখানে লক্ষাধিক মানুষ মারা যেত, সেটিকে ১০-এর নিচে নামিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছি। তাহলে যেসব ইউনিয়নের পাশ দিয়ে মহাসড়ক অবস্থিত, সেই ইউনিয়ন পরিষদগুলোকে সম্পৃক্ত করে একটি দেশব্যাপী সচেতনতা এবং প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করা কি খুবই অসম্ভব?

প্রতিটি দুর্ঘটনায় বেড়ে যাচ্ছে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা! বাড়ছে তাদের বিপত্তি। দুর্ঘটনার দুটি দিক নিয়েই নতুনভাবে ভাবতে হবে।

এক মুঠ গুড়, এক চিমটি লবণ এবং আধা সের পানি–ডায়রিয়ার ব্যবস্থাপনায় আইসিডিডিআরবি উদ্ভাবিত ওরস্যালাইন বানাবার এই যুগান্তকারী সহজ পদ্ধতি দেশের সকল মানুষ জেনেছে হুমায়ুন আহমেদের জনপ্রিয় টিভি নাটকে আসাদুজ্জামান নুরের ডায়রিয়া রোগীর অভিনয়ের মাধ্যমে। দেশে এখনও তো জনপ্রিয় বহু অভিনেতা আছেন, যাদের নাটক সাধারণ মানুষ দেখবেই। তারাও কি পারেন না জনস্বার্থে তাদের নাটকগুলোতে জীবনরক্ষাকারী বা দুর্ভোগ কমানো যাবে, এমন কিছু মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে? টিভি চ্যানেলগুলোরও কি এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই?

লেখক: ডিস্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট কনসাল্ট্যান্ট

এসএ/

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত