সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রোহিঙ্গা সংকট ও তার সমাধানে করণীয়

পর্ব-১

আজকে রোহিঙ্গা সমস্যা বলার অপেক্ষা রাখে না যে, এটি আমাদের দেশে একটি বিরাট সমস্যা। এটি মানবিক বিচারের দিক থেকে যেমন একটি বিরাট সমস্যা, নিরাপত্তার দিক থেকে এমনকি কৌশলগত দিক থেকেও একটি বিরাট সমস্যা। তার কারণ হলো, প্রায় দশ লাখ মানুষ এ যাত্রায় বাংলাদেশে এসেছে। তারা সাংঘাতিক রকম নিগ্রহের শিকার হয়ে আমাদের দেশে এসেছে। এদের মধ্যে বেশিরভাগ নারী, শিশু এবং দুস্থ মানুষ।

মিয়ানমারে ‘আরসা’ নামে একটি সংগঠন ভুক্তভোগীদের আক্রমণ করে। ২০১৭ সালের ২৫শে আগস্ট যখন আক্রমণ শুরু হয় সেদিন জাতিসংঘের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কফি আনান মিয়ানমারের জাতিগত সমস্যার সমাধানের উপর একটি বিল উত্থাপন করেছিলেন। মিয়ানমার সরকার কফি আনান কমিশনকে এ বিষয়ে অবহিত করিয়েছিলেন। আন্তর্জাতিকভাবে পরিচিত মিয়ানমারের কিছু বোদ্ধা মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলেন। এই বিষয়ে তারা সুপারিশ করেছিলেন যে, রোহিঙ্গাসহ অন্য জাতি গোষ্ঠীগুলোর যে সমস্যা আছে সেগুলো সমাধানে মিয়ানমার সৃজনশীল এবং অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাদের সমস্যার মানবিক যে দিকগুলো আছে তা দেখতে হবে। রাজনৈতিক দিক যেগুলো আছে তা দেখতে হবে এবং দেখতে হবে অর্থনৈতিক বিষয়।

এখানে যে কথাটি বলে রাখতেই হবে যে, রাখাইন জনগোষ্ঠী সব থেকে অনুন্নত, সবচেয়ে অশিক্ষিত এবং অর্থনৈতিকভাবে দুর্বল একটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের যে নেতিবাচক ধারণা তা অনেকদিন ধরেই চলে আসছে। যার ফলে ২০১২ সালে সেখানে একটি বড় ধরনের রায়ট হয়েছিল। তখন কিছু মানুষ আমাদের এখানে পালিয়ে এসেছিল। ২০১৬ সালে হয়েছিল, তখনও কিছু লোক পালিয়ে এসেছিল। ২০১৭ সালে সামরিক বাহিনী এবং মিয়ানমার সরকার প্রচণ্ডভাবে রোহিঙ্গাদের ওপর আক্রমণ করেছিল। সেখানে গণহত্যা থেকে শুরু করে জাতিসংঘ যেটি বলছে আন্তর্জাতিকভাবেও যা স্বীকৃত, সেখানে অন্যায়-অত্যাচার, ধর্ষণ-নির্যাতন হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে এই জনগোষ্ঠীর একটি বড় অংশের সেখানে টিকে থাকাই দুষ্কর হয়ে উঠেছে।

বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে তাদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। সেই আশ্রয়ের সূত্র ধরেই আমরা প্রায় পাঁচ বছর সময় পার করেছি। আমরা যখন আশ্রয় দিয়েছিলাম তখন আমাদের একটা ধারণা ছিল এবং এই ধারনা এখনও আছে যে, এরা সাময়িকভাবে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। সেখানকার অবস্থার পরিবর্তন হলে যত দ্রুত সম্ভব নিরাপদে নিজেদের সম্মান নিয়ে নিজেদের অধিকার নিয়ে নিরাপদে ফিরে যেতে পারবে। এখানে আরও একটি বিষয় যুক্ত করা অনুচিত হবে না যে, মিয়ানমার সরকার যে ঘটনা ঘটিয়েছে তার আগেই অনেকগুলো ঘটনা ঘটিয়েছে।

এভাবে মিয়ানমার সরকার তাদের রাজনৈতিক এবং সামাজিক অধিকার ক্ষুণ্ন করে এবং সবশেষে তারই প্রক্রিয়াস্বরূপ রোহিঙ্গাদের বের করে দেওয়ার কৌশলটি তারা ব্যবহার করেছে। আমরা মানবিক বিচারে সাময়িকভাবে তাদের আশ্রয় দিয়েছি এবং পরবর্তীতে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানবিক উদ্যোগকে তারা সমর্থন করেছে। আমাদের পাশে দাঁড়িয়ে সেটি আর্থিকভাবে, কূটনৈতিকভাবে, অন্যক্ষেত্রেও তারা আমাদের সহযোগিতা করেছেন।

ঘটনাটি যখন ঘটেছে তখন আন্তর্জাতিক মহলগুলো ব্যপকভাবে নিন্দা করেছিল এবং ধারণা করা হয়েছিল মিয়ানমার সরকার তাদের ভুলটা বুঝতে পারবে এবং এই জনগোষ্ঠীকে তারা সরিয়ে নিয়ে যাবে। ২০১৭ সালের আগস্টে যখন এই ঘটনাটি ঘটে, আন্তর্জাতিকভাবেও যখন মিয়ানমার সরকার চাপের মুখে ছিল তখন মিয়ানমার বাংলাদেশের সঙ্গে নভেম্বর মাসে দ্বিপাক্ষিক এরেঞ্জিং ব্যবস্থা করে আন্তর্জাতিক মহলে দেখাতে চেয়েছিল যে তারা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পরপর দুইবার উদ্যোগ নেওয়ার পরেও আমরা একটি মানুষকে এখান থেকে পাঠাতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে প্রধান যে দুটি অভিযোগ রয়েছে তা হলো, সেখানে থাকা মানুষগুলোর বাড়িঘর তারা শুধু ধংস করেনি, বাড়িঘরের চিহ্ন পর্যন্ত মুছে দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচ ফাইন্ডিং কমিটি তারা সকলে বলছে মিয়ানমারের এই বিষয়টি অমানবিক এবং মানবতাবিরোধী কাজ।

এখন পর্যন্ত রোহিঙ্গারা যে কবে যাবে তার জন্য অনুকূল পরিবেশ তৈরির জায়গা তৈরি করা, সে বিষয়েও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। আমাদের দিক থেকে আমরা যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছি কিন্তু তা ফলপ্রসূ হয়নি। যার ফলে আমরা ভুক্তভোগী হচ্ছি বিভিন্নভাবে। একটি হচ্ছে নিরাপত্তা সংকট দেখা যাচ্ছে। কিছুদিন আগে সেখানে তাদের এক নেতাকে গুলি মেরে ফেলা হয়েছে। ক্যাম্পে খুনোখুনির ঘটনা ঘটেছে। তারপর আরও আটজনকে মারা হয়েছে। যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে এরা জড়িয়ে পড়ছে। যার মধ্যে ইয়াবা পাচার, মানব পাচার ইত্যাদিসহ বিভিন্ন বিষয় জড়িত হয়ে পড়ছে।

বাংলাদেশ এমনিতে জনবহুল দেশ। সেক্ষত্রে জনসংখ্যার আধিক্যের কারণে আমরা নিজেরাই নানা ধরনের জটিলতায় ভুগছি। তারমধ্যে আমাদের এই ছোট্ট জায়গায় থেকে প্রায় দশ লাখ মানুষ যদি এমন বেআইনি কাজে জড়িয়ে পড়ে তাহলে সেটি আমাদের জন্যও বড় ধরনের আইনী জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। যা আমরা কখনও চাইনি। আরও একটি বিষয় হচ্ছে এরা যখন এসেছিল তখন যারা ছিল শিশু এখন তারা কিশোর অথবা তরুণ। এরা যে নৃশংসতা দেখে এসেছে এবং নৃশংসতা এখনও তাদের মধ্যে সজীব এবং সেই স্মৃতিটা নিয়েই তারা আছে। ভয়ের কারণ হচ্ছে, তারা তরুণ হওয়ার ফলে যদি সেই প্রতিশোধমূলক মানসিকতার বশবর্তী হয়ে মিয়ানমারের বিরুদ্ধে কিছু করতে চায় অথবা তারা যদি অন্য ধরনের সমস্যা যেমন জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। কাজেই একদিকে নিরাপত্তাসহ নানা জটিলতার আশংকা আছে। বিশেষ করে এই দশ লাখ মানুষ সেখানে থাকার পর স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তাদের একটি সংঘাতের আশংকা রয়েছে এবং সেটি ক্রমে বর্ধিত হচ্ছে। তাছাড়া এই মানুষগুলোকে ভরণপোষণের একটি খরচ আছে। সেক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক একটি চাপের মধ্যে আছে। সেই জায়গাতে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা আমাদের সহযোগিতা করছে।

এই রক্ষণাবেক্ষণে অনেকগুলো কাজ আমাদের করতে হয়। যেগুলো আমাদের জন্য একটা বাড়তি চাপ যা বলার অপেক্ষা রাখে না। এই সমস্যাটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এই সমস্যাটির নেতিবাচক বোঝাটি অনেকদিন ধরে বাংলাদেশের ঘাড়ে চেপে বসে আছে। যে কারণে আমরা বরাবরই বলছি এই সমস্যাটি বাংলাদেশের সমস্যা নয়, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং বাংলাদেশ সাময়িকভাবে এই সমস্যাটি বইছে এবং কোনভাবে এটি দীর্ঘস্থায়ী হোক আমরা চাই না। এই সমস্যা সমাধানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগও দেখতে পারছি। আমরা তাদের থেকে নৈতিক সহযোগিতা পাচ্ছি। কিছুটা অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছি এবং জাতিসংঘের আওতায় আমাদের উন্নয়ন সহযোগী যারা আছে তারা আমাদের অর্থ সংস্থান দিচ্ছে। সেদিক থেকে আমরা বলব যে, আন্তর্জাতিক সম্প্রদায় মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে আমাদের সঙ্গে আছে। কূটনৈতিকভাবেও কিন্তু তারা আমাদের সঙ্গে আছে। প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক মহল রোহিঙ্গারা যাতে ফিরে যায়, মিয়ানমার যেন তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো অনুকূল পরিবেশ সৃষ্টি করে সেটি তারা চায়।

আন্তর্জাতিক আদালতেও মিয়ানমারে যে গণহত্যা করেছে তার বিরুদ্ধে ওআইসির পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ হয়ে একটি মামলা করেছে। এই মামলার ক্ষেত্রে তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। তারা যেটি বলেছে তা হলো, এখনও যা চলছে সেটি বন্ধ করতে হবে এবং এর সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত সাজা দিতে হবে। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা ব্যবহারের জন্য যে টুলস অথবা পর্যাপ্ত মাল-মশলা দরকার হয় সেক্ষত্রেও তারা কিন্তু এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেনি অথবা বিশেষ কিছু করে দেখাতে পারেনি। তার প্রধান কারণ হলো, জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে আমাদের যারা বন্ধু আছে, যেমন চীন, রাশিয়া ইত্যাদি দেশও কিন্তু এর স্বপক্ষে শক্তিশালীভাবে দাঁড়াচ্ছে না। ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে শক্ত কোনো ভূমিকা নিতে পারছে না।

চলবে......

লেখক: সাবেক রাষ্ট্রদূত।
অনুলিখন: শেহনাজ পূর্ণা

এসপি/এএন/এএস

Header Ad
Header Ad

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাই রোধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানের প্রথম দিন রবিবার ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে লালবাগ বিভাগে সবচেয়ে বেশি ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে রমনা বিভাগ আটজন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে ৪ জন, উত্তরা বিভাগ ৮ জন ও গুলশান বিভাগে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম।

অতিরিক্ত কমিশনার বলেন, আমরা ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে কারা এসব এলাকায় ছিনতাই করে তাদেরকে চিহ্নিত করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ফুট পেট্রোল গাড়িতে পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রেখেছি। এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য আমাদের প্রত্যেক ডিভিশনের এসি এবং এডিসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক রাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছে এবং তদারকি করছি। এছাড়া আমাদের কন্ট্রোল রুম থেকে ওয়ারলেসের পেট্রোলগুলোর লোকেশন নেওয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি না তদারকি করা হচ্ছে।

যারা এসব ছিনতাইয়ের কাজে অভ্যস্ত, তাদেরকে কোর্টে চালান করার পর অতি সহজেই তারা জামিন নিয়ে বের হয়ে আসছে এবং আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ঢাকা মহানগরীতে ২ কোটির মতো মানুষের বসবাস। তাদের নিরাপত্তার কথা ভেবে এসব ছিনতাইকারী যেন সহজে জামিন না পায় এজন্য কোর্ট বা সংশ্লিষ্ট বিচারকদের অনুরোধ করেন তিনি।

Header Ad
Header Ad

বাংলাদেশে রফতানি বন্ধ: ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা

ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম।

কৃষকরা অভিযোগ করছেন, রফতানির সুযোগ বন্ধ করে তাদের দুর্দশার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নেই। এখন এই পেঁয়াজ শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে!

এই সংকটকে কেন্দ্র করে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। তাদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ময়ূখ সংকট আরও জটিল করে তুলেছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি, বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না। অথচ ময়ূখ বলছে, তারা নাকি আমাদের পেঁয়াজ অপমান করেছে! এই বিভ্রান্তি ছড়ানোর জন্য তিনিই দায়ী।

শুধু তাই নয় রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন কৃষকরা। তাদের হুঁশিয়ারি, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে।

পেঁয়াজ ও আলুর দাম নিয়ে রাজ্যে উত্তেজনা তুঙ্গে। রাস্তায় ফসল ফেলে কৃষকরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে, অথচ বাজারে এই পেঁয়াজই ২০ টাকার নিচে পাওয়া যায় না। আমাদের এই কষ্ট কেউ বুঝতে চায় না।

Header Ad
Header Ad

সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

নতুন এক ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের ইতিহাসে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক পা রাখলেন নতুন এক উচ্চতায়!

শুরু হয়েছে প্রথমবারের মতো নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএল ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে জ্যোতি পেয়ে গেলেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। ১৫৩ রানে থামলেন তিনি। গড়লেন রেকর্ড।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) জ্যোতির ইনিংসে ছিল ২০টি চার, ২ ছক্কা। মোট ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত। বাংলাদেশ ক্রিকেটে নারীদের প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান এই তারকা ব্যাটার। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা জ্যোতি আজ সোমবার পা রাখেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোরে।

তার ব্যাটেই আজ বড় লিড মধ্যাঞ্চলের। ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।

এরপর নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে দারুণ শুরু করে মধ্যাঞ্চল। তারপরই জ্যোতির সেঞ্চুরি। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। তবে দিনটা হয়ে থাকল জ্যোতিরই।

বাংলাদেশ পুরুষ ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড আল শাহরিয়ার রোকনের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি তুলে নেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার
বাংলাদেশে রফতানি বন্ধ: ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা
সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস
টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে কূটনৈতিক চিঠি
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল
পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি ভাইরাল
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী-সন্তানসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্তা, ভিডিও ভাইরাল
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ যুবকের
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
গাজায় হাসপাতাল-স্কুল ও ‘সেফ জোনে’ ইসরায়েলের হামলা, নিহত ৫০
আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে