শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রবীণ অধিকার ভাবনা

প্রবীণরা দূরে নয়- থাকুক পাশে

 

প্রবীণ জনগোষ্ঠী পরিবার ও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই সমাজ ও সভ্যতার মূল কারিগর প্রবীণ ব্যক্তিবর্গ। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে সমাজ কাঠামোর যেমন পরিবর্তন ঘটেছে তেমনি বয়স্ক জনসংখ্যার আকার ও পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ স্বাধীন করেছেন তখনকার তরুণেরা অর্থাৎ আজকের প্রবীণেরা। দেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন প্রবীণেরা। বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন সেখানেও মূল দায়িত্বে রয়েছেন প্রবীণেরা। তারপরেও প্রবীণেরা বর্তমানে ভালো নেই। তারা পারিবারিক-সামাজিক বা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বা মর্যাদা থেকে বঞ্চিত। আমরা আমাদের নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধের ফলে পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এমনকি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরা অক্ষম বা দুর্বল প্রবীণদের সাহায্যে তেমন এগিয়ে আসছেন না। ফলে অধিকাংশ প্রবীণ ব্যক্তি বিশেষ করে সহায় সম্পদহীন, আত্মীয়-স্বজনহারা বয়স্ক মানুষ মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়।

প্রতিটি দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়স্ক লোকের সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে মানুষের গড় আয়ু আরও বৃদ্ধি পাওয়ার কারণে প্রবীণদের মধ্যে অতি প্রবীণ জনগোষ্ঠীর উপস্থিতি ক্রমান্বয়ে বাড়বে। এভাবে জন্মহার ক্রমান্বয়ে কমে যাওয়ার ফলে ২০৫০ সাল নাগাদ ষাটোর্ধ্ব প্রবীণের সংখ্যা ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে বেশি হবে। জাতিসংঘের এক হিসাবে দেখা যায়, ২০২০ থেকে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ষাটোর্ধ্ব প্রবীণের সংখ্যা বাড়বে ২ দশমিক ৮ গুণ, সত্তরোর্ধ্ব প্রবীণের সংখ্যা বাড়বে ৩ দশমিক ৬ গুণ এবং ৮০ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণের সংখ্যা বাড়বে ৪ দশমিক ৫ গুণ। নির্ভরশীল প্রবীণ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান ধারা জন্ম দিচ্ছে নতুন নতুন সমস্যা।

বাস্তবে অর্থনৈতিক, সামাজিক, মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া বয়স্কদের জন্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য বা তাদের অধিকার আদায়ের জন্য আইনি পদক্ষেপ প্রয়োজন। মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন ফর দ্যা প্রটেকশন অব এল্ডারলি রাইটস-এর ভিত্তিতে ২০১৩ সালে পিতা-মাতার ভরণ-পোষণ আইনটিও প্রণয়ন করা হয় যেখানে প্রবীণ পিতা-মাতার প্রতি ও পিতামাতার অবর্তমানে দাদা-দাদি ও নানা-নানিকে সন্তানের দেখভাল ও ভরণ-পোষণ করা আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে।

২০১৩ সালে বাংলাদেশ প্রথম জাতীয় প্রবীণ নীতি তৈরি হয়। ২০১৫ সালে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা গৃহীত হয় এবং পরবর্তীতে ২০১৭ সালে ও ২০২০ সালে পিতা-মাতার ভরণ-পোষণ বিধিমালার খসড়া প্রস্তুত করা হয়। এই বিধিমালা দেশের প্রবীণ ব্যক্তিদের কল্যাণে আইনের বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করেছে, যেমন- (১) প্রবীণ ব্যক্তিবিষয়ক জাতীয় কমিটি, (২) জেলা প্রবীণকল্যাণ কমিটি, (৩) থানা বা উপজেলা প্রবীণকল্যাণ কমিটি এবং (৪) পৌর ওয়ার্ড বা ইউনিয়ন প্রবীণকল্যাণ কমিটি। যদিও এসকল কমিটির কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। দেশে প্রবীণ অধিকার সুরক্ষায় ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রবীণ অধিকার বিষয়ক নীতিমালা ও ভরণ-পোষণ আইন গৃহীত হলেও বাস্তবে প্রবীণ ব্যক্তিবর্গ তেমন কোনো সুফল ভোগ করতে পারছে না।

উন্নত দেশগুলোর তুলনায় স্বল্পোন্নত দেশে, বিশেষ করে বাংলাদেশে প্রবীণদের সংখ্যা, তাদের আর্থ-সামাজিক অবস্থা, তাদের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি, মানবিক অধিকার এবং তাদের কল্যাণার্থে পরিচালিত সরকারি ও বেসরকারি কার্যক্রম প্রায় ভিন্ন ধরনের। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নত দেশের মতো সেবা কার্যক্রম বা ব্যবস্থা বর্তমানে প্রচলিত নেই। বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থা প্রবীণদের কল্যাণে কিছু কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সমাজে নানামুখী সমস্যা এবং সমস্যা সমাধানে করণীয় বিষয় সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে সম্প্রতি কিছুটা সামর্থ্য হলেও এ সকল কার্যক্রম প্রয়োজনের তুলনায় সীমিত এবং অপর্যাপ্ত। উন্নত বিশ্বের ন্যায় পর্যাপ্ত অবসরকালীন ভাতা, প্রবীণ আশ্রয় কেন্দ্র ইত্যাদি ব্যবস্থাও বাংলাদেশে প্রচলিত নেই। বাংলাদেশের ৮০ শতাংশেরও বেশি প্রবীণদের বসবাস গ্রামে। তারা প্রায় সকলেই দরিদ্র ও কৃষি কাজের সঙ্গে জড়িত। পেনশন, গ্রাচ্যুইটি, কল্যাণ তহবিল ইত্যাদি যেসব কর্মসূচি তা কেবল সরকারি ও কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর পেয়ে থাকেন। গ্রামীণ বিপুল পরিমাণ দরিদ্র প্রবীণদের জন্য কার্যত তেমন কোনো কর্মসূচি নেই। এছাড়া সরকার কর্তৃক সময়ে সময়ে পরিচালিত হয় আশ্রয়, খাদ্য, শিক্ষা, বিনোদন, পোশাক ইত্যাদি প্রয়োজন পূরণের নিমিত্তে কিছু কার্যক্রম। ক্রমবর্ধমান এ সামাজিক সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী ও জাতীয় উদ্যোগ বহু আগে থেকেই বিশ্বে শুরু হয়েছে।

বাংলাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর দরিদ্র বিধবা, প্রবীণ, দুঃস্থ ও প্রতিবন্ধী নারীদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক প্রোগ্রামসমূহ এবং আশ্রয়কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে। এসব প্রোগ্রাম ব্যতীত প্রবীণ ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণের জন্য অন্য কোনো সামাজিক ও অর্থনৈতিক সেবামূলক কার্যক্রম গৃহীত হয়নি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সর্বপ্রথম সমাজসেবা অধিদপ্তরের অধীনে ১৯৯৮ সাল থেকে শুধু দরিদ্র প্রবীণদের জন্য ‘বয়স্ক ভাতা’ কার্যক্রম গৃহীত হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যেই সরকার ৩০ হাজার ভাতা ভোগকারীকে ডিজিটালি ভাতা পরিশোধ করেছে এবং অন্যান্য ভাতাভোগীর তথ্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জন প্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অত্যন্ত পরিতাপের বিষয় যে, বর্তমানে ষাটোর্ধ্ব প্রবীণদের মাত্র এক-চতুর্থাংশ এই সুবিধা ভোগ করছেন। এমনকি চরম দরিদ্র প্রবীণদের মধ্যেও ভাতাভোগীর সংখ্যা মাত্র এক-তৃতীয়াংশ। বর্তমান বাজারদর এবং প্রবীণদের প্রয়োজনের প্রেক্ষাপটে ভাতার পরিমাণ মাসিক ৫০০ টাকা খুবই কম। তারপরও এই সামান্য আর্থিক সহায়তা ভাতাভোগী প্রবীণদের অনেক স্বস্তি এবং সহায়তা দিয়ে থাকে। তাই প্রবীণকল্যাণ নিশ্চিতে ‘বয়স্ক ভাতার’ পরিধি এবং পরিমাণ দুটোই বৃদ্ধির দাবি রাখে।

অন্যদিকে সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধির বিনির্মাতারা আজ সমাজ থেকে বিতারিত হয়ে ঠাঁই হয়েছে প্রবীণ আশ্রয় কেন্দ্রে (বৃদ্ধাশ্রম), যদিও আইন অনুযায়ী পিতা-মাতার অনুমতি ব্যতীত সন্তানরা পিতা-মাতাকে কোনো আশ্রয় কেন্দ্রে বা অন্য কোনো স্থানে পৃথকভাবে রাখতে পারবে না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা, সিলেট, রাজশাহী, বাগেরহাট, চট্টগ্রাম ও বরিশালে ৬টি প্রবীণ নিবাস রয়েছে। সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় ৩২টিরও বেশি বৃদ্ধাশ্রম রয়েছে। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ (বাংলা) এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) বিধি, ১৯৬২ অনুযায়ী এসকল বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়।

অত্যন্ত দুঃখের বিষয় যে, প্রবীণদের জন্য এসকল আশ্রয় কেন্দ্র বা বৃদ্ধাশ্রম গঠন করার কোনো আইন এখনো তৈরি হয়নি। এ সকল কেন্দ্রে আপনজনহীন প্রবীণদের একেকটি জীবন যেন একেকটি নির্মমতার গল্প। এসকল বৃদ্ধাশ্রমের কার্যক্রমের তদারকি ও নিয়ন্ত্রণের জন্য সরকারের কোনো কোনা নীতিমালা বা বিধি বা রেগুলেটরি বোর্ড নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানের জন্য আরও অধিক সহযোগিতার হাত প্রসারিত করলে এ জাতীয় সংগঠন আরও বিকশিত হতে পারে। অবশ্যই সরকারকে এ লক্ষ্যে একটি নীতিমালা ও কৌশলপত্র প্রণয়ন করতে হবে। পাশাপাশি, প্রবীণদের অধিকার, স্বার্থ এবং সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট সরকারি ও স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো সমগ্র বাংলাদেশে সম্প্রসারিত করা প্রয়োজন।

প্রবীণ অধিকার রক্ষায় কোনো আইন নেই। তবে সময় এসেছে প্রজন্মকে সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে সকল বয়সীদের জন্য উপযোগী এক সুন্দর বিশ্ব গড়ে তোলার। এ গুরুদায়িত্ব দেশের সকলকেই নিতে হবে। প্রবীণ জনগোষ্ঠীর বার্ধক্যের জীবন যেন স্বস্তিময় হয় সেজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ ও আইন কাঠামো তৈরি করতে হবে। সকল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রবীণদের চিকিৎসার সুবিধার্থে সকল হাসপাতলে পৃথক ‘জেরিয়েট্রিক বিভাগ’ স্থাপন এবং যতদ্রুত সম্ভব ‘স্পেশালাইজড জেরিয়েট্রিক হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। শিশু, যুব, মহিলা ও ক্রীড়া মন্ত্রণালয়ের ন্যায় পৃথক ‘প্রবীণ মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করতে হবে। সকল প্রবীণদের জন্যে মর্যাদাপূর্ণ, অধিকারভিত্তিক এবং সমান উপভোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

জাপানের সমাজ ও সরকারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে তারা তাদের দেশের প্রবীণদের ‘জীবন্ত শিল্প’ হিসেবে আখ্যায়িত করেন ও কত বেশি সুযোগ-সুবিধা ও মর্যাদা দিচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্র ভারত বা বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণদের যেভাবে সুযোগ-সুবিধা এবং মর্যাদা দেওয়া হয়- বাংলাদেশ কিন্তু তার ধারে কাছেও নেই। এত অবদানের পরেও দেশের প্রবীণ জনগোষ্ঠী কেনইবা এত অবহেলিত, বঞ্চিত ও কষ্টে থাকবেন? বিষয়টি সরকারসহ সংশ্লিষ্ট সকলকে গভীরভাবে ভাবতে হবে।

পাশাপাশি জনমিতিক পরিবর্তন, আন্তর্জাতিক স্থানান্তর, আধুনিকায়ন, ভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশ ইত্যাদির প্রভাবে বাংলাদেশে প্রবীণরা যেন কোনো অংশে অরক্ষিত, অসহায় ও বিচ্ছিন্ন না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রবীণদের প্রতি বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি ও মনোভাব নৈতিক এবং মানবিক করতে হবে। প্রতিক্ষেত্রেই যেন প্রবীণদের অক্ষম, অসুস্থ, দুর্বল ও পরনির্ভরশীল হিসেবে গণ্য না করা হয়। পারিবারিক ক্ষেত্রে প্রবীণ স্বজনদের কিছুটা দেখভাল ও সেবা পরিচর্যার দৃষ্টিতে দেখা হলেও সামজিক ক্ষেত্রে তাদের প্রতি বৈষম্যময় আচরণ কমে যেত। সরকারি ও বেসরকারিভাবে প্রবীণদের বয়স্ক ভাতা, বৃদ্ধাশ্রম, চিকিৎসাসেবা ও অন্যান্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণের উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মকে বার্ধক্য সম্পর্কে যথাসময়ে অবহিত, সচেতন আর সার্বিকভাবে প্রস্তুত করতে হবে। আজকের নবীনরাই আগামী দিনে প্রবীণ হবে। তাহলে কেবল বর্তমান প্রবীণরাই নয়, আগামী দিনের প্রবীণদেরও জড়িত করা যাবে। আর এতে করে সমাজ হবে সকল বয়সি প্রবীণদের জন্য সমান উপযোগী।

জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ ও পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ প্রণয়ন করা হলেও প্রবীণদের জন্য সামাজিক কল্যাণমূলক কর্মপরিকল্পনার অভাব এবং আইনি সীমাবদ্ধতার কারণে এ সকল পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না, যদিও সর্বক্ষেত্রেই কর্তৃত্ব এখনো প্রবীণদের হাতে। নাগরিক হিসেবে প্রবীণ ব্যক্তিগণ পূর্ণ অধিকার, সার্বিক নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার অধিকারী। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ ও অধিকার সুরক্ষার বিষয়টি সুপরিকল্পিতভাবে নিশ্চিত করতে হবে।

ড. নাহিদ ফেরদৌসী: অধ্যাপক (আইন), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

এসএন

Header Ad
Header Ad

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান

ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও জেলায় প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নানা কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং একাধিক আরোহী বহন রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে পলাশ তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মোট ১৮টি মামলায় ৭০,০০০/ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

Header Ad
Header Ad

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন

ছবি: সংগৃহীত

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে, বিপরীতে বেড়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ আশ্রয়স্থলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার বাজারে ধাক্কা লাগে। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ শুরু করেন।

ট্রাম্প বুধবার ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং দেশের কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক বসাবেন। নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার ডলার সূচক ১.৬ শতাংশ কমে ১০২.০৩-এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইউরো সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার ০.৫৬ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ০.৯ শতাংশ, জাপানি ইয়েন ১.৭ শতাংশ এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অনিশ্চয়তা এখনও বেশি রয়েছে—যদিও কয়েকদিনের মধ্যে কিছু শুল্ক বাতিল বা সংশোধন হতে পারে। তবে এর অর্থনৈতিক প্রভাব ১৯৩০-এর দশকের স্মুট-হাওলি শুল্ক আইনের চেয়েও বেশি হতে পারে।”

১৯৩০ সালে স্মুট-হাওলি শুল্ক আইন প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্র আমদানি কর বাড়িয়েছিল, যা বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্কের সূত্রপাত ঘটায় এবং বৈশ্বিক মহামন্দাকে আরও গভীর করে তোলে।

ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল বাণিজ্যের ভারসাম্য রক্ষার কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বনির্ভর করার পরিকল্পনার অংশ হতে পারে। তবে, এই স্তরের শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: রয়টার্স, ব্যারন’স, দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ১৮৮৬.১৬ পয়েন্ট। অন্যদিকে, স্পেন ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে।

ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চারে রয়েছে। ব্রাজিল এক জয় ও এক হারের পরও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে, আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমেছে।

র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) এবং জার্মানি (১৭১৬.৯৮)। সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, যারা সাত ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে রয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে অবস্থান করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে দলটি ১৫তম স্থানে রয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী